02Jul2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Make a Difference Today

Your support can bring hope and relief to families affected by the July Revolution. Scan the QR code or use the phone number below to make an online transfer. Every contribution helps transform lives and honors the sacrifices made.

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

শহীদ জাকির | July Shaheed Smrity Foundation

শহীদ জাকির—১৯ জুলাই শুক্রবার গুলির আঘাতে আহত হয়ে তিনি ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একটি ছোট সন্তানের বাবা, এবং তাঁর পরিবারের মনোযোগ এখন তার সন্তানের ভবিষ্যতের দিকে, যিনি বাবা ছাড়া বেড়ে উঠবে। জাকিরের আত্মত্যাগ শুধু তার পরিবারের জন্য নয়, বরং আমাদের সকলের জন্য সাহস, শক্তি, এবং দৃঢ়তার এক অমর উদাহরণ হয়ে থাকবে। তাঁর আত্মবলিদান আমাদের সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে, যেন আমরা ন্যায়ের পথে অবিচলিত থাকতে পারি। এমন মহান আত্মত্যাগকে স্মরণ করে, আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমর্থন জানাই এবং তার লক্ষ্যে অবিচলিত থাকার অঙ্গীকার করি। Shaheed Zakir—On Friday, July 19th, he was injured by gunfire and succumbed to his injuries after five days of medical treatment. He was a father to a young child, and his family is now deeply concerned about the future of his child, who will grow up without a father. Zakir’s sacrifice stands as an enduring example of courage, strength, and resolve, not only for his family but for all of us. His selfless dedication will continue to inspire us in our fight for justice, reminding us to stay steadfast on the path of righteousness. As we remember his heroic sacrifice, we extend our support to his grieving family and pledge to remain committed to his cause. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising

শহীদ জিহাদ হোসেন | July Shaheed Smrity Foundation

শহীদ জিহাদ হোসেন—১৯ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি শহীদ হন। পরিবারের সবচেয়ে আদরের সন্তান হিসেবে তিনি ছিলেন একমাত্র আশ্রয়স্থল, যিনি পরিবারের সুখ-দুঃখের সঙ্গী ছিলেন। জিহাদের আত্মত্যাগ আমাদের সংগ্রামে নতুন শক্তি ও সাহসের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি শুধু তার পরিবার নয়, পুরো জাতির হৃদয়ে অমর হয়ে থাকবেন। তার মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয়, সঠিক পথে চলা এবং ন্যায়ের জন্য লড়াই করা কখনো বৃথা যায় না। জিহাদের সাহসিকতা এবং আত্মত্যাগ আমাদের প্রেরণা যোগাবে—আজীবন।

Shaheed Jihad Hossain – On July 19, he was shot under the Kajla footbridge in Jatrabari and succumbed to his injuries at Dhaka Medical College. He was the most beloved child in his family, the one who stood as their pillar of support through thick and thin. Jihad’s sacrifice remains an unparalleled symbol of strength and courage in our struggle. His memory will live on, not only in his family but in the hearts of the entire nation. His death serves as a reminder that fighting for justice and the right path is never in vain. Jihad’s bravery and sacrifice will continue to inspire us, forever.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising

শহীদ মোঃ হাফেজ মাওলানা জসিম উদ্দিন | July Shaheed Smrity Foundation

শহীদ মোঃ হাফেজ মাওলানা জসিম উদ্দিন—একজন হাফেজ এবং উত্তরায় চাকরি করতেন। তিনি আন্দোলনের মধ্যে শহীদ হন। তাঁর শেষ কথা ছিল, স্ত্রীর সাথে কথা বলে তাঁর মেয়েকে স্কুল থেকে আনার জন্য টিচারের নম্বর নিয়েছিলেন। আজ, ছোট সন্তানরা বাবার কবরের কাছে গিয়ে বারবার বাবাকে খুঁজে, যেন তাদের হৃদয়ে বাবার শূন্যতা কখনো পূর্ণ হতে না পারে। মৌলানা জসিম উদ্দিনের আত্মত্যাগ আমাদের সংগ্রামে সাহস, প্রেরণা এবং নিষ্ঠার এক অমল অনুপ্রেরণা হয়ে থাকবে।

Shaheed Mohammad Hafiz Maulana Jasim Uddin was a Hafiz and worked in Uttara. He became a martyr during the movement. His last conversation with his wife was about getting the teacher’s number to pick up their daughter from school. Today, his young children go to their father’s grave, repeatedly searching for him, as the emptiness of his absence remains in their hearts. Maulana Jasim Uddin’s sacrifice will forever remain a pure inspiration for courage, dedication, and perseverance in our struggle.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising

শহীদ এমদাদুল হক | July Shaheed Smrity Foundation

শহীদ এমদাদুল হক—পিতা আব্দুল সোবাহানের সন্তান, উত্তর বাড্ডার আন্দোলনে শহীদ হন। শুক্রবার রাতে অসুস্থ মায়ের সাথে কথা বলে তিনি জানান, “ডাক্তরের কাছে না গেলে আর দেখা হবে না।” পরদিন, শনিবার, পুলিশের গুলিতে শহীদ হন তিনি। এমদাদুল হকের আত্মত্যাগ আমাদের সংগ্রামে সাহস এবং দৃঢ়তার অনুপ্রেরণা হয়ে থাকবে।

Martyr Emdadul Haque, son of Abdul Sobhan, was martyred during the movement in North Badda. On Friday night, while talking to his ailing mother, he mentioned, “If I don’t go to the doctor, we won’t meet again.” The next day, Saturday, he was martyred by police gunfire. Emdadul Haque’s sacrifice will remain an eternal source of courage and determination in our struggle.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising

শহীদ অতিকুল ইসলাম | July Shaheed Smrity Foundation

শহীদ অতিকুল ইসলাম—১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার মৃত্যুর পর পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে, যেখানে তার স্ত্রী এবং ছোট মেয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রা চালাতে অক্ষম। অতিকুল ইসলামের আত্মত্যাগ আমাদের সংগ্রামে সাহস এবং দৃঢ়তার অনুপ্রেরণা হয়ে থাকবে।

Shaheed Atikul Islam—On July 19, he was shot and martyred during the movement at Mirpur 10. After his death, his entire family has been left helpless, with his wife and young daughter unable to manage their daily life. Atikul Islam’s sacrifice will remain an eternal inspiration of courage and strength in our struggle.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising

২১ এপ্রিল মুগদা হাসপাতালে শহীদ মো. রায়হানের মায়ের পাশে ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

২১ এপ্রিল মুগদা হাসপাতালে শহীদ মো. রায়হানের মায়ের পাশে ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ICU বেড নিশ্চিত করার পাশাপাশি তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। চিকিৎসা সহায়তা থেকে শুরু করে প্রতিটি ধাপে পাশে থাকার চেষ্টা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। On April 21, July Shahid Smriti Foundation stood by the mother of Shaheed Md. Raihan at Mugda Hospital. In addition to ensuring an ICU bed, the foundation’s Chief Executive Officer, Mir Mahbubur Rahman Snigdho, handed over a financial assistance cheque to the family. From medical support to every step of the way, July Shahid Smriti Foundation tried to stand by them. #JulyHeroes #justiceforjulymartyrs #studentprotest #JusticeForJulyRevolution #julygonoovvuthan #chiefadviser #julyaugustuprising #Bangladesh #JulyRevolution #jssf2025 #MartyrsFamily #JusticeForJuly #JulyShaheedSmritiFoundation #julyjuddha #RebuildBangladesh #julyaugustuprise #bangladeshstudent #JulyUprising #JulyShaheedSmrityFoundation #injuredfighters #julyheroes

চট্টগ্রাম জেলা- ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ | July Shaheed Smrity Foundation

চট্টগ্রাম জেলা- ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মান প্রদর্শন ও তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের এই মহৎ উদ্যোগ চট্টগ্রাম জেলার মানুষের ঐকান্তিক সহযোগিতায় আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য আহত যোদ্ধা ও তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা ও দায়িত্ববোধ প্রকাশ করা। তাদের দুর্দশার সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। চট্টগ্রামের মানুষ তাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে প্রমাণ করেছেন যে, মানবিক সহায়তা ও সংহতির মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘমেয়াদে এমন কার্যক্রম চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশাবাদী, এই উদ্যোগ কেবল চট্টগ্রামেই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে। Chattogram District – ‘Bangladesh by the Side of Injured Fighters’ is a noble initiative to honor the fighters injured during the July uprising and provide financial assistance for their medical treatment. This initiative has expanded on a larger scale with the dedicated support of the people of Chattogram district. The primary goal of this initiative is to express solidarity and a sense of responsibility towards the injured fighters and their families. Standing by them in their time of hardship is our moral duty. The people of Chattogram have demonstrated their compassion and support, proving that through humanitarian aid and unity, we can stand by one another. The July Shaheed Smriti Foundation is committed to continuing such efforts in the long term. We are hopeful that this initiative will not remain limited to Chattogram but will also spread to other regions of Bangladesh. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising #chattogram #chattogramdistrict #julyjuddha

শহীদ আরাফাত হোসেন আকাশ । July Shaheed Smrity Foundation

শহীদ আরাফাত হোসেন আকাশ—নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ওয়াইসেকপুর গ্রামের একজন সাহসী যুবক। মাতা লাইলি বেগমের সন্তান আকাশ ছিল পরিবারের মধ্যে সবার বড়। নারায়ণগঞ্জ থানার সামনে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। আরাফাত হোসেন আকাশকে হারিয়ে তার পরিবার আজ অসহায় দিন কাটাচ্ছে, যেখানে তিনি ছিলেন পরিবারের প্রধান সঞ্চালক এবং আস্থার উৎস। তার আত্মত্যাগ আমাদের সংগ্রামে সাহস ও দৃঢ়তার অনুপ্রেরণা হয়ে থাকবে।

Shaheed Arafat Hossain Akash – A courageous young man from Waiseikpur village, Sonaimuri Thana, Noakhali district. Son of Laily Begum, Akash was the eldest in his family. He was martyred after being shot while participating in the movement in front of Narayanganj Police Station. With the loss of Arafat Hossain Akash, his family is now struggling, as he was the main provider and source of strength for them. His sacrifice will remain a source of courage and determination in our struggle for justice.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং রাষ্ট্রীয় কাজে বাধা সৃষ্টিকারী ভুয়া আহত মোহাম্মদ লিটন।

জুলাই আন্দোলনের পবিত্রতা নিয়ে ষড়যন্ত্র। মোহাম্মদ লিটন নামে এই ব্যক্তি ‘আহত’ পরিচয়ে ভুয়া মেডিক্যাল ডকুমেন্ট জমা দিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দাবি করে। তদন্তে বেরিয়ে আসে তিনি আসলে আন্দোলনে আহত নন। MIS রিপোর্টে তার জমাকৃত কাগজপত্রে তারিখ জালিয়াতি ও তথ্য বিকৃতি স্পষ্ট দেখা যায়। এই ব্যক্তি অতীতেও বিভিন্ন সময়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, এবং ১৫ এপ্রিল আবারও আহতদের উসকে দিয়ে সংঘর্ষের পায়তারা করে। কিন্তু আহত ভাইয়েরা সব তথ্য পেয়ে শান্তিপূর্ণভাবে ফিরে যান। তবে এই ব্যক্তি বিকেলে আবার ফিরে এসে ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে অশালীন আচরণ করেন, এবং অ্যাকাউন্টস হেডকে হেনস্তা করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি আহত নন, এবং একটি রাজনৈতিক দলের নেতা তাঁকে সাহায্য করেছেন ভুয়া পরিচয়কে প্রতিষ্ঠিত করতে। এই ঘটনা শুধু প্রতারণা নয়—শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি চরম অসম্মান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে। আমরা সবাইকে সতর্ক করছি—এই ফাউন্ডেশন আহত যোদ্ধা ও শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত। এখানে ভুয়া দাবিদার, দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীদের কোনো জায়গা নেই। তাদের বিরুদ্ধে ফাউন্ডেশন সর্বোচ্চ আইনী ব্যবস্থা গ্রহন করবে।

Conspiracy Against the Sanctity of the July Movement A man named Mohammad Liton falsely claimed to be “injured” and submitted fake medical documents to the July Martyrs Memorial Foundation in an attempt to receive financial assistance. Upon investigation, it was revealed that he was not actually injured during the movement. The MIS report clearly showed date tampering and data distortion in the documents he submitted. This individual has a history of spreading misinformation against the July Martyrs Memorial Foundation and the interim government. On April 15, he again tried to incite unrest by provoking the injured members. However, the injured brothers, upon receiving accurate information, peacefully withdrew. Later that afternoon, this person returned and behaved inappropriately with Foundation officials, harassing the Head of Accounts. During questioning, he admitted that he was not injured and that a political party leader had helped him forge his identity. This incident is not just a case of fraud—it is a deep insult to the sacrifice of the martyrs and the injured. The July Martyrs Memorial Foundation is declaring a zero-tolerance policy against such conspiracies and misinformation. We urge everyone to remain alert—this Foundation stands on the blood and sacrifice of the wounded fighters and martyrs. There is no place here for fake claimants, corrupt individuals, or conspirators. The Foundation will take the highest legal action against them.

#JulyShaheedSmrityFoundation #injuredfighters #julyaugustuprising #studentprotest #JulyUprising #chiefadviser #bangladeshstudent #julygonoovvuthan #RebuildBangladesh #JusticeForJulyRevolution #julyaugustuprise #justiceforjulymartyrs #JulyRevolution #fraud

শহীদ জাকির | July Shaheed Smrity Foundation

শহীদ জাকির—১৯ জুলাই শুক্রবার গুলির আঘাতে আহত হয়ে তিনি ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একটি ছোট সন্তানের বাবা, এবং তাঁর পরিবারের মনোযোগ এখন তার সন্তানের ভবিষ্যতের দিকে, যিনি বাবা ছাড়া বেড়ে উঠবে। জাকিরের আত্মত্যাগ শুধু তার পরিবারের জন্য নয়, বরং আমাদের সকলের জন্য সাহস, শক্তি, এবং দৃঢ়তার এক অমর উদাহরণ হয়ে থাকবে। তাঁর আত্মবলিদান আমাদের সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে, যেন আমরা ন্যায়ের পথে অবিচলিত থাকতে পারি। এমন মহান আত্মত্যাগকে স্মরণ করে, আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমর্থন জানাই এবং তার লক্ষ্যে অবিচলিত থাকার অঙ্গীকার করি।

Shaheed Zakir—On Friday, July 19th, he was injured by gunfire and succumbed to his injuries after five days of medical treatment. He was a father to a young child, and his family is now deeply concerned about the future of his child, who will grow up without a father. Zakir’s sacrifice stands as an enduring example of courage, strength, and resolve, not only for his family but for all of us. His selfless dedication will continue to inspire us in our fight for justice, reminding us to stay steadfast on the path of righteousness. As we remember his heroic sacrifice, we extend our support to his grieving family and pledge to remain committed to his cause.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising