শহীদ গোলাম নাফিজ | July Shaheed Smrity Foundation
শহীদ গোলাম নাফিজ। ১৭ বছরের এই নির্ভীক যুবকের দেশের জন্য আত্মত্যাগ এক দৃষ্টান্ত উদাহরন। তার মতো হাজারো নির্ভীক সাহসী যুবকের অবদানে আজেকের স্বাধীন বাংলাদেশ।
Shaheed Golam Nafiz. The self-sacrifice of this fearless 17-year-old youth for his country is a prime example. Due to the contributions of thousands of fearless and brave youths like him, we have the independent Bangladesh we cherish today.
#julyrevolution#jssf24#julyshaheedsmrityfoundation#rebuildBangladesh
শহীদ রাজিবুল করিম সরকার । July Shaheed Smrity Foundation
শহীদ রাজিবুল করিম সরকার ছোটবেলা থেকে মেধাবী ছিল এবং স্কাউট করত। এসএসসি পরীক্ষার সময় লালমনিরহাটে শহীদ হয়। তাঁদের মত শহীদ আমাদের দেশের প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণা ও বিরাট সাহসের বাহন। তাঁর সাহসিকতা আজও বেঁচে থাকে, আমাদের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। তাঁর দৃঢ়তা এবং সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়, এবং তাঁর মতো হাজারো শহীদের আত্মত্যাগ চিরকাল অমর থাকবে আমাদের দেশের মুক্তির ইতিহাসে।
He was talented since childhood and was involved in scouting. He was martyred in Lalmonirhat during his SSC exams. Martyrs like him serve as an inspiration and a source of great courage for every citizen of our country. His bravery still lives on, reminding us of his role in achieving our independence. His determination and struggle continue to inspire us, and the sacrifice of thousands of martyrs like him will forever remain immortal in the history of our nation’s liberation. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24
শহীদ রহমত মিয়া | July Shaheed Smrity Foundation
শহীদ রহমত মিয়া ছিলেন একজন সাহসী সংগ্রামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মাওনা চৌরাস্তায় শাহাদত বরণ করেন। দুপুরে মিছিলে যোগ দেওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত ১০ টার দিকে আলহেরা মেডিক্যাল সেন্টারে তার মৃতদেহ পাওয়া যায়। রহমত মিয়া ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তার উপার্জনেই চলতো পুরো সংসার, অথচ তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার মৃত্যু দেশের স্বাধীনতায় একটি অমর অধ্যায় হিসেবে পরিগণিত হয়। রহমত মিয়ার আত্মত্যাগ আমাদেরকে স্বাধীনতা অর্জনে তার অবদান ও সাহসিকতার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি হারিয়ে গেলেও তার আত্মত্যাগ আজও আমাদের প্রেরণা দেয়। Martyr Rahmat Mia was a courageous fighter who sacrificed his life for the anti-discrimination student movement, becoming a martyr at Maona Chourasta. He left his home in the afternoon to join the procession, but after that, there was no trace of him. His body was found at Alhera Medical Center around 10 PM. Rahmat Mia was the sole breadwinner of his family, and his earnings sustained the entire household. Despite this, he dedicated his life to the country’s cause. His death has become an immortal chapter in the country’s struggle for independence. Rahmat Mia’s sacrifice reminds us of his contribution and courage in the fight for freedom. Though he is gone, his selfless sacrifice continues to inspire us today. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24
শহীদ রাইহানুল হাসান । July Shaheed Smrity Foundation
শহীদ রাইহানুল হাসান ৪ই আগস্ট আগুনে পুড়িয়ে মারা হয়। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, এবং তার মতো শহীদরা দেশের মানুষের জন্য অনুপ্রেরণা ও সাহসের উৎস। তার সাহসিকতা ও সংগ্রাম আমাদের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা আমাদের আজও প্রেরণা দেয়। তাঁর আত্মত্যাগ এবং হাজারো শহীদের অবদান চিরকাল অমর থাকবে দেশের মুক্তির ইতিহাসে।
Shaheed Raihanul Hasan was burned alive on August 4th. His dream was to become a doctor, and like him, martyrs are a source of inspiration and courage for the people of the country. His bravery and struggle played a crucial role in our fight for independence, which continues to inspire us today. His sacrifice, along with the contributions of countless other martyrs, will remain immortal in the history of our country’s liberation. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24
শহীদ রাদিব হোসেন রুশো । July Shaheed Smrity Foundation
শহীদ রাদিব হোসেন রুশো ৫ই আগস্ট আগুনে পুড়িয়ে মারা যান। তার মতো শহীদরা দেশের মানুষের জন্য অনুপ্রেরণা ও সাহসের উৎস। তার সাহসিকতা ও সংগ্রাম আমাদের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আজও তা আমাদের প্রেরণা দেয়। তাঁর আত্মত্যাগ এবং হাজারো শহীদের অবদান চিরকাল অমর থাকবে দেশের মুক্তির ইতিহাসে।
Shaheed Radib Hossain Russo was burned alive on August 5th. Martyrs like him are a source of inspiration and courage for the people of the country. His bravery and struggle played a crucial role in our fight for independence and continue to inspire us today. His sacrifice, along with the contributions of countless other martyrs, will remain immortal in the history of our country’s liberation. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24
শহীদ ওমর ফারুক । July Shaheed Smrity Foundation
শহীদ ওমর ফারুক আশুলিয়া থানায় গুলিবিদ্ধ অবস্থায় শহীদ হন। তাঁদের মত শহীদ আমাদের দেশের প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণা ও বিরাট সাহসের বাহন। তাঁর সাহসিকতা আজও বেঁচে থাকে, আমাদের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। তাঁর দৃঢ়তা এবং সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়, এবং তাঁর মতো হাজারো শহীদের আত্মত্যাগ চিরকাল অমর থাকবে আমাদের দেশের মুক্তির ইতিহাসে। Shaheed Omar Faruq was martyred after being shot in Ashulia Police Station. Martyrs like him serve as an inspiration and a symbol of great courage for every person in our country. His bravery still lives on, reminding us of his role in our struggle for independence. His determination and struggle inspire us, and the sacrifice of thousands of martyrs like him will remain eternal in the history of our country’s liberation. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24
শহীদ নূর জামান । July Shaheed Smrity Foundation
৫ই আগস্ট রংপুর এ মিছিলে অতর্কিত হামলার কারণে জ্ঞানহীন হয়ে পড়েন। পরবর্তীতে মেডিকেল এ নেওয়ার পরে তিনি শহীদে হন। তাঁর সাহসিকতা আজও বেঁচে থাকে, আমাদের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। তাঁর দৃঢ়তা এবং সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়, এবং তাঁর মতো হাজারো শহীদের আত্মত্যাগ চিরকাল অমর থাকবে আমাদের দেশের মুক্তির ইতিহাসে। Shaheed Noor Zaman lost consciousness due to a sudden attack on a procession in Rangpur on August 5. Later, he was taken to the hospital, where he was martyred. His bravery still lives on, reminding us of his role in our struggle for independence. His determination and struggle inspire us, and the sacrifice of thousands of martyrs like him will remain eternal in the history of our country’s liberation. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24
শহীদ নয়ন । July Shaheed Smrity Foundation
শহীদ নয়ন ঢাকার বাংলামটরে পুলিশের গুলিতে শহীদ হন। এখন তাঁর পরিবার তাঁর ছোট মেয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তিত। তার আত্মত্যাগ দেশের স্বাধীনতার সংগ্রামে এক অবিচলিত অধ্যায়ে পরিণত হয়েছে। নয়নের সাহসিকতা আজও বেঁচে থাকে, আমাদের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। তাঁর দৃঢ়তা এবং সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়, এবং তাঁর মতো হাজারো শহীদের আত্মত্যাগ চিরকাল অমর থাকবে আমাদের দেশের মুক্তির ইতিহাসে। Shaheed Nayen was martyred by police gunfire at Banglamotor in Dhaka. His family is now deeply concerned about the future of his young daughter. His self-sacrifice has become an unshakable chapter in the nation’s struggle for independence. Nayen’s brave act continues to live on, reminding us of the vital role he played in securing our freedom. His courage and determination continue to inspire us, and the sacrifices of thousands of martyrs like him will remain forever immortal in the history of our country’s liberation. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24
আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ । July Shaheed Smrity Foundation
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন রংপুর বিভাগের আহত যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করছে। ফাউন্ডেশন আহত যোদ্ধাদের সহায়তায় দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে আত্মবলিদানকৃত বীর শহীদদের পাশাপাশি আহত যোদ্ধারাও মানবিক চেতনা ও আত্মত্যাগের প্রেরণা বহন করছে। ফাউন্ডেশন আহত এবং শহীদদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সহনশীলতা প্রদর্শন করতে প্রতিজ্ঞাবদ্ধ।
The July Shaheed Smriti Foundation is providing financial assistance to the injured freedom fighters of the Rangpur division. The foundation is committed and constantly working hard to assist the injured fighters. Along with the martyrs who sacrificed their lives in the July Revolution, the injured fighters also carry the spirit of humanity and self-sacrifice. The foundation is dedicated to showing sympathy and tolerance towards the families of the injured and martyrs. #julyshaheedsmrityfoundation#chiefadviser#Bangladesh#JulyRevolution#rebuildBangladesh#jssf24
Transcript