12Mar2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Make a Difference Today

Your support can bring hope and relief to families affected by the July Revolution. Scan the QR code or use the phone number below to make an online transfer. Every contribution helps transform lives and honors the sacrifices made.

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

আহমেদ শরীফ | July Shadeed Smrity Foundation

প্রখ্যাত অভিনেতা আহমেদ শরীফ, যিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্র। প্রায় ৫৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ৮৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা তাঁকে বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পরিদর্শন করেন। ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং শহীদ ও আহতদের পরিবারের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবগত হন। ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর সাফল্য কামনা করেন। তিনি আরও জানান যে, ফাউন্ডেশনের যেকোনো প্রয়োজনে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন এবং সব ধরনের সহযোগিতা প্রদান করবেন। তাঁর এই প্রতিশ্রুতি ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও দৃঢ় করবে এবং আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে।

Renowned actor Ahmed Sharif is a shining star in Bangladesh’s film industry. In his illustrious career spanning nearly 53 years, he has acted in over 850 films, earning him a distinguished place in the history of Bengali cinema. On February 16, he visited the July Shaheed Smrity Foundation, where he observed its overall activities and learned about various initiatives taken for the families of martyrs and the injured. He expressed his satisfaction and gratitude for the foundation’s humanitarian efforts and wished for its success. He further stated that he would make every effort and provide any necessary support whenever needed. His commitment will further strengthen the foundation’s activities and advance this noble initiative of standing beside the families of martyrs and the injured.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #julyaugustuprise #bangladeshstudent #julygonoovvuthan #studentprotest

শহীদ মাজহারুল ইসলাম | July Shaheed Smrity Foundation

শহীদ মাজহারুল ইসলাম এক ধর্মপ্রাণ শিক্ষক, এক অকুতোভয় সংগ্রামী। তিনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং পাশাপাশি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদে তিনি নেমেছিলেন রাস্তায়, গণআন্দোলনের কণ্ঠে যুক্ত করেছিলেন নিজের কণ্ঠ। ৫ই আগস্ট গাজীপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে তিনি শহীদ হন।

তাঁর আত্মত্যাগ আমাদের প্রেরণা দেয়, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জোগায়। শহীদ মাজহারুল ইসলামের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

Shaheed Mazharul Islam—A devout teacher, a fearless fighter. He was an imam of a mosque and also a madrasa teacher.

He took to the streets in protest against tyranny, raising his voice in the people’s movement. On August 5, in Gazipur, he was martyred by police gunfire during the anti-fascist uprising.

His sacrifice inspires us, giving us the courage to stand tall against injustice. The legacy of Shaheed Mazharul Islam will forever be remembered.

#julyshaheedsmrityfoundation

#chiefadviser#Bangladesh#JulyRevolution#rebuildBangladesh#jssf24

শহীদ কাজী আশরাফ | July Shaheed Smrity Foundation

শহীদ কাজী আশরাফ —এক সাহসী যুবক, অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় যোদ্ধা। ঢাকা কমার্স কলেজের এই মেধাবী ছাত্র পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি করতেন।

জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শুরু থেকেই তিনি ছিলেন সক্রিয়। অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নামেন।

অবশেষে ২৪-এর দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে পুলিশের গুলিতে শহীদ হন কাজী আশরাফ । কিন্তু তাঁর রক্তে লেখা ইতিহাস আমাদের মুক্তির সংগ্রামকে আরও বেগবান করেছে।

তাঁর আত্মত্যাগ অমর হয়ে থাকবে আমাদের হৃদয়ে, আমাদের লড়াইয়ে।

Shaheed Kazi Ashraf—A brave young man, a fearless warrior against injustice. This bright student of Dhaka Commerce College was also a passionate photographer.

From the very beginning of the July-August anti-fascist movement, he was actively involved. He took to the streets to fight against oppression and tyranny.

Finally, standing against the dictatorship of ‘24, Kazi Ashraf was martyred by police gunfire. But the history written in his blood has only strengthened our struggle for freedom.

His sacrifice will remain eternal in our hearts and in our fight.

#julyshaheedsmrityfoundation

#chiefadviser#Bangladesh#JulyRevolution#rebuildBangladesh#jssf24

শহীদ মোঃ ফারুক | July Shaheed Smrity Foundation

শহীদ মোঃ ফারুক—এক সংগ্রামী জীবন, এক অমর আত্মত্যাগ। পরিবারের একমাত্র উপার্জনের উৎস ছিলেন তিনি, কাঠমিস্ত্রির কাজ করে স্ত্রী-সন্তানসহ পরিবার চালাতেন। দুই সন্তানের এই জনক ২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন। তাঁর মৃত্যু শুধু একটি পরিবারকেই নিঃস্ব করেনি, বরং স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের লড়াইকে আরো শক্তিশালী করেছে। ফারুকের মতো হাজারো শহীদের আত্মত্যাগই আজকের বাংলাদেশ। তাঁদের ত্যাগের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে আমরা তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।

Shaheed Md. Faruk—A life of struggle, a sacrifice immortal. He was the sole breadwinner of his family, earning a living as a carpenter to support his wife and children. This father of two was martyred by police gunfire in the anti-fascist movement of ‘24. His death did not just leave a family devastated but also strengthened our fight against tyranny. The sacrifices of thousands of martyrs like Faruk have shaped today’s Bangladesh. Their debt can never be repaid, but we are committed to building the Bangladesh they dreamed of.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

শহীদ আমির হোসেন | July Shaheed Smrity Foundation

শহীদ আমির হোসেন। জুলাই আন্দোলনের এক বীর। ৫ই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন। তাঁর দৃঢ়তা ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয় সত্য ও ন্যায়ের প্রতি অবিচল থাকতে। আমির হোসেনের মতো শহীদদের আত্মত্যাগ চিরকাল অমর থাকবে দেশের মুক্তির ইতিহাসে।

Shaheed Amir Hossain. A hero of the July movement. He was martyred on August 5th in the anti-fascist movement when he was shot by the police. His determination and struggle inspire us to remain steadfast in our commitment to truth and justice. The sacrifices of martyrs like Amir Hossain will forever remain immortal in the history of the country’s liberation.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

গৌরবময় জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে আপনিও অংশ নিন!

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জুলাই চত্বরে স্থাপিত স্টলে, আমাদের গৌরবময় ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। আপনি যদি জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও ধারণ করে থাকেন, এগুলো স্টলে জমা দিয়ে এই ঐতিহাসিক অধ্যায়ের অংশ হয়ে উঠতে পারেন। আন্দোলনের সাথে সম্পৃক্ত অরাজনৈতিক বইগুলোও স্টলে অনুদান হিসেবে জমা দেওয়া যাবে। এসব বই বিপ্লবী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বই বিক্রয় থেকে অর্জিত অর্থ ফাউন্ডেশনে অনুদান হিসেবে জমা হবে। আমাদের সকল শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের স্টলে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের আত্মত্যাগ ও বীরত্বগাথা স্মরণ করাই আমাদের দায়িত্ব। আসুন, একসাথে ইতিহাসের স্মৃতি সংরক্ষণ করি এবং আগামী দিনের জন্য এই ত্যাগ ও সংগ্রামের গৌরবময় অধ্যায় তুলে ধরি। আপনার উপস্থিতি এবং অবদান আমাদের প্রচেষ্টাকে আরও সমৃদ্ধ করবে।

Take part in preserving the glorious memories of the July Movement! The July Martyrs Memorial Foundation has set up a stall at July Square to highlight our glorious history for future generations. If you have captured significant photos or videos of the July Movement, you can submit them at the stall and become a part of this historic chapter. Books related to the movement, which are non-political, can also be donated to the stall. These books will play an important role in fostering revolutionary spirit. The proceeds from book sales will be donated to the foundation. We warmly invite all martyr families and injured fighters to visit the stall. Honoring their sacrifices and bravery is our responsibility. Let us come together to preserve the memories of history and showcase this glorious chapter of sacrifice and struggle for future generations. Your presence and contributions will enrich our efforts even further. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

News

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা নিয়ে প্রতারণার চেষ্টা, নয়নের প্রতারণা ফাঁস!

নয়ন, পিতা: রজব আলি, মাতা: রাবেয়া বেগম, গাজীপুরের বাসিন্দা, ভাষ্যমতে মেলামাইন দোকানে কাজ করেন। তিনি জানতে পারেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জুলাই আন্দোলনের আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। তবে, জুলাই আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা বা শরীরে কোনো আঘাত না থাকা সত্ত্বেও, নয়ন নিজের শরীরে ব্যান্ডেজ বেঁধে ছবি তুলে, তা এডিট করে এবং ভুয়া কাগজপত্র জমা দিয়ে সাহায্যের জন্য আবেদন করেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মীদের সক্রিয় তৎপরতায় তার প্রতারণা ধরা পড়ে। ফাউন্ডেশন সর্বদা সততার সাথে শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় অঙ্গীকারবদ্ধ এবং যেকোনো ধরনের প্রতারণা রুখতে তৎপর। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই ধরনের প্রতারণা কখনোই সহ্য করবে না এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Noyon, son of Rojob Ali and Rabea Begum, a resident of Gazipur, claims to work in a melamine shop. He came to know that the July Shaheed Smrity Foundation provides financial assistance for the treatment of those injured in the July Movement. However, despite having no connection to the July Movement or any injuries on his body, Noyon wrapped bandages around himself, edited photos, and submitted fake documents to apply for assistance. Thanks to the active vigilance of the July Shaheed Smrity Foundation’s team, his fraud was uncovered. The foundation is committed to supporting the families of martyrs and the injured with utmost honesty and remains proactive in preventing any kind of fraud. The July Shaheed Smrity Foundation will never tolerate such fraudulent activities and will take necessary legal action against them.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

ইফাদ আহম্মেদ অর্ক। July Shaheed Smrity Foundation

ঢাকা কলেজে অনার্স এ পড়াশুনা করে। ১৯ জুলাই, সাভারে তিনি পায়ে গুলি লেগে আহত হন। Ifad Ahmed Ark. He is studying Honors at Dhaka College. On July 19, he was injured by a gunshot to his leg in Savar. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

News

প্রতারক জুনায়েদ এর অভিনব প্রতারণা । July Saheed Smrity Foundation

বেল্লাল হোসেন। একজন রিকশাচালক। গত ডিসেম্বরের এক রাতে কেরানিগঞ্জে ডাকাতের কবলে পড়ে এবং পায়ে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে অপারেশন এর মাধ্যমে তার পা কেটে ফেলা হয়। এমন সময় বেল্লালের বাবার সাথে সাক্ষাৎ হয় প্রতারক জুনায়েদ এর।জুনায়েদ তাকে জানায় সে মোহাম্মদপুরের একজন ছাত্র প্রতিনিধি ( কোথাও সাংবাদিক , কোথাও ফাউন্ডেশনের কর্মী পরিচয় দিয়ে প্রতারণা করাই তার কাজ )। জুনায়েদ তাকে বেল্লালের সকল মেডিকেল ডকুমেন্টস কালেক্ট করে তাকে ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকার চেক পাইয়ে দেওয়ার আশ্বাস দেয় এবং বিভিন্নভাবে ফাউন্ডেশনে চাপ প্রয়োগ করতে থাকে। এরপর নানান ধরনের প্রতারনার মাধ্যমে টাকা পাইয়ে দিয়ে পরবর্তীতে তার থেকে খরচ বাবদ ৩০ হাজার টাকা গ্রহন করে। এরপরই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুসন্ধানে বেড়িয়ে আসে এমন চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Bellal Hossain, a rickshaw puller, fell victim to a robbery one night last December in Keraniganj, during which he was shot in the leg. Later, his leg had to be amputated through surgery. During this difficult time, Bellal’s father encountered a fraudster named Junaid. Junaid introduced himself as a student representative from Mohammadpur (although he frequently masquerades as a journalist or a foundation worker to carry out his scams). Junaid collected all of Bellal’s medical documents and assured his father that he could arrange a check of 1 lakh taka from a foundation. He even started pressuring the foundation in various ways. Using different fraudulent tactics, Junaid managed to secure the money but then took 30,000 taka from Bellal’s father as “expenses.” Later in July, an investigation by the Shahid Smriti Foundation revealed this shocking case of fraud. Junaid was subsequently handed over to the police.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

শহীদ রূবেল । July Shaheed Smrity Foundation

শহীদ রুবেল মিয়া, পিতাঃ রফিকুল ইসলাম, মাতাঃ মিনা খাতুন, মোহাম্মদপুরে মৃত্যুবরণ করেন। তাঁর মতো শহীদদের সাহসিকতা আমাদের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর দৃঢ়তা ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়, এবং শহীদদের আত্মত্যাগ চিরকাল অমর থাকবে দেশের মুক্তির ইতিহাসে।

Shaheed Rubel Mia, son of Rafiqul Islam and Mina Khatun, passed away in Mohammadpur. The courage of martyrs like him played a significant role in the achievement of our independence. His determination and struggle inspire us, and the sacrifices of martyrs will forever remain immortal in the history of our country’s liberation.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24