আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও শহীদদের পরিবারকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রচেষ্টা সর্বদা সৎ ও স্বচ্ছ, তবে কিছু সীমাবদ্ধতার কারণে কখনও কখনও কাজ সামান্য দেরি হতে পারে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে আমাদের সম্পর্কে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে। এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের কাজের পদ্ধতি ও বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে সবাই প্রকৃত সত্য জানতে পারেন। আমাদের উদ্দেশ্য কখনোই কোনো শহীদ পরিবারকে হেয় করা নয়। বরং, আমরা চাই সঠিক তথ্যের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে ও যথাযথ সহায়তা প্রদান করতে। তারপরেও যদি আমাদের কোনো কথায় বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাদের বিশ্বাস ও সহযোগিতা কামনা করি, যাতে শহীদদের আত্মত্যাগের যথাযথ সম্মান রক্ষা করতে পারি। বিভ্রান্তি এড়িয়ে সত্যকে জানুন, গুজবে কান দেবেন না।
We, the July Shaheed Smrity Foundation, are committed to supporting the families of the injured and martyrs. Our efforts are always sincere and transparent, but due to certain limitations, there may sometimes be slight delays in our work. Recently, some misleading information about us has been circulating on social media, creating misunderstandings among the public. Through this video, we aim to present our working process and the realities we face so that everyone can know the truth. Our intention is never to disrespect any martyr’s family. Rather, we strive to stand by them and provide proper assistance with accurate information. However, if anyone has been hurt by our words or actions, we sincerely apologize on behalf of July Shaheed Smrity Foundation. We seek your trust and support to uphold the honor of the martyrs’ sacrifices. Know the truth, avoid misinformation, and do not believe in rumors.
#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24