২৪ জুলাইঃ শিশু শহীদ দিবস
তারা ছিল স্বপ্নে ভরা, হাসিমাখা, ভবিষ্যতের প্রতীক। কিন্তু ফ্যাসিস্ট শাসন এতটাই নিষ্ঠুর হয়েছিল যে, নিষ্পাপ শিশুদের গুলিতে ঝাঁঝরা করতেও এক মুহূর্ত ভাবেনি। তাদের হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু আশা। আজ সেই শিশু শহীদদের রক্তই চিৎকার করে বলে—ফ্যাসিবাদের ভয় এতটাই ছিল, যে শিশুরাও তাদের জন্য হুমকি হয়ে উঠেছিল। আজ সেই শিশু শহীদদের রক্ত আমাদের চোখে আগুন জ্বালায়, হৃদয়ে প্রতিজ্ঞা গেঁথে দেয়—এই অন্যায়ের প্রতিশোধ আমরা নেবই। এই শহীদেরা আমাদের আন্দোলনের অনন্ত অনুপ্রেরণা, আমাদের লড়াইয়ের জ্বলন্ত শপথ। তারা নেই, কিন্তু তারা আছে—প্রতিটি স্লোগানে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি বিদ্রোহে।
শিশুদের রক্তে লেখা এই ইতিহাস ভুলবে না বাংলাদেশ।
24 July: Child Martyr Day
They were full of dreams, bright with smiles, and symbols of the future. But the fascist regime had become so cruel that it didn’t think twice before riddling innocent children with bullets. They held no weapons—only hope.
Today, the blood of those child martyrs screams out—so deep was the regime’s fear that even children became threats in their eyes. That same blood now ignites fire in our eyes and carves a vow into our hearts—we will avenge this injustice.
These martyrs are the eternal inspiration of our movement, the burning oath of our struggle. They may be gone, but they remain—in every slogan, every tear, every act of resistance.
This history, written in the blood of children, will never be forgotten by Bangladesh.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০
