শহীদের ত্যাগের সঙ্গে প্রতারণার চেষ্টা!
শহীদ সোহেল রানার আপন বড় ভাই লিটন এক চাঞ্চল্যকর প্রতারণার চেষ্টা চালায়। সে তার এক বন্ধুর স্ত্রীকে শহীদ সোহেল রানার স্ত্রী সাজিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তার চেক সংগ্রহের চেষ্টা করে। তবে ফাউন্ডেশনের কর্তৃপক্ষের বিচক্ষণতায় এই প্রতারণার ঘটনা ধরা পড়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশন কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে নিশ্চিত হয় যে, লিটন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ভুয়া পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নিতে চেয়েছিল। তাদের প্রতারণার প্রমাণ হাতে আসার পর ফাউন্ডেশনের সদস্যরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবলেও, শহীদ সোহেল রানার মায়ের বিশেষ অনুরোধে প্রতারকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
Shahid Sohel Rana’s elder brother, Liton, attempted a sensational act of fraud. He tried to collect a financial aid cheque from the July Shahid Smriti Foundation by falsely presenting his friend’s wife as Shahid Sohel Rana’s widow. However, the foundation’s authorities quickly saw through the deception. Following the incident, the foundation conducted an investigation and confirmed that Liton and his associates had deliberately used a fake identity to misappropriate funds. Upon gathering solid evidence of their fraud, the foundation members initially considered taking legal action. However, at the special request of Shahid Sohel Rana’s mother, the fraudsters were released after signing a written statement of confession.
#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24