05Feb2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Make a Difference Today

Your support can bring hope and relief to families affected by the July Revolution. Scan the QR code or use the phone number below to make an online transfer. Every contribution helps transform lives and honors the sacrifices made.

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

শহীদ নয়ন । July Shaheed Smrity Foundation

শহীদ নয়ন ঢাকার বাংলামটরে পুলিশের গুলিতে শহীদ হন। এখন তাঁর পরিবার তাঁর ছোট মেয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তিত। তার আত্মত্যাগ দেশের স্বাধীনতার সংগ্রামে এক অবিচলিত অধ্যায়ে পরিণত হয়েছে। নয়নের সাহসিকতা আজও বেঁচে থাকে, আমাদের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। তাঁর দৃঢ়তা এবং সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়, এবং তাঁর মতো হাজারো শহীদের আত্মত্যাগ চিরকাল অমর থাকবে আমাদের দেশের মুক্তির ইতিহাসে। Shaheed Nayen was martyred by police gunfire at Banglamotor in Dhaka. His family is now deeply concerned about the future of his young daughter. His self-sacrifice has become an unshakable chapter in the nation’s struggle for independence. Nayen’s brave act continues to live on, reminding us of the vital role he played in securing our freedom. His courage and determination continue to inspire us, and the sacrifices of thousands of martyrs like him will remain forever immortal in the history of our country’s liberation. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ । July Shaheed Smrity Foundation

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন রংপুর বিভাগের আহত যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করছে। ফাউন্ডেশন আহত যোদ্ধাদের সহায়তায় দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে আত্মবলিদানকৃত বীর শহীদদের পাশাপাশি আহত যোদ্ধারাও মানবিক চেতনা ও আত্মত্যাগের প্রেরণা বহন করছে। ফাউন্ডেশন আহত এবং শহীদদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সহনশীলতা প্রদর্শন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

The July Shaheed Smriti Foundation is providing financial assistance to the injured freedom fighters of the Rangpur division. The foundation is committed and constantly working hard to assist the injured fighters. Along with the martyrs who sacrificed their lives in the July Revolution, the injured fighters also carry the spirit of humanity and self-sacrifice. The foundation is dedicated to showing sympathy and tolerance towards the families of the injured and martyrs. #julyshaheedsmrityfoundation#chiefadviser#Bangladesh#JulyRevolution#rebuildBangladesh#jssf24

Transcript

শহীদ সাব্বির হাসান । July Shaheed Smrity Foundation

শহীদ সাব্বির হাসান, পিতা শাহিন আলম, বগুড়া গাবতলী সুকার পুকুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি তার বাবার একমাত্র ছেলে ছিলেন এবং ৯ম শ্রেণীতে পড়াশোনা করতেন। তার আত্মত্যাগ দেশের স্বাধীনতা সংগ্রামের অবিচল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তার আত্মবলিদান আমাদের স্বাধীনতার ইতিহাসে অমর, এবং তার সাহসিকতা ও সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করে। এমন হাজারো শহীদের আত্মত্যাগ চিরকাল আমাদের মুক্তির ইতিহাসে বেঁচে থাকবে। Shaheed Sabbir Hasan, son of Shahin Alam, was a resident of Sukar Pukur in Bogura, Gabtali. He was the only son of his father and was studying in the 9th grade. His self-sacrifice will remain a significant chapter in the country’s struggle for independence. His sacrifice is immortal in the history of our independence, and his courage and struggle continue to inspire us. The sacrifice of thousands of martyrs like him will live forever in the history of our liberation. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

শহীদ পরিবারের ইতিকথা । July shaheed Smrity Foundation

জুলাই গনঅভ্যুত্থানে শহীদরা দেশপ্রেমের পাশাপাশি আত্মত্যাগের শিক্ষা দিয়েছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের বর্তমান অবস্থা জানার চেষ্টা করেছে, যেখানে অভিভাবকদের বেদনাও প্রকাশ পায়। শহীদ এবং আহত যোদ্ধারা আমাদের প্রেরণা, এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি ও সহায়তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

The martyrs of the July Uprising have taught us the values of patriotism and self-sacrifice. The July Martyrs Memorial Foundation has tried to understand the current situation of the martyr families by meeting them, where the grief of the parents is also expressed. The martyrs and wounded fighters are our inspiration, and providing sympathy and support to their families is our moral duty. The July Martyrs Memorial Foundation has pledged to stand by them. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

শহীদ মিনারুল ইসলাম । July Shaheed Smrity Foundation

শহীদ মিনারুল ইসলাম ছিলেন একজন গার্মেন্টস কর্মী, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের গুলিতে শহীদ হন। মিনারুল ইসলাম তার জীবনকে দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তার সন্তানের মুখ দেখার আগেই শাহাদত বরণ করেন। তার আত্মত্যাগ দেশের স্বাধীনতার সংগ্রামে এক অবিচল অধ্যায় হিসেবে পরিগণিত হয়। মিনারুল ইসলামের আত্মবলিদান আজও আমাদের মাঝে বেঁচে থাকে, আমাদের স্বাধীনতার জন্য তার অবদান আমাদের স্মরণ করিয়ে দেয় এবং তার সাহসিকতা ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়। তাঁর মতো হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের দেশের মুক্তির ইতিহাসে চিরকাল অমর থাকবে।

Martyr Minarul Islam was a garment worker who participated in the anti-discrimination student movement and became a martyr on July 20 in Siddhirganj, Narayanganj, after being shot by the police. Minarul Islam dedicated his life to the country’s independence, but tragically, he passed away before he could see the face of his child. His sacrifice became an unwavering chapter in the country’s struggle for freedom. Minarul Islam’s self-sacrifice lives on among us, reminding us of his contribution to our independence, and his bravery and struggle continue to inspire us. The sacrifices of thousands of martyrs like him will forever remain immortal in the history of our country’s liberation. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

সম্মুখ প্রতিবন্ধকতা এবং দূরীকরণ । July Shaheed Smrity Foundation

সম্মুখ প্রতিবন্ধকতা এবং দূরীকরণ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর ভেরিফিকেশন প্রসেস নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের বিভ্রান্তিকর আলোচনা হচ্ছে। আমরা অনেক সময় বিশেষ করে অর্থ প্রদানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার শিকার হই। তারই মধ্যে কিছু কিছু বিষয় উল্লেখযোগ্য। যেমনঃ বিকাশ নাম্বার এবং প্রদানকৃত নাম্বারটির সাথে এন আইডি কার্ডের নাম্বারের অসামঞ্জস্যতা। এরই কারণে বেশিরভাগ সময় অর্থ প্রদানের ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়।এছাড়াও আমরা বিভিন্ন রকমের জটিলতা প্রতিদিন মোকাবেলা করতে চেষ্টা করি। Obstacles and Their Removal There has been various misleading discussions on social media regarding the verification process of July Shaheed Smriti Foundation. We often face several obstacles, especially in the payment process. Some of these issues are significant, such as the mismatch between the provided Bkash number and the ID card number. Due to this, payments often take a considerable amount of time. Additionally, we try to deal with various complexities on a daily basis. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

thumbn
News

উদ্দেশ্য প্রণোদিতভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কে বিতর্কিত করার প্রচেষ্টা । JSSF

২৭ জানুয়ারী, দৈনিক করতোয়া পত্রিকায় শহীদ আব্দুল আহাদ সৈকত এর পরিবার কোন ধরনের আর্থিক সহযোগিতা পাননি বলে উক্ত পত্রিকায় তাদের প্রতিনিধির মাধ্যমে তথ্যটি প্রকাশিত হয়। পরবর্তীতে,জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর কর্মকর্তা সেই পরিবার এর সাথে যোগাযোগ করেন এবং জানা যায়, ১৮ ডিসেম্বর,২০২৪ রাজশাহী বিভাগে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শিরোনামে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচীতে সেই শহীদ পরিবারের মাতা ৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন। এ তথ্যটি আমাদের ফাউন্ডেশন এর একাউন্স টিম ও নিশ্চিত করেছেন এবং আমাদের কাছে তার পর্যাপ্ত ডকুমেন্টও আছে । তারই প্রেক্ষিতে আমরা শহীদ পরিবারটির সাথে যোগাযোগ করলে তাঁর পিতা আমাদেরকে জানান যে তিনি আর্থিক সহযোগিতা পেয়েছেন এবং যে গণমাধ্যম থেকে তথ্যটি প্রকাশ হয়েছে তা যাচাই-বাছাই না করেই করা হয়েছে। এরকম একটি সক্রিয় চক্র রয়েছে যারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর নামে বিভিন্ন বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে যার কারণে সাধারন মানুষও বিভ্রান্তির মুখে পড়ছে।সুতরাং এই ধরনের সকল তথ্য অনুগ্রহপূর্বক যাচাই-বাছাই করে মূল্যায়ন করার আহ্বান জানানো হচ্ছে। জুলাই ফাউন্ডেশন কোন ধরনের বিভ্রান্তিকর ঘটনাকে সমর্থন করে না বা করবে না। Purposefully attempting to discredit the July Martyrs Memorial Foundation. On January 27th, the daily *Kortoia* newspaper published information through its representative that the family of Shaheed Abdul Ahad Soikat did not receive any financial assistance. Subsequently, the officers of the July Martyrs Memorial Foundation contacted the family, and it was revealed that on December 18, 2024, during a program titled “Shaheed Paribarer Pashe Bangladesh” (Standing by Shaheed Families) in the Rajshahi Division, the mother of the martyr received a cheque of 5 lakh taka. This information has been confirmed by our foundation’s accounts team, and we have sufficient documentation regarding this. Upon further communication with the martyr’s family, the father informed us that they had indeed received financial assistance, and the media outlet that published the information had done so without proper verification. There exists an active group that is spreading misleading and false information in the name of the July Martyrs Memorial Foundation, which is causing confusion among the general public. Therefore, we request that all such information be thoroughly verified and assessed. The July Foundation does not and will not support any form of misleading incidents. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

thumb

শহীদ মোঃ নাসির ইসলাম । July Shaheed Smrity Foundation

মোঃ নাসির ইসলাম ছিলেন এক সাহসী যোদ্ধা, যিনি তার জীবন দিয়ে বাংলাদেশে স্বাধীনতার একটি অমর ছাপ রেখে গেছেন। গাজিপুরের কোনাবাড়ির বাসিন্দা নাসির ইসলাম ছিলেন তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র এবং তার মনোভাব ছিল দেশের স্বাধীনতার প্রতি অগাধ ভালোবাসা। জুলাই এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে চলাকালে তিনি পুলিশের গুলিতে গুরুতর আহত হন। কুর্মিটোলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়, তবে তাঁর আত্মত্যাগ দেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। নাসির ইসলামের আত্মবলিদান আজকের স্বাধীন বাংলাদেশের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর সংগ্রাম ও ন্যায়ের প্রতি অবিচল মনোভাব আজও আমাদের প্রেরণা জোগায়। তাঁর হারানো যন্ত্রণা অপরিমেয় হলেও, আমরা তাঁর আদর্শে চলতে শিখি। তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন এক অবিচল প্রেরণার প্রতীক হিসেবে।

Mohammad Nasir Islam was a brave warrior who left an everlasting mark on Bangladesh’s struggle for independence with his life. A resident of Konabari, Gazipur, Nasir Islam was a student of Tamirul Millat Madrasa, and his heart was filled with a deep love for the country’s freedom. During the anti-fascist movement in July, he was severely wounded by police gunfire. He died on the way to Kurmitola Medical Hospital, but his sacrifice will remain etched in the history of the nation. Nasir Islam’s self-sacrifice played a significant role in shaping the foundation of today’s independent Bangladesh. His struggle and unwavering commitment to justice continue to inspire us today. Although the pain of his loss is immeasurable, we learn to walk in his ideals. He will live on among us as an enduring symbol of inspiration.

thumb

শহীদ নাবলু মিয়াঁ | July Shaheed Smrity Foundation

শহীদ নাবলু মিয়াঁ জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উত্তরা আজমপুরে শহীদ হন। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র জীবিকার উৎস, এবং তার এই শোকাবহ মৃত্যু তার প্রিয়জনদের নিঃস্ব করে দিয়েছে। তার আত্মত্যাগ, যেমন হাজার হাজার অন্য শহীদের মতো, আজকের স্বাধীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার হারানোর যন্ত্রণা অপরিমেয়, কিন্তু তার সংগ্রাম এবং ন্যায়ের প্রতি অবিচল মনোভাব আজও আমাদের প্রেরণা দেয়। নাবলু মিয়াঁর আত্মত্যাগ স্বাধীনতা এবং ন্যায়ের জন্য দেওয়া মূল্যকে চিরকাল মনে করিয়ে দেয়, এবং তার স্মৃতি জীবিত থাকবে সেই সব মানুষের হৃদয়ে যারা স্বাধীনতা এবং মুক্তির মূল্য বোঝে।

Shaheed Nabulu Mian was martyred in Uttara Azampur during the July Uprising’s anti-fascist movement. He was the only breadwinner of his family, and his tragic death has left his loved ones without means of support. His sacrifice, like that of thousands of other martyrs, played a crucial role in shaping today’s independent Bangladesh. The pain of his loss is immeasurable, but his unwavering dedication to the cause continues to inspire. Nabulu Mian’s martyrdom stands as a reminder of the price paid for freedom and justice, and his memory will live on in the hearts of all who cherish the values of liberty and independence.

#julyshaheedsmrityfoundation

#chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24

mqdefault

শহিদ মাহফুজ আলম শ্রাবন । July Shaheed Smirity Foundation

৫ই অগাস্ট, ৩:২০ মিনিটে, জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট বিরোধী বিজয় মিছিলে মাহফুজ আলম শ্রাবন মিরপুর ২ মডেল থানার সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তিনি ছিলেন ৪-৫ জন শহীদের মধ্যে একজন, দেশের জন্য জীবন বিসর্জন দেন। মাহফুজের আত্মত্যাগ সংগ্রামের অনমনীয় স্পিরিট এবং ন্যায়ের প্রতি তার অটল অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে। তার সাহস এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রতি অবিচলিত বিশ্বাস চিরকাল স্মরণীয় থাকবে। শান্তিতে থাকুন, মাহফুজ। On August 5th, at 3:20 PM, during the July Uprising’s anti-fascist victory march, Mahfuz Alam Shrabon was shot and martyred in front of Mirpur 2 Model Police Station. He was one of 4-5 martyrs who sacrificed their lives for the country. Mahfuz’s sacrifice will forever symbolize the unwavering spirit of the struggle and his steadfast commitment to justice. His courage and unwavering belief in the fight for freedom will always be remembered. Rest in peace, Mahfuz. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24