13Oct2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Category: Image Gallery

524489590_122168466062546182_3416342907418907713_n
Image Gallery

“আর্টস অ্যান্ড ক্রাফটস” দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের

আজ, ২৯ জুলাই ২০২৫, শহীদ পরিবার ও আহত নারী সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনদিনব্যাপী “আর্টস অ্যান্ড ক্রাফটস” দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো বি আই এম, সোবহানবাগ, ঢাকায়। এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও SME Foundation ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ড. খন্দকার আজিজুল মহাপরিচালক, বিআইএম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কামাল আকবর সহ আরও অনেকে। এই প্রশিক্ষণ শহীদ পরিবার ও আহত নারী সদস্যদের আত্মনির্ভরশীলতার পথে এক সাহসী পদক্ষেপ।
On July 29, 2025, the inauguration of a special 3-day “Arts & Crafts Skill Development Training” was held at BIM, Sobhanbagh, Dhaka, with the aim of empowering female members of martyr families and injured women to become entrepreneurs.
This unique training program is jointly organized by the July Shaheed Smrity Foundation and the SME Foundation.
The inaugural event was graced by the presence of Mr. Anowar Hosen Chowdhury, Managing Director of SME Foundation, Dr. Khandaker Azizul, Director General of BIM, and Mr. Kamal Akbar, CEO of July Shaheed Smrity Foundation, among others.
This initiative marks a bold step toward self-reliance and economic empowerment for the brave women who carry the legacy of sacrifice.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

524187827_122168328794546182_8154672018866381230_n
36 July MartyrsImage Gallery

২৯ জুলাই – শহীদ জসিম

প্রতিদিন শহীদের তালিকা আরও দীর্ঘ হতে থাকে — ন্যায়বিচারের জন্য চূড়ান্ত মূল্য চোকানোর এক মর্মন্তুদ স্মারক। ২৯ জুলাই, জসিম শহীদের তালিকায় যুক্ত হলেন — সেই সাহসীদের একজন, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ কখনও মাথা নত করেনি। না ভয়ে, না শাসনের কাছে, না ফ্যাসিবাদের রক্তচক্ষুর সামনে। প্রতিটি শহীদের স্মৃতি তারা হৃদয়ে ধরে রেখেছে, আগুনের মতো আলো জ্বালিয়ে। তারা দাঁড়িয়েছে, বারবার, বুকভরা সাহস আর কণ্ঠভরা প্রতিবাদ নিয়ে। তারা দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সমস্ত শক্তির বিরুদ্ধে যারা সত্যকে চাপা দিতে চায়।

Every day, the list of martyrs grows longer — a haunting reminder of the price paid for justice. On July 29th, Jashim joined the ranks of the brave who gave their lives in the face of tyranny. But the people of Bangladesh have never bowed their heads. Not to fear. Not to oppression. Not to fascism. They carry the memory of each fallen soul as a torch in their hands. They rise, again and again, with courage in their hearts and fire in their voices. They stood — and still stand — against injustice. Against dictatorship. Against every force that tries to silence truth.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:

📞 হটলাইন: ১৬০০০

525457995_122168494304546182_6018567675643515001_n
Image Gallery

Better Bangladesh

ঐক্য, সহানুভূতি, এবং দায়িত্ববোধ—জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা আজও আমাদের পথ দেখায়। এই শিক্ষাকে বুকে ধারণ করে Better Bangladesh দাঁড়িয়েছে শহীদদের পরিবার এবং আহতদের পাশে। আহত যোদ্ধা মোঃ আর্মান-কে ১৫,০০০ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
মানবতার পাশে দাঁড়ানোই হলো প্রকৃত পরিবর্তনের সূচনা।


Unity, compassion, and responsibility—the spirit of the July Uprising continues to guide us. Embracing that legacy, Better Bangladesh stands beside the families of martyrs and the injured. Md. Arman, an injured fighter, received BDT 15,000 as medical support.
Standing for humanity is where true change begins.


🔗 ডোনেট করতে ভিজিট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

524942951_122168297576546182_3866517557477721951_n
Image Gallery

২৮ জুলাই – ডাক্তার ও স্বাস্থ্যকর্মী দিবস।

২৮ জুলাই – ডাক্তার ও স্বাস্থ্যকর্মী দিবস।
২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় বহু শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হয়েছিলেন। সেই সময় উপর মহল থেকে চিকিৎসা না দেওয়ার স্পষ্ট নির্দেশ ছিল।
তবু ⚕️ কিছু সাহসী ডাক্তার ও স্বাস্থ্যকর্মী ভয় ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে আহতদের পাশে দাঁড়ান। মানবতার কণ্ঠকে তারা চুপ করতে দেননি — দায়িত্ববোধ আর নৈতিকতার জায়গা থেকে আহতদের চিকিৎসা দেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা ও সম্মান জানাই সেইসব সাহসী ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি। তাঁদের মানবিকতা আজও আমাদের অনুপ্রেরণা। তাঁদের পাশে দাঁড়ানো মানেই নির্বাক অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো।


28 July – Doctors and Health Workers Day
During the Quota Reform Movement in July 2024, many students were injured and bleeding on the streets. At that time, there were clear instructions from higher authorities not to provide them with medical treatment.
Yet ⚕️ a few brave doctors and health workers stood up against fear and restriction. They chose humanity over silence. They treated the wounded, defying orders — driven by conscience and compassion.
On behalf of the July Shaheed Smrity Foundation, we offer our deepest respect and gratitude to those courageous doctors and health workers. Their humanity continues to inspire us. To stand with them is to stand tall against injustice and inhumanity.


👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

515114965_122168295860546182_621165900549123044_n
36 July MartyrsImage Gallery

২৮ জুলাই— শহীদ বাবুল হাওলাদার

২৮ জুলাই— শহীদ বাবুল হাওলাদার
তিনি থেমে যান, কিন্তু দেশের মানুষ আরও দৃঢ় হয়। ২৮ জুলাই সেই দিন, যখন একটি জীবন নিভে গিয়েছিল, কিন্তু জ্বেলে দিয়েছিল হাজারো প্রাণের প্রতিরোধ। বাবুল হাওলাদার ছিলেন কেবল একটি নাম নয়—তিনি ছিলেন এক প্রশ্ন: “আর কত?” তাঁর চোখের শেষ আলোকছটা আজও আলো দেয় আমাদের মিছিলের পথে। যখন রাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়, তখনই জেগে ওঠে এমন মুখ—যারা নিজের রক্তে লিখে যায় অন্যায়ের বিরুদ্ধে মানুষের অধিকারের ইতিহাস। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর ডাক এখনো বাতাসে বাজে—ন্যায়ের জন্য, মানুষের জন্য।

28 July— Martyr Babul Hawladar
He fell, but the fight surged forward. His silence became the voice of a generation. This day marks not an end, but a beginning lit by sacrifice. Babul Hawladar was not just a victim—he was the question that echoed across the nation: “How long must we suffer injustice?” His final breath lit a fire that marches on, carried by thousands. In a time when power turned away, he stood tall—and paid the price. Now, his name is not just remembered—it is carried forward in every step for justice.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

Jat boichitor dibosh
Image Gallery

২৭ জুলাই – জাতী বৈচিত্র্য দিবস

এই দেশের মাটি যেমন উর্বর, তেমনি আমাদের সংস্কৃতি, ভাষা, ধর্ম, জাতিসত্তাও বহুমাত্রিক। পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর—প্রত্যেক মানুষ, প্রত্যেক পরিচয় এই দেশের সমান অধিকারপ্রাপ্ত সন্তান। বৈচিত্র্য মানে বিভাজন নয়, বৈচিত্র্য মানেই সহাবস্থান। আমরা আলাদা পরিচয়ে জন্মালেও, এক ছায়াতলে বাঁচি—বাংলাদেশ নামক মমতাময় ছায়াতলে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, যে প্রকৃত শক্তি আসে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও সহনশীলতা থেকে। জাতীয় বৈচিত্র্য দিবস আমাদের শেখায়—ভিন্নতা নয়, বৈচিত্র্যের মধ্যেই নিহিত আছে আমাদের জাতীয় ঐক্য।

27 July – Ethnic Diversity Day — Our diversity is our strength.

Bangladesh is a land enriched by its ethnic diversity—from indigenous communities in the hills to riverside fishing villages, each group adds a unique thread to the national fabric. Ethnic diversity is not division; it’s a celebration of coexistence built on mutual respect, empathy, and shared dignity.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:

📞 হটলাইন: ১৬০০০

27 July martyr
36 July MartyrsImage Gallery

২৭ জুলাই ২০২৫ — শহীদ আবুজর ও শহীদ ইয়ামিন

তারা থেমে যায়, কিন্তু দেশের মানুষ আরও দৃঢ় হয়। ২৭ জুলাই সেই দিন, যখন দু’টি জীবন নিভে গিয়েছিল, কিন্তু জ্বেলে দিয়েছিল হাজারো প্রাণের প্রতিরোধ। আবুজর আর ইয়ামিন ছিলেন কেবল নাম নয়—তারা ছিল এক প্রশ্ন: “আর কত?” তাদের চোখের শেষ আলোকছটা আজও আলো দেয় আমাদের মিছিলের পথে। যখন রাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়, তখনই জেগে ওঠে এমন মুখ—যারা নিজের রক্তে লিখে যায় অন্যায়ের বিরুদ্ধে মানুষের অধিকারের ইতিহাস। তারা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁদের ডাক এখনো বাতাসে বাজে—ন্যায়ের জন্য, মানুষের জন্য।

27 July 2025 — Martyr Abuzar and Martyr Eamin

They fell, but the fight surged forward. Their silence became the voice of a generation. This day marks not an end, but a beginning lit by sacrifice. Abuzar and Eamin were not just victims—they were the question that echoed across the nation: “How long must we suffer injustice?” Their final breath lit a fire that marches on, carried by thousands. In a time when power turned away, they stood tall—and paid the price. Now, their names are not just remembered—they are carried forward in every step for justice.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:

📞 হটলাইন: ১৬০০০

26 july martyr
36 July MartyrsImage Gallery

২৬ জুলাইের বীর শহীদেরা

২৬ জুলাই — মঈনুল, সোহেল ও ইমতিয়াজের রক্তঝরা স্মৃতির ভিতর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।

ভয় আর নিপীড়নের মধ্যেও থেমে যায়নি মানুষের পদচারণা। এ দিনটি হয়ে উঠেছে আত্মত্যাগের আয়না—যেখানে চোখে ভেসে ওঠে মঈনুল-ইমতিয়াজের শেষ চাহনি, আর হৃদয়ে জেগে ওঠে প্রতিরোধের নতুন শপথ। তাদের রক্ত শুধু স্মৃতি নয়, তা আমাদের প্রতিদিনের সাহসের উৎস।

তারা নেই, কিন্তু তারা আছেন—প্রত্যেকটা স্লোগানে, প্রত্যেকটা ন্যায়ের লড়াইয়ে।

26 July 2025 — A vow to move forward through the blood-stained memory of Moinul, Shohel and Imtiaz.

Even under the weight of fear and repression, people never stopped marching. This day stands as a mirror of sacrifice—where we see the final gaze of Moinul and Imtiaz, and feel a renewed oath rising in our hearts. Their blood is not just memory—it is the fire that fuels our courage every day. They may be gone, but they live on—in every chant, in every fight for justice.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:

📞 হটলাইন: ১৬০০০

18
Image Gallery

জুলাই-আগস্ট আন্দোলনে আহত ছাত্রদের ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন – BKSP

জুলাই-আগস্ট আন্দোলনে আহত ছাত্রদের জন্য আজ BKSP-তে শুরু হলো এক নতুন যাত্রা—ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন।

আঘাত পেয়েও যারা মাথা নত করেনি, তাদের জন্য এ আয়োজন এক আত্মমর্যাদার প্রতীক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব উল আলম। উপস্থিত ছিলেন BKSP-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম, পরিচালক মুহম্মদ আনোয়ার হোসেন সহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান, মহাব্যবস্থাপক জনাব সোহেল মিয়া এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

এই ক্যাম্প কেবল শরীর গঠনের নয়—চেতনাকে জাগিয়ে তোলার, সাহসকে শক্তিতে রূপান্তরের।

নতুন বাংলাদেশ গড়ার পথে এই তরুণরাই আমাদের ভরসা।

A new chapter begins today at BKSP—with the inauguration of a sports training camp for students injured in the July–August Uprising.

This initiative honors those who stood tall in the face of violence and never bowed down.

Chief Guest Mr. Md. Mahbub Ul Alam, Secretary of the Ministry of Youth and Sports, led the inauguration. Also present were Brigadier General Md. Munirul Islam, DG of BKSP, Muhammad Anwar Hossain, Director, Shamsi Ara Jaman, General Secretary of the July Shaheed Smrity Foundation, Mr. Sohel Mia, Executive Manager, and other committed foundation members.

This camp is not just about physical training—it’s about rebuilding spirit, restoring dignity, and transforming courage into strength.

These youth are the torchbearers of a new, resilient Bangladesh.

25 july martyr
36 July MartyrsImage Gallery

২৫ জুলাইের বীর শহীদেরা

২৫ জুলাই ২০২৫ — নীরব স্মৃতির ভেতর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।

প্রশ্নে আর প্রতীক্ষায় ভারাক্রান্ত সময়েও থেমে যায়নি মানুষের অদৃশ্য চলন। এ দিনটি হয়ে উঠেছিল উপলব্ধির আয়না—যেখানে চোখে ছিল অতীতের ছায়া, আর হৃদয়ে ছিল আগামীর প্রতিশ্রুতি।

25 July 2025 — A promise to move forward through quiet remembrance.

Even in a time burdened with uncertainty and unanswered questions, people kept walking in silence. This day became a mirror of reflection—where eyes held the past, and hearts embraced the future.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:

📞 হটলাইন: ১৬০০০