19Sep2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Category: Image Gallery

514076280_122163707834546182_3044190212113899486_n
Image Gallery

Better Bangladesh দাঁড়িয়েছে শহীদদের পরিবার এবং আহতদের পাশে

ঐক্য, সহানুভূতি, এবং দায়িত্ববোধ—জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা আজও পথ দেখায়। এই শিক্ষাকে ধারণ করে Better Bangladesh দাঁড়িয়েছে শহীদদের পরিবার এবং আহতদের পাশে।
শহীদ মিজানুর রহমানের মাকে বাসাভাড়ার জন্য ২০,০০০ টাকা, শহীদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারকে ২৫,০০০ টাকা, আহত যোদ্ধা মোঃ হৃদয় খানকে পিজি হাসপাতালে ভর্তি করাতে ২৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও আরও দুইজন আহত যোদ্ধাকে ২৫,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
ধন্যবাদ Better Bangladesh-কে, যারা জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনা ধারণ করে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।
মানবতার এই পাশে দাঁড়ানোই হলো প্রকৃত পরিবর্তনের সূচনা। আসুন, আমরা একসাথে এগিয়ে যাই একটি ভালো বাংলাদেশের পথে।
Unity, empathy, and responsibility—this is the enduring lesson of the July Uprising. Inspired by that spirit, Better Bangladesh stands with the families of martyrs and the injured.
BDT 20,000 was given to the mother of Shaheed Mizanur Rahman for house rent, BDT 25,000 to the family of Shaheed Ashikur Rahman Hridoy, and BDT 25,000 to injured fighter Md Hridoy Khan for hospital admission.
Additionally, two more injured fighters received BDT 25,000 each in support.
Our heartfelt thanks to Better Bangladesh for honoring the July spirit by standing beside our martyrs and wounded fighters.
True change begins with compassion. Let us walk together toward a better, just Bangladesh.

514879332_122163768698546182_5544505469881495637_n
Image Gallery

একুশে পদকের অর্থ শহীদদের নামে উৎসর্গ

একুশে পদকের অর্থ শহীদদের নামে উৎসর্গ
‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান একুশে পদক থেকে প্রাপ্ত সম্মাননার সম্পূর্ণ অর্থ উৎসর্গ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে। সোমবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন, চেকটি গ্রহণ করেন ফাউন্ডেশনের সিইও কামাল আকবর। মাহমুদুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা আমাদের গৌরব। তাদের আত্মত্যাগের কারণেই আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি।” তিনি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানান। আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই মাহমুদুর রহমানকে—জুলাই শহীদদের পাশে দাঁড়ানো এবং জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করে একুশের মর্যাদাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য।
Donation of Ekushey Padak honorarium in the name of the martyrs.
Editor of Amar Desh, Mahmudur Rahman, has donated the full amount of his Ekushey Padak honorarium to the July Shaheed Memorial Foundation. In a ceremony held Monday at the foundation’s office in Shahbagh, Dhaka, he officially handed over the cheque, which was received by the foundation’s CEO, Kamal Akbar. Mahmudur Rahman stated, “The brave martyrs of the July uprising are our pride. It is through their sacrifice that we have been freed from the grip of brutal fascism.” He also called for maximum support in the treatment and rehabilitation of the injured and in standing beside the families of the fallen. We express our deepest respect and gratitude to Mahmudur Rahman—for standing with the July martyrs and for honoring the spirit of July through this meaningful gesture.

513375048_122163580406546182_8085935572729678411_n
Image GalleryNews

𝐂𝐀𝐋𝐋 𝐅𝐎𝐑 𝐄𝐗𝐏𝐑𝐄𝐒𝐒𝐈𝐎𝐍 𝐎𝐅 𝐈𝐍𝐓𝐄𝐑𝐄𝐒𝐓 (𝐄𝐎𝐈): 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐟𝐨𝐫 𝐉𝐮𝐥𝐲 𝐒𝐡𝐚𝐡𝐞𝐞𝐝 𝐒𝐦𝐫𝐢𝐭𝐲 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 (𝐉𝐒𝐒𝐅)

𝐂𝐀𝐋𝐋 𝐅𝐎𝐑 𝐄𝐗𝐏𝐑𝐄𝐒𝐒𝐈𝐎𝐍 𝐎𝐅 𝐈𝐍𝐓𝐄𝐑𝐄𝐒𝐓 (𝐄𝐎𝐈): 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐟𝐨𝐫 𝐉𝐮𝐥𝐲 𝐒𝐡𝐚𝐡𝐞𝐞𝐝 𝐒𝐦𝐫𝐢𝐭𝐲 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 (𝐉𝐒𝐒𝐅)
Deadline: July 4, 2025, 11:59 AM
Issued by: July Shaheed Smrity Foundation (JSSF)
JSSF is inviting proposals from qualified individuals or agencies to provide urgent and ongoing digital marketing services. The selected partner will support our mission of national remembrance through secure, effective, and strategic digital outreach.
Scope of Work Includes:

  1. Monthly campaign strategy and planning (Meta, Google, YouTube)
  2. Ad account setup, security, verification, and management
  3. Financial support for ad credit top-up (if required)
  4. Access to and management of premium software tools (Meta Suite, Google Ads, Canva Pro, ChatGPT, Epidemic Sound, and others)
    Eligibility Requirements:
  5. Proven experience managing digital campaigns
  6. Knowledge of ad policies and platform compliance
  7. Ability to provide and manage premium software subscriptions
  8. Financial capacity to support ad credits when necessary
  9. Readiness to deliver on an urgent, monthly basis
    Submission Requirements:
  10. Individual or Agency Profile
  11. Summary of Relevant Experience
  12. Financial Offer (monthly or per project)
    Contact and Submission Details:
    Email: ceo@jssfbd.com
    Queries: ‪+880-1675848586‬ (Sunday to Thursday, 10 AM – 6 PM)
511743121_122163098084546182_2518113332751521556_n
Image Gallery

জুলাই আন্দোলনে আত্মত্যাগ

আজ থেকে শুরু হলো এইচএসসি ২০২৫ পরীক্ষা।
কিন্তু আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয় সেই সব শহীদ ছাত্রদের, যারা জুলাই আন্দোলনে আত্মত্যাগ করেছিলেন। তাঁদের অনেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। বেঁচে থাকলে আজ তারাও হয়তো পরীক্ষাকক্ষে বসে ভবিষ্যতের স্বপ্ন গড়ার পথে এগিয়ে যেতেন।
তাদের অকালপ্রয়াণ শুধু এক ব্যক্তির গল্প নয়—তা একটি প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও সাহসের নিঃশব্দ বিসর্জন।
তাদের এই আত্মত্যাগ ইতিহাসে চিরভাসমান থাকবে—অনন্ত শ্রদ্ধা আর বিষণ্ন ভালোবাসায়।
শ্রদ্ধাঞ্জলি আমাদের হারিয়ে যাওয়া সহযাত্রীদের প্রতি।
তারা নেই, কিন্তু তারা ইতিহাস।
The HSC 2025 examination begins today.
But this day also serves as a solemn reminder of the student martyrs who sacrificed their lives in the July Movement. Many of them were supposed to sit for this very exam. Had they lived, they too might have been in the exam halls today—taking steps toward building their dreams.
Their untimely departure is not just the loss of individuals—it is the silent sacrifice of a generation’s dreams, potential, and courage.
Their sacrifice will remain eternally etched in history—honored with deepest respect and enduring sorrow.
Tribute to our fallen companions.

512666522_122162943872546182_4122879370027644386_n
Image Gallery

জুলাই যুদ্ধ ২০২৪ স্মরণ প্রদর্শনীতে জমা দিন

জুলাই যুদ্ধ ২০২৪ স্মরণ প্রদর্শনীতে জমা দিন
বাংলাদেশের সাহসী ছাত্র আন্দোলনের স্মরণে আমরা আয়োজন করছি একটি জাতীয় প্রদর্শনী। আপনি যদি শিল্পী, ছাত্র, লেখক, মিম নির্মাতা, আলোকচিত্রী বা ভিডিও সম্পাদক হন—তাহলে এখনই সময় আপনার কাজ জমা দেওয়ার!
🎨আমরা নিচ্ছি:

  • ক্যানভাস চিত্র , অবশ্যই আর্টে আপনার সিগনেচার থাকতে হবে, সিগনেচার না থাকলে আর্ট সিলেকশন হবে না। ( নূন্যতম ৫”×৭”, হাতে আঁকা)
  • প্রতিবাদভিত্তিক কাদামাটির ভাস্কর্য
  • আন্দোলনের সময়কার গ্রাফিতি/দেয়ালচিত্রের ছবি
  • মূল ভিডিও/ছবি/মিমস, মিছিল বা প্রতীকী দৃশ্য
  • আন্দোলন-সম্পর্কিত মিম ও সংক্ষিপ্ত লেখা
    📌 নিয়মাবলী:
  • কাজটি হতে হবে মৌলিক এবং সম্মতিসহ জমা
  • এনআইডি/স্টুডেন্ট আইডি বা সোশ্যাল লিংক প্রয়োজন
  • নকল বা মিথ্যা দাবি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে
    📦 জমা পদ্ধতি:
  • ডিজিটাল: Google Drive-এ আপলোড করে এই ফর্মে লিংক সাবমিট করুন: https://jssfbd.com/event-form/
  • ফিজিক্যাল: কুরিয়ারে বা হাতে অফিসে জমা দিন
    ঠিকানা:
    বিএসএল অফিস কমপ্লেক্স, শাহবাগ
    বিল্ডিং নম্বর: ২য় (৪র্থ তলা), হোটেল ইন্টারকন্টিনেন্টালের দক্ষিণে
    ঢাকা–১০০০
    বাংলাদেশ
    📍 স্থান: শিল্পকলা একাডেমি, ঢাকা
    🗓 শেষ তারিখ: ৫ জুলাই ২০২৫
    🎁অনুগ্রহ করে মনে রাখবেন, এটি একটি স্বেচ্ছাসেবী আহ্বান — প্রদানের জন্য কোনো সম্মানী প্রদান করা হবে না।
    আপনার শিল্প হোক ন্যায়ের সাক্ষ্য।
511215723_122162673272546182_6284549587059684733_n
Image Gallery

৭ দিনের মধ্যে সেই ঐতিহাসিক জুলাই উপস্থিত হতে চলেছে

৭ দিনের মধ্যে সেই ঐতিহাসিক জুলাই উপস্থিত হতে চলেছে। জুলাই—এটি কোনো সাধারণ মাস নয়; বরং আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়ের এক প্রতিনিধিত্ব। এই মাসে আমরা আত্মত্যাগের গভীরতা এবং বিজয়ের অনুভূতি নতুনভাবে অনুভব করি।
এই জুলাই আমাদের পেছনের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী, যা সাহস নিয়ে নতুন স্বপ্ন দেখার প্রেরণা দেয়। এই সময়ে আমরা অভিজ্ঞতা করেছি, কিভাবে একটি জাতি বিচারের আসনে দাঁড়িয়ে মাথা উঁচু করে। জুলাই আমাদের চোখে জল এনে দেয়, তবে আমাদের হৃদয় গর্বে পরিপূর্ণ করে দেয়।
এটি সেই মাস, যখন আমরা সবাই মিলে উচ্চারণ করি—“আমরা হার মানি না; আমরা রক্ত দিয়ে আমাদের স্বপ্ন নির্মাণ করি।” এই গৌরবময় জুলাই, যার মূল্য দিয়ে এটি অর্জিত হয়েছে, তার মহিমা যেন কখনো সময়ের সঙ্গে ফিকে না হয়।
7 days left for that historic July
July—it is not just a month; it is a glorious page in our history.
A month when we relive the intensity of sacrifice and the passion of victory.
This July bears testament to our bloodied past and inspires us to dream with courage.
During this very month, we saw how a nation rose with head held high.
This July fills our eyes with tears but pride in the heart.
It is the month when we all declare aloud—”We do not fall; we build dreams with blood.”
Let this magnificent July, achieved at unimagined expense, never fade in its glory with the passing of time.
It is up to our generation to remember, remind, and pay respects to this past.
July lives in our hearts—and forever will.
Let us assemble together, only 7 days ago, to celebrate July—with responsibility, love, and dedication.

adfasf
Image Gallery

গণমিনার

জুলাই মাসের গণঅভ্যুত্থানের শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে এবং এই ভূখণ্ডের কয়েকশ বছরের গণপ্রতিরোধ, সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতা-চেতনার ধারাবাহিকতাকে স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যে রাজধানীতে গড়ে তোলা হচ্ছে ‘গণমিনার’—বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এটি হয়ে উঠবে এক অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নাগরিক উদ্যোগ, যেখানে রাজনীতির বিভাজন নয়, বরং মানুষের সম্মিলিত স্বপ্ন, ইতিহাসচেতনা ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা উঠে আসবে স্থাপত্য আর শিল্পকলার ভাষায়; প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে প্রতিরোধ, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সংগ্রামের দীপ্ত বার্তা।


In solemn remembrance of the martyrs of the July Mass Uprising, and with the vision of giving lasting form to centuries of people’s resistance, struggle, sacrifice, and the spirit of freedom on this land, the “Gonominar” is being built in the capital. With the active participation of university teachers and students, cultural figures, journalists, and citizens from all walks of life, this will emerge as an inclusive and united civic initiative—where political divisions will give way to a collective dream, historical consciousness, and a deep sense of responsibility toward the future. Through the language of architecture and art, it will carry forward a powerful message of resistance, democracy, and human dignity from generation to generation.

506442416_122161501172546182_4380027548824636259_n
Image Gallery

সতর্কতা

সতর্ক থাকুন, প্রতারকদের ফাঁদে পা দেবেন না!
সম্প্রতি কিছু প্রতারকচক্র পুনর্বাসন ও চাকরির লোভ দেখিয়ে শহীদ পরিবারের সদস্যদের কাছে ভুয়া তথ্য ছড়াচ্ছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত নয়।
কাউকে টাকা পাঠাবেন না
কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না
প্রতারণার চেষ্টা হলে ১৬০০০-এ জানান
সচেতন থাকুন, অন্যকেও সতর্ক করুন।
বিস্তারিত জানতে: https://jssbfd.com
Stay Alert – Don’t Fall Victim to Scammers!
Recently, some fraudsters have been spreading false information about job opportunities and rehabilitation under the name of July Shaheed Smriti Foundation to deceive the families of martyrs.
JSSF is NOT involved in any such activities.
Do not send money to anyone
Do not share personal information
Report any suspicious activity to 16000 immediately
Stay aware and help others stay safe.

ydiguo
Image Gallery

১৪ দিন পর আসছে সেই ঐতিহাসিক জুলাই

১৪ দিন পর আসছে সেই ঐতিহাসিক জুলাই
জুলাই—শুধু আরেকটা মাস নয়, এটা আমাদের ইতিহাসের গর্বিত এক অধ্যায়।
এমন একটি মাস, যেখানে আমরা অনুভব করি আত্মত্যাগের গভীরতা, অনুভব করি বিজয়ের উত্তাপ।
এই জুলাই আমাদের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী, আমাদের স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
এই মাসেই আমরা দেখেছি কিভাবে এক জাতি মাথা উঁচু করে দাঁড়ায়।
এই জুলাই আমাদের চোখে জল এনে দেয় আবার বুকভরা গর্বও দেয়।
এটা সেই মাস, যখন আমরা একসাথে বলি—“আমরা হারি না, আমরা রক্ত দিয়ে স্বপ্ন গড়ি।”
এত রক্তের বিনিময়ে পাওয়া এই গৌরবের জুলাই যেনো হারিয়ে না যায় সময়ের মাঝে।
আমাদের প্রজন্মের দায়িত্ব, এই ইতিহাসকে মনে রাখা, মনে করানো, আর সম্মান জানানো।
জুলাই আছে আমাদের হৃদয়ে, থাকবে চিরকাল।
আসুন, আবার নতুন করে এই জুলাই-কে স্মরণ করি—প্রত্যয়, ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে।
14 days to go until that historic July
July—it’s not just another month; it’s a proud chapter in our history.
A month where we feel the depth of sacrifice and the fire of victory.
This July stands as a witness to our blood-stained past and inspires us to dream with courage.
In this very month, we saw how a nation rose with its head held high.
This July brings tears to our eyes, yet fills our hearts with pride.
It’s the month when we declare together—“We do not fall; we build dreams with blood.”
Let this glorious July, earned through unimaginable sacrifice, never fade with time.
It is our generation’s duty to remember, to remind, and to honor this history.
July lives in our hearts—and always will.
Let us come together once again to remember July—with commitment, love, and responsibility.
Learn more at: https://jssfbd.com

507386718_122161307714546182_7478782185789900524_n
Image Gallery

পিতৃদিবসের শ্রদ্ধা ও ভালোবাসা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে
আজ পিতৃদিবসে আমরা শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সমস্ত পিতাকে—বিশেষ করে তাঁদের, যাঁদের সন্তান শহীদ হয়েছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানে, একটি স্বাধীন ও ন্যায়ের রাষ্ট্র গঠনের সংগ্রামে।
On behalf of the July Shaheed Smrity Foundation,
On this Father’s Day, we express our heartfelt respect and love to all fathers—
especially those whose sons and daughters became martyrs during the historic July Uprising, sacrificing their lives in the struggle for a just and independent nation.