২৪ জুলাই ২০২৫ — স্মৃতির স্তব্ধতা ভেদ করে এগিয়ে যাওয়ার দিন।
যখন চারপাশে জেগেছিল প্রশ্ন আর প্রতীক্ষার ভার, তখনও থেমে থাকেনি মানুষের নিরব পদচারণা। এই দিনটি হয়ে উঠেছিল এক গভীর উপলব্ধির প্রতিচ্ছবি—যেখানে প্রত্যেকটি চোখে ছিল ইতিহাসের প্রতিধ্বনি, আর প্রতিটি হৃদয়ে ছিল পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার।
24 July 2025 — A day of moving forward through the silence of remembrance.
When the air was heavy with questions and anticipation, the quiet footsteps of people still did not cease. This day became a reflection of deep realization—where every eye carried the echoes of history, and every heart held a firm commitment to rebuilding.
তারা ছিল স্বপ্নে ভরা, হাসিমাখা, ভবিষ্যতের প্রতীক। কিন্তু ফ্যাসিস্ট শাসন এতটাই নিষ্ঠুর হয়েছিল যে, নিষ্পাপ শিশুদের গুলিতে ঝাঁঝরা করতেও এক মুহূর্ত ভাবেনি। তাদের হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু আশা। আজ সেই শিশু শহীদদের রক্তই চিৎকার করে বলে—ফ্যাসিবাদের ভয় এতটাই ছিল, যে শিশুরাও তাদের জন্য হুমকি হয়ে উঠেছিল। আজ সেই শিশু শহীদদের রক্ত আমাদের চোখে আগুন জ্বালায়, হৃদয়ে প্রতিজ্ঞা গেঁথে দেয়—এই অন্যায়ের প্রতিশোধ আমরা নেবই। এই শহীদেরা আমাদের আন্দোলনের অনন্ত অনুপ্রেরণা, আমাদের লড়াইয়ের জ্বলন্ত শপথ। তারা নেই, কিন্তু তারা আছে—প্রতিটি স্লোগানে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি বিদ্রোহে।
শিশুদের রক্তে লেখা এই ইতিহাস ভুলবে না বাংলাদেশ।
24 July: Child Martyr Day
They were full of dreams, bright with smiles, and symbols of the future. But the fascist regime had become so cruel that it didn’t think twice before riddling innocent children with bullets. They held no weapons—only hope.
Today, the blood of those child martyrs screams out—so deep was the regime’s fear that even children became threats in their eyes. That same blood now ignites fire in our eyes and carves a vow into our hearts—we will avenge this injustice.
These martyrs are the eternal inspiration of our movement, the burning oath of our struggle. They may be gone, but they remain—in every slogan, every tear, every act of resistance.
This history, written in the blood of children, will never be forgotten by Bangladesh.
২৩ জুলাই ২০২৪ — নীরবতার ভিতর থেকে জেগে ওঠা প্রতিজ্ঞার দিন। যখন চারপাশ ঘিরে ছিল বিষাদের ছায়া, তখনও থামেনি মানুষের মিছিল। এই দিনটি ছিল এমন এক সময়, যখন হারানোর কষ্টকে বুকে নিয়েই মানুষ আবার পথে দাঁড়িয়েছিল—চোখে প্রত্যয়, মনে সাহসের আলো নিয়ে। এটি ছিল এক নিঃশব্দ প্রতিবাদ—যেখানে না-বলা কথাগুলোই হয়ে উঠেছিল সবচেয়ে জোরালো ভাষা। প্রতিটি চলাফেরায় ছিল শ্রদ্ধা, প্রতিটি চোখে ছিল দৃঢ় সংকল্প। 23 July 2024 — A day when silent determination rose from within. When the surroundings were shrouded in sorrow, the march of the people did not stop. It was a moment in time when, despite the pain of loss, people stood once again on the streets—with conviction in their eyes and the light of courage in their hearts. It was a silent protest—where unspoken words became the most powerful voice. Every step carried respect, and every gaze held unwavering resolve. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
২৩ জুলাই — প্রবাসী রেমিটেন্স দিবস ঘাম ঝরানো শ্রমে গড়ে ওঠা এই অর্থনীতি দাঁড়িয়ে আছে সেইসব নিরলস যোদ্ধাদের কাঁধে, যাদের আমরা চিনি ‘রেমিটেন্স ফাইটার’ নামে। দেশের অর্থনৈতিক সংকটে যখন ভেঙে পড়ছিল ভিত, তখন তারাই হয়ে উঠেছেন ঘুরে দাঁড়ানোর মূল শক্তি। আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি—যারা দেশের মাটি থেকে দূরে থেকেও হৃদয়ে বহন করেন এই মাটির দায়িত্ব। তাদের পাঠানো প্রতিটি কষ্টার্জিত ডলার আমাদের রিজার্ভকে শুধু সমৃদ্ধই করছে না, গড়ে তুলছে নতুন আশার ভিত। তারা এই জাতির নীরব নির্মাতা। 23rd July — “Probashi Remittance Day” Our economy stands tall today because of the tireless efforts of those we proudly call our remittance fighters. When our financial foundation was shaken, they became the force that helped rebuild it—brick by brick, with sweat and sacrifice. we salute these heroes—who, though far from home, carry Bangladesh in their hearts every single day. Every dollar they send fuels not just our reserves, but our hopes and our future. They are not just workers abroad—they are the quiet builders of a stronger nation. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
২২ জুলাই ২০২৪ — শোকের ছায়ায় জেগে ওঠা প্রত্যয়ের দিন। প্রতিদিনের শহীদ তালিকা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল, তখনও থেমে যায়নি মানুষের প্রতিবাদ। ২২ জুলাই ছিল এমন এক দিন, যখন হারানোর বেদনা নিয়েই মানুষ আবার রাস্তায় নেমেছিল—কাঁধে স্মৃতি, চোখে প্রতিজ্ঞা নিয়ে। এটি ছিল এক নিঃশব্দ বিদ্রোহ, যেখানে প্রতিটি নিঃশ্বাসে ছিল না বলা শোক, আর প্রতিটি কণ্ঠে ছিল অটল দৃঢ়তা। এই দিন আমাদের শেখায়—প্রতিবাদ শুধু রাগ নয়, এটি ভালোবাসারও প্রকাশ; শহীদদের জন্য ভালোবাসা, দেশের জন্য ভালোবাসা। জুলাইয়ের শহীদরা আমাদের শিখিয়েছেন, হারানোর মধ্যেও কীভাবে দাঁড়িয়ে থাকতে হয়, কীভাবে সামনে এগোতে হয়। 22 July 2024 — A Day When Grief Gave Rise to Unshaken Resolve. As the list of martyrs grew longer by the day, the people did not step back. 22 July was a day when, even amidst unbearable loss, they returned to the streets—with memories on their shoulders and promises in their eyes. It was a quiet rebellion, where every breath carried silent sorrow, and every voice echoed unwavering conviction. This day teaches us that resistance is not only born of rage—but of love. Love for those we lost, and love for the country they died for. The martyrs of 22 July showed us how to stand tall through loss—how to keep walking forward, together. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
২১ জুলাই ‘মাদ্রাসা প্রতিরোধ দিবস’ — দেশের বিভিন্ন প্রান্তের মাদ্রাসা ছাত্ররা সংঘবদ্ধভাবে রাজপথে নেমে আসে, গর্জে ওঠে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে। তাদের আত্মত্যাগ ও সংগ্রাম আজ গণআন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে মাদ্রাসার ছাত্ররাও সমানভাবে নেতৃত্ব দেয়। তাদের সাহসী অবস্থান, ন্যায়বিচারের দাবিতে উচ্চারিত স্লোগান এবং সুসংগঠিত প্রতিরোধ আন্দোলনকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। দমন-পীড়নের মুখেও তারা আন্দোলনের গতি নির্ধারণে মুখ্য ভূমিকা রেখেছে। 21 July – Madrasa Resistance Day — madrasa students from across the country took to the streets in a united front, roaring against state repression. Their sacrifice and struggle have become an unforgettable chapter in the history of mass movements. In the historic July–August uprising of 2024, madrasa students also played an equally leading role. Their courageous stance, powerful slogans demanding justice, and organized resistance took the movement to a new height. Even in the face of brutal repression, they played a key role in determining the course of the uprising. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
২১ জুলাই ২০২৪—যখন আকাশ ভারী ছিল গুলির শব্দে, আর মাটি ভিজে ছিল শহীদদের রক্তে। কিন্তু ভয় নয়, তারা এসেছিল সাহস নিয়ে। হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান—তারা বলেছিল: আমরা অন্যায় মেনে নেব না। আজ, এক বছর পর, আমরা তাঁদের নাম ধরে ডাকি না, ডাকি তাঁদের বিশ্বাস ধরে: একটি ন্যায্য বাংলাদেশ, যেখানে হত্যা নয়, ন্যায় থাকবে। তাঁদের আত্মত্যাগ নিছক ইতিহাস নয়—এটি চলমান একটি যুদ্ধ, যেখানে আমরা সবাই সৈনিক। 21 July 2024 — when the sky was heavy with the sound of gunfire, and the ground soaked in the blood of martyrs. But they did not come with fear—they came with courage. With placards in hand and slogans in their voices, they declared: “We will not accept injustice.” Now, a year later, we don’t just remember them by name—we remember them by their conviction: A just Bangladesh, where justice—not killing—will prevail. Their sacrifice is not merely history—it is a struggle that continues, and we are all soldiers in it. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
দেশের মাদ্রাসা ছাত্ররা দেখিয়েছিল, প্রতিবাদের ভাষা শুধু নয়, নেতৃত্বও তাদের হাতে। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ—বাংলাদেশের নানা প্রান্ত থেকে তারা রাস্তায় নেমেছিল একসঙ্গে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল সাহসের স্লোগানে। তাদের বুকে ছিল ঈমান, কণ্ঠে ছিল ন্যায়ের আহ্বান—এই ছাত্ররাই রাজপথে গড়ে তুলেছিল শৃঙ্খলিত, সংঘবদ্ধ এক প্রতিরোধ। রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের মুখেও তারা পিছু হটেনি, বরং ছাত্র-জনতার ঐক্যকে করেছে আরও দৃঢ়। মাদ্রাসা ছাত্রদের এই অবস্থান আজ আমাদের আন্দোলনের ইতিহাসে সাহস ও গৌরবের চিরন্তন প্রতীক হয়ে আছে। 21 July: Madrasa Resistance Day Madrasa students across Bangladesh rose not just in protest—but in leadership. From every corner of the country, they poured into the streets, chanting boldly against injustice and state repression. With faith in their hearts and justice in their voices, they built a disciplined and united front of resistance. Even in the face of brutal oppression, they stood firm and helped solidify the unity of students and the people. Today, their role in the uprising remains an enduring symbol of courage, dignity, and collective strength in our national history. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
গণঅভ্যুত্থানের রক্তাক্ত অধ্যায়: ২০ জুলাই গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যখন সারাদেশে গণঅভ্যুত্থান শুরু হয়, তখন ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে হাজারো মানুষকে নৃশংসভাবে হত্যা করে। বিক্ষোভরত সাধারণ মানুষ, ছাত্র-জনতা এবং সংগঠিত কর্মীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক পেতে দাঁড়ায়। নির্বিচারে গুলিবর্ষণ এবং নির্যাতনের বিপরীতে ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম এবং জনতা গড়ে তোলে সাহসী প্রতিরোধ। এ দিনটি আমাদের ইতিহাসে শুধু শোকের নয়—এটি প্রতিরোধের প্রতীক, গণআন্দোলনের প্রেরণা। The Bloody Chapter of the Mass Uprising: July 20 – Day of Massacre and Student-People’s Resistance In July-August 2024, as a nationwide mass uprising erupted against the authoritarian regime, the fascist ruling forces unleashed brutal violence through police and paramilitary groups, killing thousands of people to maintain their grip on power. Ordinary citizens, students, and organized activists stood bravely against fascism, facing bullets and brutality head-on. In response to indiscriminate shootings and relentless repression, the student community, young generation, and the masses built a courageous resistance. This day is not only a symbol of mourning in our history—it stands as an emblem of resistance and a source of inspiration for people’s movements. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
২০ জুলাই ২০২৪ — এই দিনটি ছিল প্রতিরোধের আগুনে জ্বলতে থাকা আরেকটি রক্তাক্ত অধ্যায়। আগের দিনের শহীদদের রক্ত শুকাতে না শুকাতেই, আবারও বুক চিতিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল দেশের তরুণ-যুবা, শ্রমিক, ছাত্র আর সাধারণ মানুষ। রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের মুখেও যারা পিছু হটেনি, যারা জীবনের মায়া ত্যাগ করে দাঁড়িয়েছিল সত্য ও ন্যায়ের পক্ষে—আজ আমরা তাঁদের গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছি। ২০ জুলাইয়ের শহীদরা আমাদের সাহসের, দৃঢ়তার ও সংগ্রামের প্রতীক হয়ে আছেন। তাঁদের ত্যাগ যেন বৃথা না যায়—এই হোক আমাদের শপথ। 20 July 2024 — Another searing day of resistance, written in blood and bravery. Even before the pain of the previous day could fade, the youth, workers, students, and ordinary people once again stood firm on the streets—undaunted by oppression. Those who chose truth over fear, who gave their lives for justice, stand as eternal symbols of our collective courage. Today, we honor them with deep respect and love. Let their sacrifice not be in vain—may their dreams live on through our struggle and unity. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
Your support can bring hope and relief to families affected by the July Revolution. Scan the QR code or use the phone number below to make an online transfer. Every contribution helps transform lives and honors the sacrifices made.