Foundation Provides 2.4 Crore BDT Aid to Injured, Plans Support for 200 Martyr Families
JSSF update till 29 October, 2024. _____________________________________________________________
As of yesterday, the July Shaheed Smrity Foundation has successfully delivered financial aid totaling 2,41,38,685 BDT to 245 injured people, which include Tk 1,96,16,900 thorugh Bkash payment & Tk 45,21,785 through Bank Cheque. The financial support has been provided to 22 people in CMH, 17 people in BSMMU, 5 people in National Trauma Center, 27 people in CRP Bangladesh, 1 person in NITOR and 143 people in different hospitals. While a transparent verification process might take a bit longer, we are working diligently to ensure that financial assistance reaches all injured fighters as soon as possible. To avoid any discrepancies, we are focused on maintaining integrity in the verification process to honor the fighters of our ‘24 Movement. Furthermore, we are looking forward to begin supporting the first phase of 200 martyr families through our foundation.
Graphics: Arnob Ghosh | Content: Labiba Fairuz Hassan.
JSSF আপডেট 29 অক্টোবর, 2024 পর্যন্ত। _____________________________________________________________
গতকাল পর্যন্ত, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সফলভাবে ২৪৫ জন আহত ব্যক্তিকে মোট ২,৪১,৩৮,৬৮৫ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে, যার মধ্যে ১,৯৬,১৬,৯০০ টাকা বিকাশ পেমেন্ট এবং ৪৫,২১,৭৮৫ টাকা ব্যাঙ্ক চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। ইতোমধ্যে সিএমএইচে ২২ জন, বিএসএমএমইউতে ১৭ জন, জাতীয় ট্রমা সেন্টারে ৫ জন, সিআরপি বাংলাদেশে ২৭ জন, নিটোরে ১ জন এবং বিভিন্ন হাসপাতালে ১৪৩ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। যদিও একটি স্বচ্ছ যাচাইকরণ প্রক্রিয়া নিশ্চিতকরণে কিছুটা বেশি সময় ব্যয় হচ্ছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দ্রুততম সময়ে সকল আহত যোদ্ধাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার লক্ষে নিরলসভাবে কাজ করছে। যেকোন প্রকার অসঙ্গতি এড়াতে এবং ‘২৪ এর আন্দোলনের যোদ্ধাদের সম্মানার্থে যাচাইকরণ প্রক্রিয়ায় সততা বজায় রাখার জন্য আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ।