২রা অক্টোবর, বুধবার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন উপদেষ্টা শারমিন মুর্শেদকে সাথে নিয়ে ঢাকার সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল), আহত ব্যক্তিদের নিকট আর্থিক সহায়তা প্রদান করেন, যেখানে নয় জনের কাছে চেক হস্তান্তর এবং ৮২ জনকে বিকাশের মাধ্যমে মোট ৭৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ছবি: জুবায়ের শাফিন বিন মিজান ও জাহিদ শান্ত | বিষয়বস্তু: লাবীবা ফাইরুজ হাসান . On October 2 2024, Wedneaday, July Shaheed Smrity Foundation accompanied by Social Welfare Adviser sharmeen Murshed handed over cheques to the injured people in CMH (Combined Military Hospital), Dhaka. Nine people have been given cheques while 82 people got the financial assistance through Bkash worth 76 lacs Taka. Photos: Zubair Shafin & Jahid Shanto | Content: Labiba Fairuz Hassan