জুলাই-আগস্টের গণজাগরণে যখন বাংলাদেশের রাজপথ জ্বলে উঠেছিল ছাত্র ও সাধারণ মানুষের ন্যায্য দাবিতে—তখন ফ্যাসিস্ট সরকার তার জবাব দেয় দমন-পীড়নের মাধ্যমে। ২৬ জুলাই, আন্দোলন থামানোর উদ্দেশ্যে ছাত্রদের উপর চালানো হয় পরিকল্পিত গণগ্রেপ্তার। যারা ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখেছিল, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল—তাদেরকে বন্দি করার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার চেয়েছিল প্রতিবাদকে স্তব্ধ করতে। কিন্তু ইতিহাস সাক্ষী—সত্যবোধ জাগ্রত হলে কোনো শক্তিই তা থামাতে পারে না। প্রতিটি গ্রেপ্তার আরও প্রতিজ্ঞা জাগিয়েছে, প্রতিটি নিপীড়ন জন্ম দিয়েছে নতুন প্রতিরোধের।
26 July 2024 — Mass Arrests
During the July-August uprising, when the streets of Bangladesh blazed with the rightful demands of students and ordinary people, the fascist regime responded with brutal repression. On 26 July, in an attempt to crush the movement, a planned campaign of mass arrests was launched against students. Those who dreamed of a better future, who stood up against injustice, were thrown behind bars in an effort to silence the protest. But history bears witness—once the spirit of truth is awakened, no force can suppress it. Every arrest ignited stronger determination, and every act of oppression gave birth to new waves of resistance.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০
