মোঃ আহসানউল্লাহ, রামপুরার এক সাহসী সন্তান, যিনি ২৪ এর জুলাই মুভমেন্টে অংশ নেয়। আহসানউল্লাহ আন্দোলনের সময় ডান পায়ে হাটুর উপরে গুলিবিদ্ধ হন, তবুও তার দৃঢ় সংকল্প, দেশপ্রেম এবং সাহসিকতা কখনও কমেনি। গুলির আঘাত তার পায়ের হাড় ভেঙ্গে ফেললেও ভাঙতে পারে নি তার মনবল। আহসানউল্লাহর মতো দেশপ্রেমিকদের আত্মত্যাগ ,সাহসিকতা এবং আত্মবিশ্বাসের ফলেই আজ আমরা স্বাধীন। তাঁদের আত্মবিশ্বাস, দেশপ্রেম এবং অবিরাম সংগ্রামের গল্প প্রজন্মের পর প্রজন্ম আমাদের অনুপ্রাণিত করবে। আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।
Mohammad Ahsanullah, a brave son of Rampura, who took part in the 24th July movement. During the movement, Ahsanullah was shot above his right knee, yet his unwavering determination, patriotism, and courage never faltered. Though the bullet shattered the bones in his leg, it could never break his spirit. It is because of the sacrifices, courage, and confidence of patriots like Ahsanullah that we are free today. Their confidence, patriotism, and relentless struggle will continue to inspire generations to come. We pay our respects to them.
#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24