শহীদ সাফওয়ান – এক অসমাপ্ত স্বপ্ন সাফওয়ান, পিতা আখতারুজ্জামান, ছিলেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। খেলাধুলা, গান, ছবি আঁকা এবং নামাজে ছিলেন অত্যন্ত দক্ষ। তার বাবা একজন ভেটেরিনারিয়ান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে এগিয়ে চলা সাফওয়ান ৫ আগস্ট আনন্দ মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন। তার স্বপ্ন, তার প্রতিভা, তার সম্ভাবনা—সব থেমে গেল এক নিষ্ঠুর গুলিতে। কিন্তু তার আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে, আমাদের ন্যায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে।
Shaheed Safwan – An Unfinished Dream Safwan, son of Akhtaruzzaman, was a brilliant tenth-grade student at Savar Cantonment Public School and College. He excelled in sports, music, painting, and prayer. His father is a veterinarian pursuing a Ph.D. at Bangladesh Agricultural University. With a promising future ahead, Safwan was martyred on August 5 when police opened fire on a joyful procession. His dreams, his talent, his potential—all came to an abrupt halt with a cruel bullet. But his sacrifice will remain an inspiration, driving our struggle for justice forward.
#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24