শহীদ আবু জাফর। ১৮ জুলাই সায়েদাবাদ গোলাপবাগে কমিউনিটি সেন্টারের সামনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর পর তার পরিবার গভীর শোকে ডুবে যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আবু জাফর। তিন সন্তান নিয়ে আজ তার স্ত্রী চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। জীবিকার তাগিদে সংগ্রাম করছেন, কিন্তু স্বামীর অনুপস্থিতিতে পরিবার চালানো তার জন্য হয়ে উঠেছে দুঃসাধ্য। তবুও দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য তিনি গর্ববোধ করেন। আবু জাফরের মতো হাজারো শহীদের আত্মত্যাগ, দেশের প্রতি তাদের ভালোবাসা এবং জীবন দেওয়ার নির্ভীকতা—এরই ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ তাদের চিরকাল মনে রাখবে। Martyr Abu Jafar. On July 18, Martyr Abu Jafar was shot and killed by the police in front of a community center in Saydabad Golapbagh during an anti-fascist movement. His death left his family in deep mourning. Abu Jafar was the sole breadwinner of his family. Today, his wife is struggling in extreme hardship, trying to survive with their three children. She is fighting to make ends meet, but running the family without her husband has become an unbearable challenge. Yet, she takes pride in the fact that her husband sacrificed his life for the nation. The sacrifice, bravery, and unwavering love for the country shown by Abu Jafar and thousands of other martyrs have paved the way for the independent Bangladesh we have today. Bangladesh will remember them forever. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution