শহীদ জুয়েল রানা, একজন গার্মেন্টস কর্মী, ৫ই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গাজীপুরের শফিপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার ত্যাগ ও সাহস দেশপ্রেমের এক দৃষ্টান্ত হয়ে থাকবে। তার আত্মদান, সংগ্রাম ও দেশপ্রেম আজ আমাদের পথপ্রদর্শক। শহীদ জুয়েল রানার মতো হাজারো বীর দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। আমরা তাঁদের এই অমূল্য ত্যাগ কখনোই ভুলবো না। তাদের আত্মত্যাগ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে।
Shaheed Jewel Rana, a garment worker, was martyred on August 5th during the anti-fascist movement in Shafipur, Gazipur, after being shot. His sacrifice and courage will always remain a symbol of patriotism. His selfless dedication, struggle, and love for the country continue to guide us today. Thousands of heroes like Shaheed Jewel Rana have sacrificed their lives for the nation. We will never forget their priceless sacrifice. Their martyrdom will forever inspire us.
#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24