২৭ জানুয়ারী, দৈনিক করতোয়া পত্রিকায় শহীদ আব্দুল আহাদ সৈকত এর পরিবার কোন ধরনের আর্থিক সহযোগিতা পাননি বলে উক্ত পত্রিকায় তাদের প্রতিনিধির মাধ্যমে তথ্যটি প্রকাশিত হয়। পরবর্তীতে,জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর কর্মকর্তা সেই পরিবার এর সাথে যোগাযোগ করেন এবং জানা যায়, ১৮ ডিসেম্বর,২০২৪ রাজশাহী বিভাগে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শিরোনামে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচীতে সেই শহীদ পরিবারের মাতা ৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন। এ তথ্যটি আমাদের ফাউন্ডেশন এর একাউন্স টিম ও নিশ্চিত করেছেন এবং আমাদের কাছে তার পর্যাপ্ত ডকুমেন্টও আছে । তারই প্রেক্ষিতে আমরা শহীদ পরিবারটির সাথে যোগাযোগ করলে তাঁর পিতা আমাদেরকে জানান যে তিনি আর্থিক সহযোগিতা পেয়েছেন এবং যে গণমাধ্যম থেকে তথ্যটি প্রকাশ হয়েছে তা যাচাই-বাছাই না করেই করা হয়েছে। এরকম একটি সক্রিয় চক্র রয়েছে যারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর নামে বিভিন্ন বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে যার কারণে সাধারন মানুষও বিভ্রান্তির মুখে পড়ছে।সুতরাং এই ধরনের সকল তথ্য অনুগ্রহপূর্বক যাচাই-বাছাই করে মূল্যায়ন করার আহ্বান জানানো হচ্ছে। জুলাই ফাউন্ডেশন কোন ধরনের বিভ্রান্তিকর ঘটনাকে সমর্থন করে না বা করবে না। Purposefully attempting to discredit the July Martyrs Memorial Foundation. On January 27th, the daily *Kortoia* newspaper published information through its representative that the family of Shaheed Abdul Ahad Soikat did not receive any financial assistance. Subsequently, the officers of the July Martyrs Memorial Foundation contacted the family, and it was revealed that on December 18, 2024, during a program titled “Shaheed Paribarer Pashe Bangladesh” (Standing by Shaheed Families) in the Rajshahi Division, the mother of the martyr received a cheque of 5 lakh taka. This information has been confirmed by our foundation’s accounts team, and we have sufficient documentation regarding this. Upon further communication with the martyr’s family, the father informed us that they had indeed received financial assistance, and the media outlet that published the information had done so without proper verification. There exists an active group that is spreading misleading and false information in the name of the July Martyrs Memorial Foundation, which is causing confusion among the general public. Therefore, we request that all such information be thoroughly verified and assessed. The July Foundation does not and will not support any form of misleading incidents. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24