জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় শহীদ পরিবারের সদস্যদের এবং আহত যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে। গতকাল, ঢাকা সিএমএইচ (CMH) হাসপাতালে চিকিৎসাধীন আহত যোদ্ধাদের সঙ্গে ইফতার এর আয়োজন করা হয়, সেখানে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আহত যোদ্ধাদের সঙ্গে ইফতার সম্পন্ন করেন । রমজানের এই বরকতময় সময়ে, আমরা আল্লাহর কাছে শহীদদের আত্মার শান্তি এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা প্রার্থনা করি। এই রমজান আমাদের জন্য শান্তি, ঐক্য এবং বরকত নিয়ে আসুক। আমিন।
July Shaheed Smrity Foundation has always been committed to standing by the families of martyrs and the injured fighters. Yesterday, an Iftar event was organized with the injured fighters at Dhaka CMH (CMH) Hospital, where the Foundation’s CEO, Mir Mahbubur Rahman Snigdho, shared Iftar with the injured fighters. In this blessed month of Ramadan, we pray to Allah for the peace of the martyrs’ souls and the swift recovery of the injured fighters. May this Ramadan bring peace, unity, and blessings to us all. Ameen
#JulyShaheedSmrityFoundation #CMH #RamadanMubarak #HonoringOurHeroes #IftarWithBraveSouls #SupportForInjuredFighters #RamadanBlessingsa