“আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ।” জুলাই গণঅভ্যুত্থানে আহত সাহসী যোদ্ধাদের সম্মান জানাতে ও তাদের চিকিৎসায় সহায়তা দিতে একত্রিত হয়েছেন ফেনী জেলার মানুষ। তাদের যন্ত্রণা আমাদের সবার দায়। তাদের লড়াই আমাদের ন্যায়বিচারের পথ। ফেনী জেলার সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগ নতুন শক্তি ও অর্থবহতা পেয়েছে। এটি শুধু সহায়তা নয়—এটি সহমর্মিতা, ঐক্য ও জাতীয় দায়িত্ববোধের প্রতীক। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই কাজকে আরও দূর পর্যন্ত ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, এই চেতনা সারাদেশে ছড়িয়ে দিই। আমরা একসাথে বদলে দিই ভবিষ্যৎ। পাশে দাঁড়ান, পরিবর্তনের অংশ হোন।
“Bangladesh Stands Beside the Injured Fighters.” In a powerful show of unity and compassion, the people of Feni District have come together to honor the injured heroes of the July Uprising. Through this humanitarian effort, financial aid is being provided for their medical care. Their pain is our shared responsibility. Their struggle is our path to justice. Thanks to the heartfelt support of the Feni community, this initiative by July Shaheed Smriti Foundation has taken on new strength and meaning. This is not just support—this is a movement of solidarity, empathy, and national duty. Let this spirit spread across the country. Together, we rebuild a just and compassionate Bangladesh. Join the cause. Be the change.
#JulyShaheedSmrityFoundation #bangladeshstudent #HonoringSacrifice #RememberTheBrave #JulyUprising #julyrevolution #jssf24 #julyshaheedsmrityfoundation #rebuildBangladesh #martyrfamilies #rehabilitationinitiative #jobopportunity #bangladeshhistory #freedomfighters #nationalpride #supportthebrave #patriotism #julylegacy #neverforget #publicmovement #fightforjustice #shohiderongon #feni #fenizila