👉 জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের প্রোফাইল ছবি আপলোড সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে প্রথম ধাপে ১২,০৪৩ জন এবং দ্বিতীয় ধাপে ১,৭৬৯ জনসহ মোট ১৩,৮১২ জনের তালিকা প্রকাশিত হয়েছে। কিন্তু এর মধ্যে এখনো ১,২৬৪ জন তাদের প্রোফাইল ছবি এমআইএস সফটওয়্যারে আপলোড করেননি, যার কারণে তাদের স্বাস্থ্য কার্ড তৈরি ও বিতরণে জটিলতা দেখা দিচ্ছে। আহত যোদ্ধাদের সঠিক তথ্যভাণ্ডার সংরক্ষণ, কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি। তাই যেসকল আহত যোদ্ধা তাদের প্রোফাইল ছবি এমআইএস সফটওয়্যারে আপলোড করেননি, তাদের দ্রুত ছবি আপলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে।
In the July Uprising, a total of 13,812 injured freedom fighters have been listed—12,043 in the first phase and 1,769 in the second phase. However, 1,264 of them have not yet uploaded their profile photos in the MIS software, which is causing complications in printing and distributing their health cards. To ensure proper preservation of records, as well as smooth implementation of welfare and rehabilitation programs for the injured fighters, everyone’s cooperation is crucial. Therefore, all injured fighters who have not yet uploaded their profile photos are being requested to do so without delay.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
