শহীদ পরিবারকে প্রলোভিত করে প্রতারণার ফাঁদ !
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় শহীদ পরিবার ও আহতদের যথাযোগ্য সম্মান এবং মর্যাদার সঙ্গে গ্রহণ করে এবং তাদের পাশে থাকার পাশাপাশি তাদের সর্বাত্মক সহায়তা করার অঙ্গীকারবদ্ধ। শহীদ পরিবারগুলো আজও বেদনায় ভারাক্রান্ত—কেউ ভাই হারিয়েছেন, কেউ বাবা, কেউ স্বামী, আবার কেউ হারিয়েছেন প্রিয় সন্তান। এই অপূরণীয় ক্ষতি নিয়ে শোকগ্রস্ত পরিবারগুলোর অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু কুচক্রী মহল বা স্বার্থান্বেষী গোষ্ঠী শহীদ পরিবারগুলোকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।
এসব অপতৎপরতার অংশ হিসেবে, কুচক্রী মহল বা গোষ্ঠীগুলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ভুয়া কার্ড ও সিল তৈরি করছে এবং শহীদ পরিবারগুলোকে অনৈতিক কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নজরে এই প্রতারণার বিষয়টি এসেছে, এবং ফাউন্ডেশনের কর্তৃপক্ষ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, এ ধরনের প্রতারণা রুখতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে, প্রতারকদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার জন্য কাজ করবে। শহীদদের স্মৃতি নিয়ে কোনো ধরনের প্রতারণা ফাউন্ডেশন কখনোই বরদাস্ত করবে না এবং প্রতারকদের বিরুদ্ধে কোনো ছাড় দেবে না।
ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার এবং সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানানো হচ্ছে—এই ধরনের কুচক্রী মহলের প্রলোভনে কখনো প্রভাবিত হবেন না। শহীদ পরিবারগুলোর কোনো সমস্যা বা অসুবিধার কথা ফাউন্ডেশনকে জানাবেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সব সময় আপনাদের পাশে থাকার এবং আপনার সমস্যাগুলোর সমাধান করার জন্য অঙ্গীকারবদ্ধ।
শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের পরিবারের পাশে থেকে তাদের কল্যাণে কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর। আসুন, আমরা সবাই একত্রিত হয়ে শহীদদের সম্মান রক্ষা করি এবং যে কোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
বি দ্র: এ ধরেন কোনো অনৈতিক কার্যক্রম চোখে পড়লে অনুরুধ থাকবে যেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে যোগাযোগ করুন। ধন্যবাদ।
Here’s the English translation, customized to approximately 2,200 characters:
The July Shaheed Smrity Foundation always honors martyr families and the injured with the utmost respect and dignity. It is committed to standing by them and providing wholehearted support. These families are still grieving the irreparable loss of their loved ones—some have lost a brother, some a father, others a husband, and many a beloved child. Taking advantage of their grief and vulnerability, certain conspiratorial groups or self-serving entities are trying to manipulate these families for their own gains.
As part of this malicious scheme, these groups or individuals are using the name of the July Shaheed Smrity Foundation to produce fake cards and seals, attempting to mislead and persuade martyr families into unethical activities.
The July Shaheed Smrity Foundation has become aware of these fraudulent activities and has decided to take firm legal action against the culprits. The foundation is determined to ensure the highest punishment for these fraudsters. Any form of deception involving the martyrs or their families will not be tolerated, and the foundation is resolute in not sparing the perpetrators under any circumstances.
The foundation appeals to martyr families and the public to remain vigilant and not be influenced by the temptations or false promises of these conspiratorial groups. If martyr families face any issues or difficulties, they are urged to report them directly to the foundation without delay. The July Shaheed Smrity Foundation is always committed to standing by your side and resolving your problems.
With unwavering respect for the sacrifices of the martyrs, the foundation continues its dedicated efforts to support their families and work for their welfare. Let us unite to uphold the honor of our martyrs and stand strong against any conspiracies that seek to undermine their legacy.
hashtag#julyshaheedsmrityfoundation
hashtag#chiefadviser hashtag#Bangladesh hashtag#JulyRevolution hashtag#rebuildBangladesh hashtag#jssf24
