গণমিনার
জুলাই মাসের গণঅভ্যুত্থানের শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে এবং এই ভূখণ্ডের কয়েকশ বছরের গণপ্রতিরোধ, সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতা-চেতনার ধারাবাহিকতাকে স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যে রাজধানীতে গড়ে তোলা হচ্ছে ‘গণমিনার’—বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এটি হয়ে উঠবে এক অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নাগরিক উদ্যোগ, যেখানে রাজনীতির বিভাজন নয়, বরং মানুষের সম্মিলিত স্বপ্ন, ইতিহাসচেতনা ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা উঠে আসবে স্থাপত্য আর শিল্পকলার ভাষায়; প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে প্রতিরোধ, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সংগ্রামের দীপ্ত বার্তা।
In solemn remembrance of the martyrs of the July Mass Uprising, and with the vision of giving lasting form to centuries of people’s resistance, struggle, sacrifice, and the spirit of freedom on this land, the “Gonominar” is being built in the capital. With the active participation of university teachers and students, cultural figures, journalists, and citizens from all walks of life, this will emerge as an inclusive and united civic initiative—where political divisions will give way to a collective dream, historical consciousness, and a deep sense of responsibility toward the future. Through the language of architecture and art, it will carry forward a powerful message of resistance, democracy, and human dignity from generation to generation.
