08Aug2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Category: Image Gallery

adfasf
Image Gallery

গণমিনার

জুলাই মাসের গণঅভ্যুত্থানের শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে এবং এই ভূখণ্ডের কয়েকশ বছরের গণপ্রতিরোধ, সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতা-চেতনার ধারাবাহিকতাকে স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যে রাজধানীতে গড়ে তোলা হচ্ছে ‘গণমিনার’—বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এটি হয়ে উঠবে এক অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নাগরিক উদ্যোগ, যেখানে রাজনীতির বিভাজন নয়, বরং মানুষের সম্মিলিত স্বপ্ন, ইতিহাসচেতনা ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা উঠে আসবে স্থাপত্য আর শিল্পকলার ভাষায়; প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে প্রতিরোধ, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সংগ্রামের দীপ্ত বার্তা।


In solemn remembrance of the martyrs of the July Mass Uprising, and with the vision of giving lasting form to centuries of people’s resistance, struggle, sacrifice, and the spirit of freedom on this land, the “Gonominar” is being built in the capital. With the active participation of university teachers and students, cultural figures, journalists, and citizens from all walks of life, this will emerge as an inclusive and united civic initiative—where political divisions will give way to a collective dream, historical consciousness, and a deep sense of responsibility toward the future. Through the language of architecture and art, it will carry forward a powerful message of resistance, democracy, and human dignity from generation to generation.

506442416_122161501172546182_4380027548824636259_n
Image Gallery

সতর্কতা

সতর্ক থাকুন, প্রতারকদের ফাঁদে পা দেবেন না!
সম্প্রতি কিছু প্রতারকচক্র পুনর্বাসন ও চাকরির লোভ দেখিয়ে শহীদ পরিবারের সদস্যদের কাছে ভুয়া তথ্য ছড়াচ্ছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত নয়।
কাউকে টাকা পাঠাবেন না
কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না
প্রতারণার চেষ্টা হলে ১৬০০০-এ জানান
সচেতন থাকুন, অন্যকেও সতর্ক করুন।
বিস্তারিত জানতে: https://jssbfd.com
Stay Alert – Don’t Fall Victim to Scammers!
Recently, some fraudsters have been spreading false information about job opportunities and rehabilitation under the name of July Shaheed Smriti Foundation to deceive the families of martyrs.
JSSF is NOT involved in any such activities.
Do not send money to anyone
Do not share personal information
Report any suspicious activity to 16000 immediately
Stay aware and help others stay safe.

ydiguo
Image Gallery

১৪ দিন পর আসছে সেই ঐতিহাসিক জুলাই

১৪ দিন পর আসছে সেই ঐতিহাসিক জুলাই
জুলাই—শুধু আরেকটা মাস নয়, এটা আমাদের ইতিহাসের গর্বিত এক অধ্যায়।
এমন একটি মাস, যেখানে আমরা অনুভব করি আত্মত্যাগের গভীরতা, অনুভব করি বিজয়ের উত্তাপ।
এই জুলাই আমাদের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী, আমাদের স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
এই মাসেই আমরা দেখেছি কিভাবে এক জাতি মাথা উঁচু করে দাঁড়ায়।
এই জুলাই আমাদের চোখে জল এনে দেয় আবার বুকভরা গর্বও দেয়।
এটা সেই মাস, যখন আমরা একসাথে বলি—“আমরা হারি না, আমরা রক্ত দিয়ে স্বপ্ন গড়ি।”
এত রক্তের বিনিময়ে পাওয়া এই গৌরবের জুলাই যেনো হারিয়ে না যায় সময়ের মাঝে।
আমাদের প্রজন্মের দায়িত্ব, এই ইতিহাসকে মনে রাখা, মনে করানো, আর সম্মান জানানো।
জুলাই আছে আমাদের হৃদয়ে, থাকবে চিরকাল।
আসুন, আবার নতুন করে এই জুলাই-কে স্মরণ করি—প্রত্যয়, ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে।
14 days to go until that historic July
July—it’s not just another month; it’s a proud chapter in our history.
A month where we feel the depth of sacrifice and the fire of victory.
This July stands as a witness to our blood-stained past and inspires us to dream with courage.
In this very month, we saw how a nation rose with its head held high.
This July brings tears to our eyes, yet fills our hearts with pride.
It’s the month when we declare together—“We do not fall; we build dreams with blood.”
Let this glorious July, earned through unimaginable sacrifice, never fade with time.
It is our generation’s duty to remember, to remind, and to honor this history.
July lives in our hearts—and always will.
Let us come together once again to remember July—with commitment, love, and responsibility.
Learn more at: https://jssfbd.com

507386718_122161307714546182_7478782185789900524_n
Image Gallery

পিতৃদিবসের শ্রদ্ধা ও ভালোবাসা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে
আজ পিতৃদিবসে আমরা শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সমস্ত পিতাকে—বিশেষ করে তাঁদের, যাঁদের সন্তান শহীদ হয়েছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানে, একটি স্বাধীন ও ন্যায়ের রাষ্ট্র গঠনের সংগ্রামে।
On behalf of the July Shaheed Smrity Foundation,
On this Father’s Day, we express our heartfelt respect and love to all fathers—
especially those whose sons and daughters became martyrs during the historic July Uprising, sacrificing their lives in the struggle for a just and independent nation.

506039800_122160488372546182_7899462459034950083_n
Image GalleryNews

CALL FOR EXPRESSION OF INTEREST (EOI)

CALL FOR EXPRESSION OF INTEREST (EOI)
📅 Deadline: June 15, 2025
📍 Issued by: July Shaheed Smrity Foundation (JSSF)
Are you a top-tier Event Management Agency with a track record of national impact?
JSSF is inviting proposals from experienced and reputed event agencies to plan, coordinate, and execute:
✨ A Corporate Leadership Summit
🇧🇩 Nationwide Commemorative Events
📢 Dynamic Promotional Campaigns
Scope Includes:

  • High-level strategic summit for CEOs & business leaders
  • Month-long public tributes across Bangladesh
  • Digital & offline media campaigns with creative production
    Who Can Apply?
  • 5+ years of event experience
  • Corporate/institutional client portfolio
  • In-house creative & logistics team
  • Valid trade license, TIN & VAT
  • Financial strength to manage multi-city events
  • Submit Your EOI with:
  • Company Profile & Event Portfolio
  • Concept Note + Creative Plan
  • Financial Proposal
  • Team Structure
  • Trade License, TIN, VAT & Bank Solvency
    📧 Email: info@jssfbd.com (CC: ceo@jssfbd.com)
    📍 Optional Hardcopy: JSSF Head Office, Ramna, Dhaka
    📞 Queries: ‪+880-1675848586‬ (Sun–Thu, 10 AM – 6 PM)
    Let’s honor the July–August Uprising with impact, dignity, and national unity.
505308569_122160086036546182_6268033797309411546_n
Image Gallery

সৌজন্য সাক্ষাৎ

Al-Mustafa International University, Iran-এর Country Director Mr. Shahabuddin Mashayekhi Rad সম্প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব কামাল আকবরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, আহত যোদ্ধাদের অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।
Mr. Shahabuddin Mashayekhi Rad আন্দোলনে আহতদের যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং বিশেষ প্রয়োজনে ইরানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আগ্রহ প্রকাশ করেন। উভয়পক্ষ ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা এবং মানবিক সহায়তা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
Mr. Shahabuddin Mashayekhi Rad, Country Director of Al-Mustafa International University, Iran, recently paid a courtesy visit to Mr. Kamal Akbar, Chief Executive Officer (CEO) of the July Shaheed Smriti Foundation. In this important meeting, discussions were held on the July–August mass uprising, the condition of injured fighters, and various aspects of future cooperation.
Mr. Shahabuddin Mashayekhi Rad expressed deep sympathy for the injured fighters and the families of the martyrs, and conveyed his interest in facilitating advanced medical treatment in Iran if needed. Both parties expressed hope to strengthen mutual collaboration in the areas of education, healthcare, and humanitarian support in the future.

503920461_122160073394546182_1442596986428901060_n
Image Gallery

জুলাই যোদ্ধাদের ঈদের শুভেচ্ছা

জুলাই যোদ্ধাদের রক্ত, তাদের ত্যাগ, আর সাহস আমাদের নতুন স্বপ্ন দেখতে শিখিয়েছে।
যারা যন্ত্রণার মধ্যেও ঈদের শুভেচ্ছা জানাতে হাসিমুখে কথা বলতে পারেন—তারাই সত্যিকারের বীর।
এই পবিত্র দিনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কামাল আকবার স্যার
NIO, NITOR ও CMH হাসপাতালে গিয়ে আহত যোদ্ধাদের খোঁজখবর নেন, শুভেচ্ছা জানান।
হাসপাতাল পরিচালক, সহকারী পরিচালক, ওয়ার্ড ইনচার্জ ও চিকিৎসকদের সঙ্গে থেকে
আহত যোদ্ধাদের খাবারের গুণগত মান পরিদর্শন করেন এবং নিশ্চিত করেন
যেন ঈদের এই দিনে তারা পান যথাযথ সেবা, শ্রদ্ধা ও ভালোবাসা।
এই দিনটি আমাদের কাছে তাদের সাহস ও আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন।
জুলাই যোদ্ধারা থাকুন আমাদের হৃদয়ের গভীরে।
চব্বিশ—কেবল একটি তারিখ নয়,
আমাদের অঙ্গীকার, আমাদের চেতনা, আমাদের সম্মান।
শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া—আহত যোদ্ধাদের প্রতি।
ঈদ মোবারক, বীর জুলাই যোদ্ধারা।
The blood, sacrifice, and courage of the July warriors have taught us to dream anew.
Those who can smile and speak with warmth to offer Eid greetings even amidst pain—
they are the true heroes.
On this sacred day, Mr. Kamal Akbar, Chief Executive of the July Shaheed Smriti Foundation,
visited the injured warriors at NIO, NITOR, and CMH hospitals to check on their condition and extend Eid greetings.
He stood alongside hospital directors, assistant directors, ward in-charges, and doctors—
inspected the quality of food provided to the injured, and ensured
that on this Eid day, they receive proper care, respect, and love.
This day is, to us, a day of expressing gratitude for their bravery and sacrifice.
May the July warriors remain forever in the depths of our hearts.
The 24th—it’s not just a date,
it’s our pledge, our spirit, our honor.
Respect, love, and prayers for the injured warriors.
Eid Mubarak, brave July warriors.

503885511_122159520218546182_5988178290278363361_n
Image GalleryNews

৬ জুন, ২০২৪ – ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ

৬ জুন, ২০২৪ — হাইকোর্টের বিতর্কিত রায়ের পর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশে ছাত্র-ছাত্রীরা প্রতিবাদে উত্তাল হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদের জোয়ার উঠে। একাধিক স্থানে প্রতীকী ব্লকেডের মাধ্যমে তারা তাদের অসন্তোষ প্রকাশ করে এবং কোটা ব্যবস্থার প্রতি তাদের বিরোধিতা জানায়। এই প্রতিবাদগুলো মূলত কোটা ব্যবস্থার কারণে সৃষ্টি হওয়া বৈষম্যের বিরুদ্ধে ছিল, যা মেধাভিত্তিক নিয়োগের সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষার্থীরা বলেন, এটি সমতার ও সামাজিক ন্যায়ের মূলনীতির বিরোধী। দেশজুড়ে শুরু হওয়া এই প্রতিবাদ পরবর্তীতে একটি বৃহৎ গণআন্দোলনে পরিণত হয়।


June 6, 2024 — Following the High Court’s controversial verdict reinstating the 30% freedom fighter quota in government jobs, students across the country erupted in protest. A wave of demonstrations swept through various universities and educational institutions. In multiple locations, students expressed their discontent through symbolic blockades, voicing strong opposition to the quota system. These protests were primarily against the inequality perpetuated by the quota policy, which many believed conflicted with a merit-based recruitment process. Students argued that it stood in opposition to the fundamental principles of equality and social justice. What began as scattered protests across the nation soon evolved into a large-scale mass

502637286_122159519282546182_3119052336389452876_n
Image GalleryNews

৫ জুন, ২০২৪ —বাতিল হওয়া সরকারি চাকরির ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশ দেয় হাইকোর্ট

৫ জুন, ২০২৪ — এই দিনে হাইকোর্ট ২০১৮ সালে বাতিল হওয়া সরকারি চাকরির ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশ দেয়। এই রায় শিক্ষার্থীদের মাঝে প্রবল ক্ষোভের জন্ম দেয়, যারা দীর্ঘদিন ধরে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার পক্ষে আন্দোলন করে আসছিল। বিতর্কিত রায়টি ২০১৮ সালের একটি আন্দোলনের প্রেক্ষাপটকে নতুন করে সামনে আনে—যেখানে ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিল। কিন্তু পুনরায় সেই কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত অনেকের চোখে একটি মেধাবিরোধী পদক্ষেপ হিসেবে ধরা পড়ে। শিক্ষার্থীরা রাস্তায় নামে, ঢাকা থেকে শুরু করে সারা দেশের ক্যাম্পাসে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। এটি কেবল একটি শিক্ষার্থী আন্দোলন ছিল না—পরবর্তী সময়ে এটি রূপ নেয় একটি বৃহৎ গণআন্দোলনে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করে।এই আন্দোলন ছিল কেবল চাকরির কোটা নিয়ে নয়—এটি ছিল ন্যায্যতা, সমতা এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিয়ে একটি লড়াই।


On June 5, 2024, the High Court ordered the reinstatement of the 30% freedom fighter quota in government jobs, which had been abolished in 2018. This verdict sparked strong anger among students, who had long been advocating for a merit-based recruitment system. The controversial ruling brought back the context of the 2018 movement, during which students had taken to the streets demanding quota reform. However, the decision to restore the quota was seen by many as a step against meritocracy. Students protested across the country, from Dhaka to campuses nationwide, igniting a wave of demonstrations. This was not merely a student movement—it later evolved into a massive popular uprising, marking a significant turning point in Bangladesh’s political history. This movement was not just about the job quota; it was a fight for justice, equality, and the rights of future generation.

503128556_122159389196546182_3856001731949814507_n
Image Gallery

ফেনী জেলা – আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ

ফেনী জেলা
‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মান প্রদর্শন এবং তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ফেনী জেলার মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগের প্রভাব আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো আহত যোদ্ধা ও তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা ও দায়িত্ববোধ প্রকাশ করা। এই পরিবারগুলো চরম কষ্টের মধ্যে দিনযাপন করছে, আর তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘমেয়াদে এমন কার্যক্রম চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশাবাদী, এই উদ্যোগ কেবল ফেনীতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে আরও বেশি মানুষ এই মহৎ উদ্যোগে যুক্ত হবেন এবং একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে মানবিক পরিবর্তন আনবেন।
এ ধরনের উদ্যোগ আমাদের ঐক্য ও দায়িত্ববোধের প্রতীক, যা দেশের উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


Feni District
“Bangladesh Stands Beside the Injured Fighters.”
In honor of the brave individuals injured during the July Uprising, financial assistance is being provided for their medical treatment. Thanks to the active participation and sincere cooperation of the people of Feni District, the impact of this humanitarian initiative has multiplied significantly.
The main objective of this initiative is to express our empathy and sense of responsibility towards the injured fighters and their families. These families are going through extreme hardship, and it is our moral duty to stand beside them.
July Shaheed Smriti Foundation* is committed to continuing such efforts in the long term. We are hopeful that this initiative will not remain confined to Feni alone but will spread to other parts of Bangladesh. In the future, more people will join this noble cause, standing beside one another and bringing about meaningful humanitarian change in society.
Such initiatives are symbols of our unity and sense of responsibility, playing a vital role in national development and social protection.