08Aug2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Category: Image Gallery

514735699_122164173722546182_4667910082697778268_n
Image Gallery

আপনার অভিজ্ঞতা আমাদের পাঠান

আপনি কি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণজাগরণ প্রত্যক্ষ করেছেন? ছিলেন মিছিলে, গুলির শব্দে কেঁপে উঠেছিলেন, কারো হাতে পানি তুলে দিয়েছেন, অথবা নীরবে দেখেছেন ইতিহাস রচিত হতে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন খুঁজছে সেই সাহসী মানুষগুলোর গল্প, যারা সরাসরি কিংবা পরোক্ষভাবে এই আন্দোলনের অংশ ছিলেন। আপনার অভিজ্ঞতা আমাদের পাঠান, আমরা সেই গল্পগুলো বিশ্বের সামনে তুলে ধরব, যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে কীভাবে একটি জাতি জেগে উঠেছিল।
আপনি যদি আপনার গল্প ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চান, তবে অনুগ্রহ করে ভিডিওটি আপনার গুগল ড্রাইভে আপলোড করুন এবং শেয়ারযোগ্য লিংকটি আপনার নাম ও যোগাযোগের তথ্যসহ ইমেইলে পাঠিয়ে দিন। দয়া করে নিশ্চিত করুন যে লিংকটি সকলের জন্য উন্মুক্ত (Anyone with the link can view) করা আছে।
📧 আপনার গল্প পাঠান: info@jssfbd.com —
ইতিহাসের অংশ হোন।

Did you witness the July–August 2024 uprising? Were you in the marches, shaken by the sound of bullets, handing someone a bottle of water, or silently watching history unfold before your eyes? The July Shaheed Smrity Foundation is seeking stories from the brave individuals who were part of this movement — directly or indirectly. Share your experience with us, and we will share it with the world, so that future generations may know how a nation rose.
If you would like to share your story through a video, please upload the video to your Google Drive and send us the shareable link via email along with your name and contact information. Make sure the link is accessible (Anyone with the link can view).
📧 Send your story to: info@jssfbd.com
— Be a part of history.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করতে ভিজিট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

514776527_122164026758546182_379641040503978155_n
Image Gallery

জুলাই ক্যালেন্ডার

জুলাই ক্যালেন্ডার আমাদের জন্য শুধুই একটি মাসের দিনপঞ্জি নয়, এটি একটি আন্দোলনের, একটি বিপ্লবের, একটি জাতীয় চেতনার প্রতীক।
এই ক্যালেন্ডারের প্রতিটি দিন শহীদদের আত্মত্যাগ, তরুণ সমাজের সাহসিকতা এবং জাতির জাগরণের ইতিহাস বহন করে।
১৯৭১ সালের চেতনার পর, জুলাই মাসেই বাংলাদেশে নতুন করে শুরু হয়েছিল গণতন্ত্র ও অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম।
তরুণরা বুক পেতে দিয়েছিল,পাশাপাশি রাস্তায় নেমে এসেছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে।
জুলাই মাস তাই শুধুই গ্রীষ্মের একটি অধ্যায় নয়—এটি আমাদের আত্মপরিচয়ের, সামাজিক ন্যায় ও নতুন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতির মাস।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে—
যাতে শহীদদের ত্যাগ শুধু স্মরণেই সীমাবদ্ধ না থাকে, বরং অনুপ্রেরণায় রূপ নেয়।
📅 চলুন, জুলাই ক্যালেন্ডারের প্রতিটি দিনকে সম্মান জানাই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার দিয়ে।


The July calendar is not just a list of dates for us—it is a symbol of a movement, a revolution, and a national awakening.
Each day in this calendar carries the legacy of the martyrs’ sacrifice, the courage of the youth, and the story of a nation’s resurgence.
After the spirit of 1971, it was in the month of July that Bangladesh once again witnessed a struggle to reclaim democracy and rights.
The youth stood firm, taking to the streets against injustice with courage in their hearts.
Thus, July is not merely a chapter of summer—it is a month of identity, social justice, and a renewed promise to build a better Bangladesh.
The July Shaheed Smriti Foundation is committed to passing this glorious history on to future generations—
so that the sacrifice of the martyrs is not only remembered but transformed into inspiration.
📅 Let us honor each day of the July calendar with a pledge to build a just and humane society.


ডোনেট করতে ভিজিট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

514434839_122163925616546182_6442792343422993814_n
Image Gallery

জুলাই শহীদ স্মৃতি বৃত্তি

“জুলাই শহীদ স্মৃতি বৃত্তি” চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, যা জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর প্রদান করা হবে। এই বৃত্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ বছর ৭২৫টি প্রতিষ্ঠানের ২,০৪০ জন শিক্ষার্থী এই বৃত্তির সুবিধা পাচ্ছেন। দেশের প্রায় সোয়া দুই হাজার কলেজ এবং ৪০ লাখ শিক্ষার্থীর অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় এ উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে জুলাই অভ্যুত্থানে শহীদ ৩২ জন শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, “নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার বিশাল ভূমিকা রয়েছে; সমাজে বৈষম্য দূরীকরণ ও সমতা আনয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে সকল স্তরের মানুষ জ্ঞান, ন্যায় ও নৈতিকতার চর্চায় অংশ নিতে পারে।”


The National University has launched the “Martyr July Memorial Scholarship” to honor the role of youth in the historic July Uprising. This annual scholarship offers one-time financial assistance to meritorious undergraduate and postgraduate students from affiliated colleges, especially those who are underprivileged, marginalized, or have special needs. In 2025, 2,040 students from 725 institutions will receive the award. Dedicated to the memory of 32 martyred students, the initiative reflects the university’s commitment to equity in education. At the award ceremony, Education Advisor C.R. Abrar said, “Education is vital to building a new Bangladesh. It is the key to ending inequality and promoting justice.” He emphasized creating an inclusive system rooted in knowledge, fairness, and moral values.


ডোনেট করতে ভিজিট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

514356574_122163945170546182_2015320612905324684_n
Image Gallery

হে অমর জুলাই

হে অমর জুলাই,
অসীম শ্রদ্ধা তোমায়….
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – এর সকল সদস্যবৃন্দ।


Oh our July,
Endless respect to you…
From all the members of July Shaheed Smriti Foundation.


ডোনেট করতে ভিজিট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

514076280_122163707834546182_3044190212113899486_n
Image Gallery

Better Bangladesh দাঁড়িয়েছে শহীদদের পরিবার এবং আহতদের পাশে

ঐক্য, সহানুভূতি, এবং দায়িত্ববোধ—জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা আজও পথ দেখায়। এই শিক্ষাকে ধারণ করে Better Bangladesh দাঁড়িয়েছে শহীদদের পরিবার এবং আহতদের পাশে।
শহীদ মিজানুর রহমানের মাকে বাসাভাড়ার জন্য ২০,০০০ টাকা, শহীদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারকে ২৫,০০০ টাকা, আহত যোদ্ধা মোঃ হৃদয় খানকে পিজি হাসপাতালে ভর্তি করাতে ২৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও আরও দুইজন আহত যোদ্ধাকে ২৫,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
ধন্যবাদ Better Bangladesh-কে, যারা জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনা ধারণ করে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।
মানবতার এই পাশে দাঁড়ানোই হলো প্রকৃত পরিবর্তনের সূচনা। আসুন, আমরা একসাথে এগিয়ে যাই একটি ভালো বাংলাদেশের পথে।
Unity, empathy, and responsibility—this is the enduring lesson of the July Uprising. Inspired by that spirit, Better Bangladesh stands with the families of martyrs and the injured.
BDT 20,000 was given to the mother of Shaheed Mizanur Rahman for house rent, BDT 25,000 to the family of Shaheed Ashikur Rahman Hridoy, and BDT 25,000 to injured fighter Md Hridoy Khan for hospital admission.
Additionally, two more injured fighters received BDT 25,000 each in support.
Our heartfelt thanks to Better Bangladesh for honoring the July spirit by standing beside our martyrs and wounded fighters.
True change begins with compassion. Let us walk together toward a better, just Bangladesh.

514879332_122163768698546182_5544505469881495637_n
Image Gallery

একুশে পদকের অর্থ শহীদদের নামে উৎসর্গ

একুশে পদকের অর্থ শহীদদের নামে উৎসর্গ
‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান একুশে পদক থেকে প্রাপ্ত সম্মাননার সম্পূর্ণ অর্থ উৎসর্গ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে। সোমবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন, চেকটি গ্রহণ করেন ফাউন্ডেশনের সিইও কামাল আকবর। মাহমুদুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা আমাদের গৌরব। তাদের আত্মত্যাগের কারণেই আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি।” তিনি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানান। আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই মাহমুদুর রহমানকে—জুলাই শহীদদের পাশে দাঁড়ানো এবং জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করে একুশের মর্যাদাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য।
Donation of Ekushey Padak honorarium in the name of the martyrs.
Editor of Amar Desh, Mahmudur Rahman, has donated the full amount of his Ekushey Padak honorarium to the July Shaheed Memorial Foundation. In a ceremony held Monday at the foundation’s office in Shahbagh, Dhaka, he officially handed over the cheque, which was received by the foundation’s CEO, Kamal Akbar. Mahmudur Rahman stated, “The brave martyrs of the July uprising are our pride. It is through their sacrifice that we have been freed from the grip of brutal fascism.” He also called for maximum support in the treatment and rehabilitation of the injured and in standing beside the families of the fallen. We express our deepest respect and gratitude to Mahmudur Rahman—for standing with the July martyrs and for honoring the spirit of July through this meaningful gesture.

513375048_122163580406546182_8085935572729678411_n
Image GalleryNews

𝐂𝐀𝐋𝐋 𝐅𝐎𝐑 𝐄𝐗𝐏𝐑𝐄𝐒𝐒𝐈𝐎𝐍 𝐎𝐅 𝐈𝐍𝐓𝐄𝐑𝐄𝐒𝐓 (𝐄𝐎𝐈): 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐟𝐨𝐫 𝐉𝐮𝐥𝐲 𝐒𝐡𝐚𝐡𝐞𝐞𝐝 𝐒𝐦𝐫𝐢𝐭𝐲 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 (𝐉𝐒𝐒𝐅)

𝐂𝐀𝐋𝐋 𝐅𝐎𝐑 𝐄𝐗𝐏𝐑𝐄𝐒𝐒𝐈𝐎𝐍 𝐎𝐅 𝐈𝐍𝐓𝐄𝐑𝐄𝐒𝐓 (𝐄𝐎𝐈): 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐟𝐨𝐫 𝐉𝐮𝐥𝐲 𝐒𝐡𝐚𝐡𝐞𝐞𝐝 𝐒𝐦𝐫𝐢𝐭𝐲 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 (𝐉𝐒𝐒𝐅)
Deadline: July 4, 2025, 11:59 AM
Issued by: July Shaheed Smrity Foundation (JSSF)
JSSF is inviting proposals from qualified individuals or agencies to provide urgent and ongoing digital marketing services. The selected partner will support our mission of national remembrance through secure, effective, and strategic digital outreach.
Scope of Work Includes:

  1. Monthly campaign strategy and planning (Meta, Google, YouTube)
  2. Ad account setup, security, verification, and management
  3. Financial support for ad credit top-up (if required)
  4. Access to and management of premium software tools (Meta Suite, Google Ads, Canva Pro, ChatGPT, Epidemic Sound, and others)
    Eligibility Requirements:
  5. Proven experience managing digital campaigns
  6. Knowledge of ad policies and platform compliance
  7. Ability to provide and manage premium software subscriptions
  8. Financial capacity to support ad credits when necessary
  9. Readiness to deliver on an urgent, monthly basis
    Submission Requirements:
  10. Individual or Agency Profile
  11. Summary of Relevant Experience
  12. Financial Offer (monthly or per project)
    Contact and Submission Details:
    Email: ceo@jssfbd.com
    Queries: ‪+880-1675848586‬ (Sunday to Thursday, 10 AM – 6 PM)
511743121_122163098084546182_2518113332751521556_n
Image Gallery

জুলাই আন্দোলনে আত্মত্যাগ

আজ থেকে শুরু হলো এইচএসসি ২০২৫ পরীক্ষা।
কিন্তু আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয় সেই সব শহীদ ছাত্রদের, যারা জুলাই আন্দোলনে আত্মত্যাগ করেছিলেন। তাঁদের অনেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। বেঁচে থাকলে আজ তারাও হয়তো পরীক্ষাকক্ষে বসে ভবিষ্যতের স্বপ্ন গড়ার পথে এগিয়ে যেতেন।
তাদের অকালপ্রয়াণ শুধু এক ব্যক্তির গল্প নয়—তা একটি প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও সাহসের নিঃশব্দ বিসর্জন।
তাদের এই আত্মত্যাগ ইতিহাসে চিরভাসমান থাকবে—অনন্ত শ্রদ্ধা আর বিষণ্ন ভালোবাসায়।
শ্রদ্ধাঞ্জলি আমাদের হারিয়ে যাওয়া সহযাত্রীদের প্রতি।
তারা নেই, কিন্তু তারা ইতিহাস।
The HSC 2025 examination begins today.
But this day also serves as a solemn reminder of the student martyrs who sacrificed their lives in the July Movement. Many of them were supposed to sit for this very exam. Had they lived, they too might have been in the exam halls today—taking steps toward building their dreams.
Their untimely departure is not just the loss of individuals—it is the silent sacrifice of a generation’s dreams, potential, and courage.
Their sacrifice will remain eternally etched in history—honored with deepest respect and enduring sorrow.
Tribute to our fallen companions.

512666522_122162943872546182_4122879370027644386_n
Image Gallery

জুলাই যুদ্ধ ২০২৪ স্মরণ প্রদর্শনীতে জমা দিন

জুলাই যুদ্ধ ২০২৪ স্মরণ প্রদর্শনীতে জমা দিন
বাংলাদেশের সাহসী ছাত্র আন্দোলনের স্মরণে আমরা আয়োজন করছি একটি জাতীয় প্রদর্শনী। আপনি যদি শিল্পী, ছাত্র, লেখক, মিম নির্মাতা, আলোকচিত্রী বা ভিডিও সম্পাদক হন—তাহলে এখনই সময় আপনার কাজ জমা দেওয়ার!
🎨আমরা নিচ্ছি:

  • ক্যানভাস চিত্র , অবশ্যই আর্টে আপনার সিগনেচার থাকতে হবে, সিগনেচার না থাকলে আর্ট সিলেকশন হবে না। ( নূন্যতম ৫”×৭”, হাতে আঁকা)
  • প্রতিবাদভিত্তিক কাদামাটির ভাস্কর্য
  • আন্দোলনের সময়কার গ্রাফিতি/দেয়ালচিত্রের ছবি
  • মূল ভিডিও/ছবি/মিমস, মিছিল বা প্রতীকী দৃশ্য
  • আন্দোলন-সম্পর্কিত মিম ও সংক্ষিপ্ত লেখা
    📌 নিয়মাবলী:
  • কাজটি হতে হবে মৌলিক এবং সম্মতিসহ জমা
  • এনআইডি/স্টুডেন্ট আইডি বা সোশ্যাল লিংক প্রয়োজন
  • নকল বা মিথ্যা দাবি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে
    📦 জমা পদ্ধতি:
  • ডিজিটাল: Google Drive-এ আপলোড করে এই ফর্মে লিংক সাবমিট করুন: https://jssfbd.com/event-form/
  • ফিজিক্যাল: কুরিয়ারে বা হাতে অফিসে জমা দিন
    ঠিকানা:
    বিএসএল অফিস কমপ্লেক্স, শাহবাগ
    বিল্ডিং নম্বর: ২য় (৪র্থ তলা), হোটেল ইন্টারকন্টিনেন্টালের দক্ষিণে
    ঢাকা–১০০০
    বাংলাদেশ
    📍 স্থান: শিল্পকলা একাডেমি, ঢাকা
    🗓 শেষ তারিখ: ৫ জুলাই ২০২৫
    🎁অনুগ্রহ করে মনে রাখবেন, এটি একটি স্বেচ্ছাসেবী আহ্বান — প্রদানের জন্য কোনো সম্মানী প্রদান করা হবে না।
    আপনার শিল্প হোক ন্যায়ের সাক্ষ্য।
511215723_122162673272546182_6284549587059684733_n
Image Gallery

৭ দিনের মধ্যে সেই ঐতিহাসিক জুলাই উপস্থিত হতে চলেছে

৭ দিনের মধ্যে সেই ঐতিহাসিক জুলাই উপস্থিত হতে চলেছে। জুলাই—এটি কোনো সাধারণ মাস নয়; বরং আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়ের এক প্রতিনিধিত্ব। এই মাসে আমরা আত্মত্যাগের গভীরতা এবং বিজয়ের অনুভূতি নতুনভাবে অনুভব করি।
এই জুলাই আমাদের পেছনের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী, যা সাহস নিয়ে নতুন স্বপ্ন দেখার প্রেরণা দেয়। এই সময়ে আমরা অভিজ্ঞতা করেছি, কিভাবে একটি জাতি বিচারের আসনে দাঁড়িয়ে মাথা উঁচু করে। জুলাই আমাদের চোখে জল এনে দেয়, তবে আমাদের হৃদয় গর্বে পরিপূর্ণ করে দেয়।
এটি সেই মাস, যখন আমরা সবাই মিলে উচ্চারণ করি—“আমরা হার মানি না; আমরা রক্ত দিয়ে আমাদের স্বপ্ন নির্মাণ করি।” এই গৌরবময় জুলাই, যার মূল্য দিয়ে এটি অর্জিত হয়েছে, তার মহিমা যেন কখনো সময়ের সঙ্গে ফিকে না হয়।
7 days left for that historic July
July—it is not just a month; it is a glorious page in our history.
A month when we relive the intensity of sacrifice and the passion of victory.
This July bears testament to our bloodied past and inspires us to dream with courage.
During this very month, we saw how a nation rose with head held high.
This July fills our eyes with tears but pride in the heart.
It is the month when we all declare aloud—”We do not fall; we build dreams with blood.”
Let this magnificent July, achieved at unimagined expense, never fade in its glory with the passing of time.
It is up to our generation to remember, remind, and pay respects to this past.
July lives in our hearts—and forever will.
Let us assemble together, only 7 days ago, to celebrate July—with responsibility, love, and dedication.