19Sep2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Category: Image Gallery

529223446_122169899456546182_4391077306412705732_n
36 July MartyrsImage Gallery

১০ আগস্টের শহীদরা: অনুপস্থিতির শোক, স্বাধীনতার সতর্কবার্তা

১০ আগস্ট — ঝড় থেমে গেলেও, নীরবতা ছিল ভারী। স্বৈরাচার পড়ে গেছে, কিন্তু তার যন্ত্রণার রেশ থেকে গিয়েছে। এই দিনে প্রাণ গেছে আরও অনেকের—
লড়াইয়ের ময়দানে নয়, বরং এক নিষ্ঠুরতার ছায়ায়, যা সহজে বিদায় নিতে চায়নি। তারা কেবল সংখ্যা নয়। তারা ছিল স্বপ্ন, ছিল কণ্ঠস্বর, ছিল এক একটি সম্ভাবনা—যা ছিনিয়ে নেওয়া হয়েছে আগেই। তাদের অনুপস্থিতি শুধু শোক নয়, এটি এক সতর্কবার্তা—স্বাধীনতা কেবল জয় নয়, তা পাহারা দিতেও হয়।


August 10th — The storm had passed, but the silence was heavy. The regime had fallen, yet its pain lingered. More lives were lost on this day—not on the battlefield, but under the shadow of a cruelty that refused to leave quietly. They were not just numbers. They were dreams, voices, and possibilities—taken too soon. Their absence is not only grief; it is a warning—freedom is not just won, it must be guarded.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

515079523_122169897230546182_6022961003874293017_n
36 July MartyrsImage Gallery

৯ আগস্টের প্রহরীরা: শেষ রক্তবিন্দুতে শুরু রক্ষার শপথ

৯ আগস্ট — যখন আমরা ভেবেছিলাম খারাপটা শেষ, তখনই এল আরও এক আঘাত। স্বৈরশাসনের ধ্বংসস্তূপের নিচেও লুকিয়ে ছিল প্রতিহিংসার বিষ। এই দিনে যারা প্রাণ দিয়েছেন, তারা ছিলেন সাহসের শেষ প্রহরীর মতো—নিজেদের শেষ দিয়ে আমাদের শুরুটা রক্ষা করেছেন। তাদের মৃত্যু আমাদের দুঃখ নয়, তাদের আত্মত্যাগ আমাদের দায়িত্ব। তারা নেই, কিন্তু তাদের দেয়া শপথ এখনও বেঁচে আছে আমাদের কণ্ঠে, আমাদের রক্তে।


August 9th — Just when we thought the worst was over, another blow came. Even beneath the rubble of a fallen regime, the poison of vengeance lingered. Those who died on this day stood like the final sentinels of courage—ending with their lives so our beginning could survive. Their deaths are not just sorrow—their sacrifice is now our responsibility. They are gone, but the promise they left still lives—in our voices, in our blood.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

515015418_122169896570546182_8471963391317282804_n
36 July MartyrsImage Gallery

৮ আগস্টের শহীদরা: অন্ধকার ভেদ করে আলোর সূচনা

৮ আগস্ট — স্বৈরাচার পড়ে গিয়েছিল, কিন্তু মূল্য তখনও চুকিয়ে যেতে হচ্ছিল। পতনের শেষ মুহূর্তেও বর্বরতা থেমে থাকেনি। যাঁরা এই দিনে শহীদ হয়েছিলেন, তারা দাঁড়িয়েছিলেন একটি মুক্ত আগামী’র জন্য। তারা হারিয়ে যাননি, তারা আলো হয়ে পথ দেখিয়েছেন সেই ঘন অন্ধকারে। তাদের রক্ত কোনো শেষ নয়—তা ছিল এক অটুট শুরু। আমরা স্মরণ করি, আমরা তাদের পথেই এগিয়ে চলি।


August 8th — The regime had fallen, but the cost kept rising. Even in its final gasps, fascism struck back with cruelty.
Those we lost on this day stood tall for a free tomorrow. They did not die in vain — they carried the torch through the darkest hours, so a nation could breathe again. Their blood wasn’t the end — it was the beginning of something unbreakable. We remember. We carry them forward.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

529638663_122169891488546182_2398496992841857345_n
36 July MartyrsImage Gallery

৭ আগস্টের বীর শহীদরা: রক্তে লেখা স্বাধীনতার প্রহরী

৭ আগস্টের বীর শহীদেরা — পতনের পরও থামেনি প্রতিহিংসার আগুন। স্বৈরাচারী শক্তির ছায়া তখনও ঘুরে বেড়াচ্ছিল, নিশানা করছিল সাহসী প্রাণগুলোকে। এক পতিত শাসনের শেষ ধাক্কায়, এক নতুন ভোরের আগুনে। তাদের আত্মত্যাগ আজও বলে—স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, আর সেটা রক্ষা করতে হয় রক্ত আর সাহসে।


The brave martyrs of August 7th — even after the fall, the flames of vengeance did not die. The shadows of tyranny still lurked, targeting the fearless. They were taken by the final blows of a fallen regime, in the fire of a rising dawn. Their sacrifice still speaks to us today — freedom must be seized, and it must be protected with blood and courage.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

518366811_122169890678546182_6026900890549959169_n
36 July MartyrsImage Gallery

৬ আগস্টের শহীদরা: পতনের পরও রক্তে লেখা শপথ

৫ আগস্টের বিজয়: শহীদদের রক্তে লেখা বাংলাদেশের নতুন ভোর৬ আগস্ট — স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু মৃত্যুর মিছিল থামেনি। স্বৈরশাসকের নিষ্ঠুরতা এতটাই গভীর ছিল, যে তার রক্তচিহ্ন থেকে গিয়েছিল পতনের পরও। এই ছবিগুলো সেই শহীদদের, যারা ৬ আগস্টও প্রাণ হারিয়েছেন। তাদের রক্তে লেখা আছে আমাদের ইতিহাস, তাদের বলিদানেই জাগে আমাদের শপথ।


August 6th — The fascist regime has fallen, but the deaths did not stop. The brutality was so deep that its scars remained even after their collapse. These are the martyrs of August 6th. Their blood marks our history. Their sacrifice fuels our vow to never forget, never surrender.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

515108630_122169691526546182_3653328022429394643_n
Image Gallery

৫ আগস্টের বিজয়: শহীদদের রক্তে লেখা বাংলাদেশের নতুন ভোর

২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দাঁড়িয়ে ছিল এক নতুন পৃথিবীতে। এটি ছিল বিজয়ের মুহূর্ত, কিন্তু সেই বিজয়ের সঙ্গে ছিল গভীর বেদনা। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অজস্র জীবন হারানো—শত শত শহীদ এবং হাজার হাজার আহত যোদ্ধা, যাদের শরীর আর মন চিরকাল আঁকড়ে রাখবে সেই লড়াইয়ের চিহ্ন। এই শহীদরা, তাদের অধিকাংশই তরুণ, এক অমানবিক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল কেবল নিজেদের মাতৃভূমির প্রতি ভালোবাসা আর মুক্তির অদম্য আকাঙ্ক্ষা নিয়ে।
এই বিজয় শুধুমাত্র আনন্দের নয়, বরং এটি এক দুঃখভারী উপলব্ধি যে, স্বাধীনতার দাম অনেক বেশি। শহীদদের নাম, যারা চিরকাল বাংলাদেশের হৃদয়ে অমর হয়ে থাকবে, তাদের ত্যাগ অমূল্য। জুলাই মাসের যোদ্ধাদের যারা তাদের জীবন দিয়ে, বা আহত হয়ে যুদ্ধের সাক্ষী হয়ে থাকলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ জন মাননীয় উপদেষ্টা, সচিব, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কামাল আকবর। তাদের সাহস, তাদের আত্মত্যাগ, তাদের রক্ত বাংলাদেশকে এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে এসেছে। এই বিজয় শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত নয়—এটি বাংলাদেশের অটুট চেতনা, শক্তি আর দৃঢ়তার এক জীবন্ত সাক্ষী।
আমরা তাদের পরিবারের সঙ্গে শোক প্রকাশ করি যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তবে আমরা গর্বিত, কারণ তাদের ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ।


On August 5th, 2024, Bangladesh stood tall, having freed itself from the grip of fascism. It was a moment of triumph, but also one of profound sorrow. The victory, however, came at an unimaginable cost—1,000 lives lost and tens of thousands more shattered, their bodies and spirits scarred from the relentless fight. These heroes, many of them young, stood against an oppressive force with nothing but their love for their land and their unyielding will to break free.
The day of victory was not just a celebration, but a bittersweet reflection of the price of freedom. The martyrs, whose names will forever be etched in the heart of this nation, gave everything. The brave souls who fought in July, and whose lives are forever altered, are not forgotten. Across Bangladesh, in every corner, people gathered to honor the fallen, to share in the grief and the triumph, and to vow that the sacrifices made would never be in vain. Among those present were three honorable advisors, secretaries, families of martyrs, and wounded July fighters. The event was also graced by the presence of Mr. Kamal Akbar, CEO of the July Shaheed Smrity Foundation. Their memories, their courage, and their blood have woven the very fabric of this country’s freedom. This victory is not just a historical moment—it is a living testament to the resilience, the strength, and the undying spirit of Bangladesh.
We mourn with the families who lost everything, but we also stand proud, knowing that their sacrifice has given birth to a new era of hope. For this freedom, we will forever remain grateful.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

515043182_122169836534546182_8895339982083788301_n
36 July MartyrsImage Gallery

৫ই আগস্টের বীর শহীদেরা

৫ই আগস্ট সেই সকল প্রাণের স্মরণ, যারা রক্ত দিয়ে জাগিয়ে তুলেছিল ঘুমন্ত জাতির বিবেক। তারা আজ নেই, কিন্তু তাদের আত্মত্যাগ আজও বাতাসে ধ্বনিত হয়—আমাদের কণ্ঠে, আমাদের পদক্ষেপে, আমাদের মিছিলের ছন্দে। তারা চুপ থাকেনি অন্যায় দেখে। তারা মাথা নত করেনি শাসকের রক্তচক্ষুর সামনে। তারা এক মুহূর্তে নিভে গিয়ে হাজারো প্রাণে জ্বালিয়ে দিয়েছে প্রতিরোধের আলো। বাংলাদেশের মানুষ কখনোই জুলুম মেনে নেয়নি, মাথা নিচু করেনি, ভয় পায়নি। আমরা সেই উত্তরসূরি, যারা ইতিহাসকে শুধু স্মরণ করি না, বয়ে চলি হৃদয়ে।

August 5th is a day to remember those souls who, through their sacrifice, awakened the sleeping conscience of a nation. They are no longer with us, but their martyrdom still echoes in the air—in our voices, in our footsteps, in the rhythm of our marches. They did not remain silent in the face of injustice. They did not bow before the bloodshot eyes of tyranny. In a single moment, they were extinguished—only to ignite the flame of resistance in thousands of others. The people of Bangladesh have never accepted oppression, never bowed their heads, never succumbed to fear. We are their successors—not merely remembering history, but carrying it within us.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:

📞 হটলাইন: ১৬০০০

528650575_122169387752546182_2771166581258330225_n
36 July MartyrsImage Gallery

৪ঠা আগস্টের বীর শহীদেরা

৪ঠা আগস্ট সেই সকল প্রাণের স্মরণ, যারা রক্ত দিয়ে জাগিয়ে তুলেছিল ঘুমন্ত জাতির বিবেক। তারা আজ নেই, কিন্তু তাদের আত্মত্যাগ আজও বাতাসে ধ্বনিত হয়—আমাদের কণ্ঠে, আমাদের পদক্ষেপে, আমাদের মিছিলের ছন্দে। তারা চুপ থাকেনি অন্যায় দেখে। তারা মাথা নত করেনি শাসকের রক্তচক্ষুর সামনে। তারা এক মুহূর্তে নিভে গিয়ে হাজারো প্রাণে জ্বালিয়ে দিয়েছে প্রতিরোধের আলো। বাংলাদেশের মানুষ কখনোই জুলুম মেনে নেয়নি, মাথা নিচু করেনি, ভয় পায়নি। আমরা সেই উত্তরসূরি, যারা ইতিহাসকে শুধু স্মরণ করি না, বয়ে চলি হৃদয়ে।

August 4th is a day to remember those souls who, through their sacrifice, awakened the sleeping conscience of a nation. They are no longer with us, but their martyrdom still echoes in the air—in our voices, in our footsteps, in the rhythm of our marches. They did not remain silent in the face of injustice. They did not bow before the bloodshot eyes of tyranny. In a single moment, they were extinguished—only to ignite the flame of resistance in thousands of others. The people of Bangladesh have never accepted oppression, never bowed their heads, never succumbed to fear. We are their successors—not merely remembering history, but carrying it within us.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:

📞 হটলাইন: ১৬০০০

527220230_122169222434546182_5883814150433213998_n
Image Gallery

১ দফা

ছাত্রদের সাহসী ১ দফা ঘোষণায় শুরু হয়েছিল ফ্যাসিবাদের পতনের প্রথম ধাপ। সেই ঘোষণাই এক সময় রূপ নেয় গণবিপ্লবে, যা স্বৈরাচারী সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য করে। ইতিহাস গড়ার দিন—যখন কণ্ঠস্বর জেগে উঠেছিল, আর ক্ষমতা ধসে পড়েছিল।”
With the students’ bold one-point declaration, the fall of fascism began. That very declaration soon turned into a mass uprising, forcing the authoritarian regime to relinquish power and flee. A day that made history—when voices rose, and tyranny collapsed.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

515505511_122169221390546182_6101660321213816225_n
Image Gallery

বর্ণাঢ্য রিক্সার‌্যালি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি
১৪/৩, সেগুনবাগিচা, রমনা, ঢাকা।
সংবাদ বিজ্ঞপ্তি ০১
০২ আগস্ট ২০২৫
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫
আগামীকাল শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য রিক্সার‌্যালি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল ৩ আগস্ট 2025 বিকেল ৩ ঘটিকায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত হবে ‘রিক্সার‌্যালি। র‍্যালীতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতি অংকন করে রিক্সাগুলোকে বিশেষ বর্ণিল সাজে সজ্জিত করে প্রায় ৩০০টি রিক্সা একযোগে একাডেমি থেকে মগবাজার-হাতিরঝিল-মধুবাগ প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে।
প্রথমধাপে সকাল ১০টায় রাজধানীর ছয়টি স্থান থেকে ৫০টি করে রিক্সা র‍্যালী করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে মিলিত হবে। এরমধ্যে মতিঝিল (জনতা ব্যাংকের হেড অফিস) ৫০ টি রিক্সা প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, জিপিও থেকে ৫০টি রিক্সা প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, কমলাপুর (মতিঝিল আইডিয়াল স্কুল) থেকে ৫০ টি রিক্সা কাকরাইল-মৎস ভবন হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, রামপুরা (মধুবাগ ব্রীজ) থেকে ৫০টি রিক্সা) হাতিরঝিল-মগবাজার হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, কারওয়ান বাজার থেকে ৫০টি রিক্সা বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবং খিলগাঁও (জোড়পুকুর) থেকে রাজারবাগ-শান্তিনগর-কাকরাইল হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রবেশ করবে। ৬টি স্থান থেকে সর্বমোট ৩০০টি রিক্সা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মিলিত হবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে টি শার্ট, ক্যাপ, পতাকা ব্যান্ড,বাংলাঢোল, প্লেকার্ড,রিক্সা পেইন্টিং গ্রাফিতিসহ বর্ণিল সাজে রিক্সাকে সাজানো হবে।
বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জুলাই শহীদ সোহেল এঁর মাতা রহিমা বেগম। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন ‍উদ্বোধনী আয়োজনের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন।
দ্বিতীয় ধাপে বেলা ৩টায় প্রায় ৩০০টি রিক্সাযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ৩০০ টি রিক্সা একযোগে মগবাজার-হাতিরঝিল-মধুবাগ হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে র্যালিটি শেষ হবে।
Bangladesh Shilpakala Academy
14/3, Segunbagicha, Ramna, Dhaka
Press Release 01
August 2, 2025
July Reawakening Festival 2025
Colorful Rickshaw Rally to be Held Tomorrow Organized by Bangladesh Shilpakala Academy
With the patronage of the Ministry of Cultural Affairs and organized by the Bangladesh Shilpakala Academy, a vibrant Rickshaw Rally will be held tomorrow, August 3, 2025, at 3:00 PM, starting from the premises of the Academy. Around 300 rickshaws, colorfully decorated with various graffiti artworks commemorating the July Mass Uprising, will participate in the rally. The route will begin at the Academy, pass through Moghbazar–Hatirjheel–Modhubagh, and return to the Academy.
In the first phase, starting at 10:00 AM, 50 rickshaws from each of six different locations in Dhaka will rally and converge at the Bangladesh Shilpakala Academy. The routes are as follows:
From Motijheel (Janata Bank Head Office), 50 rickshaws will come via Press Club to the Academy.
From GPO, 50 rickshaws will follow the same route via Press Club to the Academy.
From Kamalapur (Motijheel Ideal School), 50 rickshaws will travel through Kakrail–Matsya Bhaban to the Academy.
From Rampura (Modhubagh Bridge), 50 rickshaws will come via Hatirjheel–Moghbazar to the Academy.
From Karwan Bazar, 50 rickshaws will travel via Bangla Motor–Hotel InterContinental–Kakrail to the Academy.
From Khilgaon (Jorapukur), 50 rickshaws will join via Rajarbagh–Shantinagar–Kakrail to the Academy.
A total of 300 rickshaws will gather at the Bangladesh Shilpakala Academy from these six starting points.
As part of the colorful event, the rickshaws will be adorned with t-shirts, caps, flags, headbands, traditional Bangladhol drums, placards, and graffiti-style rickshaw paintings.
Special Guest Appearance:
The rally will be inaugurated by Rahima Begum, mother of July martyr Sohel. Other distinguished guests include Md. Mofidur Rahman, Secretary of the Ministry of Cultural Affairs, and Mr. A.H.M. Shafiquzzaman, Secretary of the Ministry of Labour and Employment.
Mohammad Warez Hossain, Secretary and Acting Director General of Bangladesh Shilpakala Academy, will preside over the inaugural ceremony.
In the second phase, at 3:00 PM, all 300 rickshaws will depart together from the Bangladesh Shilpakala Academy, proceed through Moghbazar–Hatirjheel–Modhubagh, and return to the Academy, concluding the grand rally.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০