01Aug2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

465782838_122116666676546182_2439642365220683701_n (1)
News

শহীদের স্মৃতি ধারন ও গবেষণার কেন্দ্র গড়ার প্রয়াসে গড়ে উঠছে “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর “

শহীদের স্মৃতি ধারন ও গবেষণার কেন্দ্র গড়ার প্রয়াসে গড়ে উঠছে “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর “

বিশিষ্ট লেখক ও গবেষক ড. এবাদুর রহমানকে আহবায়ক রেখে যুক্ত হবে এডভাইসরি কমিটি এবং শিক্ষার্থী প্রতিনিধি।

“শহীদের অস্তিত্ব রক্ষায় প্রতীয়মান ; জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন”

465220519_122115665708546182_3331433712717724041_n
News

The government has announced a full waiver of salary and tuition fees for students injured in the July-August student uprising.

The government has announced a full waiver of salary and tuition fees for students injured in the July-August student uprising. This decision, announced on 29th October, spans all levels of education—from secondary schools to universities—covering both public and private institutions, including madrasas and technical schools.

To benefit from the waiver, eligible students are required to submit a medical certificate to their institution’s head, who will promptly verify and process their applications. This support will continue throughout the students’ educational journey, ensuring they can pursue their studies free from financial burden. Institutions nationwide have been directed to implement these measures immediately, creating a pathway for injured students to focus on their education without added stress.

Source: Bangla Vision News | Content: Farzana Faiza
Graphics: Arnob Ghosh
.

জুলাই-আগস্টের ছাত্র বিপ্লবে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছে সরকার। ২৯শে অক্টোবর ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বার্তায় জানানো হয়, উক্ত কার্যক্রম মাদ্রাসা এবং কারিগরি স্কুল সহ সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানক এবং মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত – শিক্ষার সমস্ত স্তরের জন্য প্রযোজ্য ৷

আহত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধানের কাছে একটি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার সাপেক্ষে অবিলম্বে তাদের আবেদনগুলি যাচাই ও প্রক্রিয়া করা হবে। এই সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাগত যাত্রা জুড়ে অব্যাহত থাকবে, যাতে তারা আর্থিক সঙ্কট থেকে মুক্ত হয়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। দেশব্যাপী প্রতিষ্ঠানগুলিকে এই ব্যবস্থাগুলি অবিলম্বে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আহত ছাত্র ছাত্রীদের অতিরিক্ত চাপ ছাড়াই শিক্ষায় মনোনিবেশ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সূত্র: বাংলাভিশন নিউজ | ফারজানা ফাইজা

467396798_122119562528546182_1674806829948092549_n
News

সতর্কবার্তা-প্রতারক হতে সাবধান

⚠⚠সতর্কবার্তা⚠⚠
‼প্রতারক হতে সাবধান‼

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর জেলা পর্যায় কোনও কমিটি নেই, তাই এ ধরনের প্রতারক হতে সাবধান!

আহত ব্যক্তিদের বা শহীদদের পরিবারকে সাহায্য করা বা যেকোন তথ্য দিয়ে সহায়তা করা প্রসঙ্গে এবং সেইসাথে আপনার সদয় সহযোগিতা প্রসারিত করা সংক্রান্ত সকল ধরনের সহায়তা পেতে পারেন ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস থেকে ।

যোগাযোগ করুন এই ঠিকানায় : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে, বিএসএল অফিস কমপ্লেক্স, শাহবাগ, বিল্ডিং নম্বর: ২য় (৪র্থ তলা), হোটেল ইন্টারকন্টিনেন্টালের দক্ষিণে অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর অফিসিয়াল নাম্বার ১৬০০০ থেকে তথ্য সংগ্রহ করুন।

⚠⚠Warning Message⚠⚠
‼Beware of Scammers‼

There is no district-level committee of the July Shaheed Smrity Foundation, so beware of such scammers!

In the context of helping the injured persons or the families of the martyrs or providing any information and also extending your kind cooperation, you can get all kinds of help from the office of the July Shaheed Smrity Foundation in Dhaka.

Contact: Under Ministry of Civil Aviation & Tourism, BSL Office Complex, Shahbagh, Building No: 2nd (4th Floor) South of Hotel Intercontinental or collect information from July Shaheed Smriti Foundation official number 16000.

467491444_122120472680546182_7244458475816740818_n
News

শহিদুল আলমের জুলাই-অগাস্ট ২০২৪ এর গণজাগরণের ইতিহাস আপনাকে নিয়ে যাবে সেই সময়ের প্রতিটি মুহূর্তে, যেখানে বাংলাদেশের যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে রচনা করেছিল পরিবর্তনের গল্প।

শহিদুল আলমের জুলাই-অগাস্ট ২০২৪ এর গণজাগরণের ইতিহাস আপনাকে নিয়ে যাবে সেই সময়ের প্রতিটি মুহূর্তে, যেখানে বাংলাদেশের যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে রচনা করেছিল পরিবর্তনের গল্প।

🖌️ স্যাটায়ার কার্টুন, জীবন্ত বিবরণ ও আন্তরিক সাক্ষাৎকারে ভরা এই বইটি শান্তিপূর্ণ প্রতিবাদের শক্তি ও যুবসমাজের সাহসিকতাকে তুলে ধরেছে।

📚 আপনার কপি সংগ্রহ করুন : https://jssfbd.com/product/satire-and-ridicule/💡

.

Discover the story of a generation that dared to dream of a better Bangladesh. Shahidul Alam’s Chronicles of the July-August 2024 Uprising captures the fire, resilience, and humor of young student-led movements that sparked nationwide change.

🖌️ With satirical cartoons, vivid narratives, and heartfelt interviews, this book is a testament to the power of peaceful protest and unity.

📚 Buy your copy now and be inspired by a story: https://jssfbd.com/product/satire-and-ridicule/💡

468301564_122122051094546182_6196143824646699130_n
News

জুলাই বিপ্লবকে অগ্রাধিকার দিয়ে দেশের সব টেলিভিশন চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জুলাই বিপ্লবকে অগ্রাধিকার দিয়ে দেশের সব টেলিভিশন চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টাল প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কমপক্ষে দুবার প্রচার করবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে জানানো হবে। সে জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নিয়েছে।

468287713_122122394636546182_6712937331590298947_n
DONATIONNews

বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের চ্যাম্পিয়ন ও রানারআপের প্রাপ্য ২৫ লক্ষ টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের চ্যাম্পিয়ন ও রানারআপের প্রাপ্য ২৫ লক্ষ টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি মানবিক মূল্যবোধের চর্চাকেও উৎসাহিত করে। যারা এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করেছেন এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছেন, তাদের প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি, এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আরও সহানুভূতিশীল ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

The initiative to donate 2.5 million BDT, the prize money for the champion and runner-up of the Bangladesh 2.0 Challenge Cup, to the July Shaheed Smrity Foundation is truly commendable.

Standing beside the families of martyrs and the injured through such a noble initiative is undoubtedly highly inspiring. Such efforts not only bring about positive change in society but also encourage the practice of human values. On behalf of the July Shaheed Smrity Foundation, heartfelt gratitude goes out to everyone who contributed to the success of this initiative and stood by as well-wishers. We believe that through such endeavors, we can build a more compassionate and progressive society for future generations.

469154878_122124257624546182_1066686532588473040_n
News

” জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আপনার অনুদান এখন কর ছাড়যোগ্য! “

” জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আপনার অনুদান এখন কর ছাড়যোগ্য! “

দানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান উভয়ই তাদের করযোগ্য আয়ের ওপর এই অনুদানের পরিমাণ ছাড় পাবেন। এটি ব্যক্তিগত এবং কর্পোরেট অনুদানের জন্য একটি বিশেষ সুবিধা, যা দানের মাধ্যমে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের পরিবর্তন আনার পাশাপাশি অনুদানকারীর আর্থিক সুবিধাও প্রদান করে।

Your donation to the July Shaheed Smrity Foundation is now tax deductible!

Any body who donates will be able to deduct this donation from their taxable income. Thus is a huge selling point for both personal and corporate donation.

Donate here: https://jssfbd.com/donation/

471250489_122127702716546182_5014581496499560933_n (1)
News

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশিত।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে পরিচালিত গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে।

শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য যাচাই ও চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্ট পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের প্রতি মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

তালিকাটি দেখতে এবং যাচাই করতে ভিজিট করুন:
🌐https://musc.portal.gov.bd

যদি তালিকায় থাকা তথ্য সংশোধন, সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হয়, তাহলে আপনার মতামত বা প্রাসঙ্গিক তথ্য আমাদের জানাবেন।
➡ মতামত জানানোর শেষ তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৪
➡ ইমেইল পাঠানোর ঠিকানা: muspecialcell36@gmail.com

তালিকা চূড়ান্তকরণের জন্য আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, শহীদ ও আহতদের প্রতি আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিই।

467458274_122119849700546182_6848222160716405070_n
Image Gallery

এভাবেই প্রতিদিন আহত ও নিহত পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মানের সাথে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন”

“জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” আহত ও নিহত পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মানের সাথে পাশে থাকার অঙ্গীকার নিয়ে তাদের কার্যক্রম চলমান রেখেছে।

শহীদ পরিবারের জন্য “শহীদ পরিবারের পাশে বাংলাদেশ” কার্যক্রম ২ অক্টোবর ২০২৪ তারিখে শুরু হয় এবং বিকাশ ও ব্যাংক চ্যানেলের মাধ্যমে শহীদ পরিবার এবং আহতদের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে, যা দ্রুততার সাথে তাদের হাতে পৌঁছে যাচ্ছে। এর পাশাপাশি “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” এর অফিস থেকেও প্রতিনিয়ত চেক প্রদানের মাধ্যমে আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

অটুট অঙ্গীকার নিয়ে, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” সকল শহীদ পরিবার ও আহতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত এবং শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের সর্বাত্মক চেষ্টা করেছে।

The “July Shaheed Smrity Foundation” continues its activities with a commitment to stand by the injured and martyr families with respect and honor.

The “শহীদ পরিবারের পাশে বাংলাদেশ” program began on October 2, 2024, and provides financial assistance to the martyr families and the injured through Bkash and bank channels, reaching them promptly. In addition, the “July Shaheed Smrity Foundation” office is continuously working to support the wounded and martyr families by providing checks.

With an unwavering commitment, the “July Shaheed Smrity Foundation” continues to work regularly to ensure necessary assistance for all martyr families and the injured. The foundation has made every effort to pay tribute to the martyrs and show respect for their families.