14Sep2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

biggopti
News

বিজ্ঞপ্তিঃ


জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের জন্য মাসিক সম্মানি ভাতা এবং এককালীন অনুদান ব্যাংক হিসাব অনুযায়ী প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে। যাদের ব্যাংক তথ্য ইতিমধ্যে জমা হয়েছে, তাদের টাকা প্রদান সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখনো ব্যাংক তথ্য জমা দেননি, তাদের জন্য অনুদান ও ভাতা প্রেরণ সম্ভব হয়নি

যাদের ব্যাংক তথ্য এখনও জমা হয়নি, তাদেরকে অনুরোধ করা হচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এর ‘জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতা’ সেবাবক্সে দেওয়া গুগল ফরম পূরণ করুন। ফরম লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScD2SuAmLlWTBUIeLV4QVmB0fvMBLAXbwx3q4cKEhv9uUMfRg/viewform

এবং প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি (NID/জন্মনিবন্ধন, ব্যাংক স্টেটমেন্ট বা চেকবুকের কপি, গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি) ২১/০৮/২০২৫ বিকেল ৫টা পর্যন্ত সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’, সরকারি পরিবহন পুলভবন, সচিবালয় সংযোগ সড়ক, কক্ষ নং-১০১৪-এ জমা দিন।

যাদের তথ্য জমা হয়েছে, তাদের নাম ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের লিংকঃ https://molwa.portal.gov.bd/sites/default/files/files/molwa.portal.gov.bd/page/63e01154_b130_4fa8_966d_86f0234a7656/Submitted_Data_13082025.pdf

533242380_122170955504546182_3468771108579648187_n
36 July MartyrsImage Gallery

১৪ আগস্টের বীর শহীদেরা

আন্দোলনের প্রতিধ্বনি যতটা ফিকে হয়ে গেল, সাহস তখনও লুকিয়ে লুকিয়ে বাঁচছিল—হাসপাতালের ঘরে, মানুষের হৃদয়ে। আহত যোদ্ধারা যন্ত্রণার মধ্যেও লড়ছিলেন শুধু জীবন রক্ষার জন্য নয়, স্বাধীন দেশের স্বপ্ন বাঁচানোর জন্য। কেউ ফিরে এসেছেন, কেউ হয়ে উঠেছেন চিরস্মরণীয় প্রতীক। তাদের ধৈর্য আর সাহস আমাদের শেখায়—স্বাধীনতা শুধুই অর্জন নয়, প্রতিদিন যত্ন, সাহস ও অটল সংকল্পের দাবি রাখে।
The brave martyrs of August 14
Even as the echoes of the mass uprising began to fade, courage quietly lived on, in hospital rooms and in the hearts of the people. The wounded fighters battled through excruciating pain, not just to survive, but to keep alive the dream of a free nation. Some returned, while others became eternal symbols. Their perseverance and bravery teach us that freedom is not merely won; it demands daily care, courage, and unwavering resolve.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #5thaugust #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #julyshaheedsmrityfoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist #massupriseday

533257377_122170811000546182_7157113338413781550_n
36 July MartyrsImage Gallery

১৩ আগস্টের শহীদরা: রক্তে লেখা শপথ, স্বাধীনতার অঙ্গীকার

১৩ আগস্ট — ইতিহাসের কালো অধ্যায়ে রক্তে লেখা এক প্রতিজ্ঞা। যখন অন্ধকারের শ্বাস আমাদের শ্বাসরোধ করছিল, তখনই কিছু মানুষ দাঁড়িয়ে বলেছিল—”আমরা হার মানব না”। তাদের রক্ত মাটিকে শুধু লাল করেনি, আমাদের পথকেও উজ্জ্বল করেছে। আজও তাদের শপথ আমাদের বুকের ভেতর ঢেউ তোলে—স্বাধীনতার স্বপ্নে, প্রতিরোধের প্রতিজ্ঞায়।
13 August — A pledge written in blood on the darkest page of history. When the breath of darkness was choking ours, a few stood firm and declared—”We will not surrender.” Their blood not only stained the earth red but also lit our path. Even today, their oath ripples through our hearts—in the dream of freedom, in the vow of resistance.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #julyshaheedsmrityfoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

530096827_122170652924546182_1927414423289997794_n
36 July MartyrsImage Gallery

১২ আগস্টের বীররা: হাসপাতালের শয্যাতেই চলেছিল স্বাধীনতার লড়াই

১২ আগস্টের বীর শহীদরা — রাস্তা ছেড়ে লড়াই চলছিল হাসপাতালের বিছানায়।
জুলাই-আগস্টের গণআন্দোলনে আহতরা গুলির ক্ষত আর যন্ত্রণার মাঝে আঁকড়ে ধরেছিল জীবন।
দিন-রাত হাসপাতালের সাদা দেয়ালের মাঝে চলছিল আরেক যুদ্ধ—বাঁচার জন্য, স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য।
কেউ ফিরেছে, কেউ পারেনি—তাদের স্মৃতি আমাদের শেখায়, স্বাধীনতা শুধু অর্জন নয়, তা পাহারা দিতেও হয় প্রতিদিন।
The brave martyrs of August 11 — their fight had moved from the streets to hospital beds.
Wounded in the July–August uprising, they clung to life through bullet wounds and unbearable pain.
Within the white walls of the hospital, another battle raged—one to survive, and to keep their dreams alive.
Some returned, some didn’t—their memory teaches us that freedom is not only won, it must be guarded every single day.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #5thaugust #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #julyshaheedsmrityfoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist #massupriseday

529223446_122169899456546182_4391077306412705732_n
36 July MartyrsImage Gallery

১০ আগস্টের শহীদরা: অনুপস্থিতির শোক, স্বাধীনতার সতর্কবার্তা

১০ আগস্ট — ঝড় থেমে গেলেও, নীরবতা ছিল ভারী। স্বৈরাচার পড়ে গেছে, কিন্তু তার যন্ত্রণার রেশ থেকে গিয়েছে। এই দিনে প্রাণ গেছে আরও অনেকের—
লড়াইয়ের ময়দানে নয়, বরং এক নিষ্ঠুরতার ছায়ায়, যা সহজে বিদায় নিতে চায়নি। তারা কেবল সংখ্যা নয়। তারা ছিল স্বপ্ন, ছিল কণ্ঠস্বর, ছিল এক একটি সম্ভাবনা—যা ছিনিয়ে নেওয়া হয়েছে আগেই। তাদের অনুপস্থিতি শুধু শোক নয়, এটি এক সতর্কবার্তা—স্বাধীনতা কেবল জয় নয়, তা পাহারা দিতেও হয়।


August 10th — The storm had passed, but the silence was heavy. The regime had fallen, yet its pain lingered. More lives were lost on this day—not on the battlefield, but under the shadow of a cruelty that refused to leave quietly. They were not just numbers. They were dreams, voices, and possibilities—taken too soon. Their absence is not only grief; it is a warning—freedom is not just won, it must be guarded.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

515079523_122169897230546182_6022961003874293017_n
36 July MartyrsImage Gallery

৯ আগস্টের প্রহরীরা: শেষ রক্তবিন্দুতে শুরু রক্ষার শপথ

৯ আগস্ট — যখন আমরা ভেবেছিলাম খারাপটা শেষ, তখনই এল আরও এক আঘাত। স্বৈরশাসনের ধ্বংসস্তূপের নিচেও লুকিয়ে ছিল প্রতিহিংসার বিষ। এই দিনে যারা প্রাণ দিয়েছেন, তারা ছিলেন সাহসের শেষ প্রহরীর মতো—নিজেদের শেষ দিয়ে আমাদের শুরুটা রক্ষা করেছেন। তাদের মৃত্যু আমাদের দুঃখ নয়, তাদের আত্মত্যাগ আমাদের দায়িত্ব। তারা নেই, কিন্তু তাদের দেয়া শপথ এখনও বেঁচে আছে আমাদের কণ্ঠে, আমাদের রক্তে।


August 9th — Just when we thought the worst was over, another blow came. Even beneath the rubble of a fallen regime, the poison of vengeance lingered. Those who died on this day stood like the final sentinels of courage—ending with their lives so our beginning could survive. Their deaths are not just sorrow—their sacrifice is now our responsibility. They are gone, but the promise they left still lives—in our voices, in our blood.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

515015418_122169896570546182_8471963391317282804_n
36 July MartyrsImage Gallery

৮ আগস্টের শহীদরা: অন্ধকার ভেদ করে আলোর সূচনা

৮ আগস্ট — স্বৈরাচার পড়ে গিয়েছিল, কিন্তু মূল্য তখনও চুকিয়ে যেতে হচ্ছিল। পতনের শেষ মুহূর্তেও বর্বরতা থেমে থাকেনি। যাঁরা এই দিনে শহীদ হয়েছিলেন, তারা দাঁড়িয়েছিলেন একটি মুক্ত আগামী’র জন্য। তারা হারিয়ে যাননি, তারা আলো হয়ে পথ দেখিয়েছেন সেই ঘন অন্ধকারে। তাদের রক্ত কোনো শেষ নয়—তা ছিল এক অটুট শুরু। আমরা স্মরণ করি, আমরা তাদের পথেই এগিয়ে চলি।


August 8th — The regime had fallen, but the cost kept rising. Even in its final gasps, fascism struck back with cruelty.
Those we lost on this day stood tall for a free tomorrow. They did not die in vain — they carried the torch through the darkest hours, so a nation could breathe again. Their blood wasn’t the end — it was the beginning of something unbreakable. We remember. We carry them forward.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

529638663_122169891488546182_2398496992841857345_n
36 July MartyrsImage Gallery

৭ আগস্টের বীর শহীদরা: রক্তে লেখা স্বাধীনতার প্রহরী

৭ আগস্টের বীর শহীদেরা — পতনের পরও থামেনি প্রতিহিংসার আগুন। স্বৈরাচারী শক্তির ছায়া তখনও ঘুরে বেড়াচ্ছিল, নিশানা করছিল সাহসী প্রাণগুলোকে। এক পতিত শাসনের শেষ ধাক্কায়, এক নতুন ভোরের আগুনে। তাদের আত্মত্যাগ আজও বলে—স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, আর সেটা রক্ষা করতে হয় রক্ত আর সাহসে।


The brave martyrs of August 7th — even after the fall, the flames of vengeance did not die. The shadows of tyranny still lurked, targeting the fearless. They were taken by the final blows of a fallen regime, in the fire of a rising dawn. Their sacrifice still speaks to us today — freedom must be seized, and it must be protected with blood and courage.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

518366811_122169890678546182_6026900890549959169_n
36 July MartyrsImage Gallery

৬ আগস্টের শহীদরা: পতনের পরও রক্তে লেখা শপথ

৫ আগস্টের বিজয়: শহীদদের রক্তে লেখা বাংলাদেশের নতুন ভোর৬ আগস্ট — স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু মৃত্যুর মিছিল থামেনি। স্বৈরশাসকের নিষ্ঠুরতা এতটাই গভীর ছিল, যে তার রক্তচিহ্ন থেকে গিয়েছিল পতনের পরও। এই ছবিগুলো সেই শহীদদের, যারা ৬ আগস্টও প্রাণ হারিয়েছেন। তাদের রক্তে লেখা আছে আমাদের ইতিহাস, তাদের বলিদানেই জাগে আমাদের শপথ।


August 6th — The fascist regime has fallen, but the deaths did not stop. The brutality was so deep that its scars remained even after their collapse. These are the martyrs of August 6th. Their blood marks our history. Their sacrifice fuels our vow to never forget, never surrender.


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

515108630_122169691526546182_3653328022429394643_n
Image Gallery

৫ আগস্টের বিজয়: শহীদদের রক্তে লেখা বাংলাদেশের নতুন ভোর

২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দাঁড়িয়ে ছিল এক নতুন পৃথিবীতে। এটি ছিল বিজয়ের মুহূর্ত, কিন্তু সেই বিজয়ের সঙ্গে ছিল গভীর বেদনা। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অজস্র জীবন হারানো—শত শত শহীদ এবং হাজার হাজার আহত যোদ্ধা, যাদের শরীর আর মন চিরকাল আঁকড়ে রাখবে সেই লড়াইয়ের চিহ্ন। এই শহীদরা, তাদের অধিকাংশই তরুণ, এক অমানবিক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল কেবল নিজেদের মাতৃভূমির প্রতি ভালোবাসা আর মুক্তির অদম্য আকাঙ্ক্ষা নিয়ে।
এই বিজয় শুধুমাত্র আনন্দের নয়, বরং এটি এক দুঃখভারী উপলব্ধি যে, স্বাধীনতার দাম অনেক বেশি। শহীদদের নাম, যারা চিরকাল বাংলাদেশের হৃদয়ে অমর হয়ে থাকবে, তাদের ত্যাগ অমূল্য। জুলাই মাসের যোদ্ধাদের যারা তাদের জীবন দিয়ে, বা আহত হয়ে যুদ্ধের সাক্ষী হয়ে থাকলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ জন মাননীয় উপদেষ্টা, সচিব, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কামাল আকবর। তাদের সাহস, তাদের আত্মত্যাগ, তাদের রক্ত বাংলাদেশকে এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে এসেছে। এই বিজয় শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত নয়—এটি বাংলাদেশের অটুট চেতনা, শক্তি আর দৃঢ়তার এক জীবন্ত সাক্ষী।
আমরা তাদের পরিবারের সঙ্গে শোক প্রকাশ করি যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তবে আমরা গর্বিত, কারণ তাদের ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ।


On August 5th, 2024, Bangladesh stood tall, having freed itself from the grip of fascism. It was a moment of triumph, but also one of profound sorrow. The victory, however, came at an unimaginable cost—1,000 lives lost and tens of thousands more shattered, their bodies and spirits scarred from the relentless fight. These heroes, many of them young, stood against an oppressive force with nothing but their love for their land and their unyielding will to break free.
The day of victory was not just a celebration, but a bittersweet reflection of the price of freedom. The martyrs, whose names will forever be etched in the heart of this nation, gave everything. The brave souls who fought in July, and whose lives are forever altered, are not forgotten. Across Bangladesh, in every corner, people gathered to honor the fallen, to share in the grief and the triumph, and to vow that the sacrifices made would never be in vain. Among those present were three honorable advisors, secretaries, families of martyrs, and wounded July fighters. The event was also graced by the presence of Mr. Kamal Akbar, CEO of the July Shaheed Smrity Foundation. Their memories, their courage, and their blood have woven the very fabric of this country’s freedom. This victory is not just a historical moment—it is a living testament to the resilience, the strength, and the undying spirit of Bangladesh.
We mourn with the families who lost everything, but we also stand proud, knowing that their sacrifice has given birth to a new era of hope. For this freedom, we will forever remain grateful.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০