শান্তিপূর্ণভাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্ট সরকার-সমর্থিত সন্ত্রাসী বাহিনী ‘ছাত্রলীগ’ এর নৃশংস হামলা চালানো হয়। নির্বিচারে লাঠিপেটা, রক্তাক্ত মুখ, চিৎকার — তবুও থামে নি আমাদের কণ্ঠস্বর। রক্তে লেখা প্রতিরোধের ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। 15 July 2024 A brutal attack was carried out on peaceful students demanding quota reform by the fascist, government-backed terrorist group “Students League.” Relentless beatings, bloodied faces, screams — yet our voices did not stop. No one can erase a history of resistance written in blood. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
সম্মান জানাই আন্দোলনের অগ্রসেনানীদের ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারীরা ছিলেন সামনের সারিতে — সাহসী, অনড়, অদম্য। তাঁরা রাস্তা রুদ্ধ করেছেন, ভেঙেছেন বাধা — জ্বালিয়েছেন প্রতিরোধের আগুন। এই ১৪ জুলাই, আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই, এবং আবার জেগে উঠি — তাঁদের সঙ্গে, তাঁদের জন্য। তাঁদের গর্জন এখনও প্রতিধ্বনিত হচ্ছে। আর এই গল্প শেষ হয়নি। July Women’s Day | Honoring the Frontliners of the Uprising In the July–August Uprising of 2024, it was the women who stood at the frontlines — fearless, unyielding, and unstoppable. They blocked roads, broke barriers — and lit the fire of resistance across the nation. This July 14, we remember, we honor, we rise — with them, for them. Their roar still echoes. And it’s not over yet. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করতে ভিজিট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
MIS (Management Information System) ও গ্যাজেট লিস্টিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং প্রতিটি জেলার সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। এই প্রক্রিয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কোনও ধরনের সম্পৃক্ততা নেই। অতএব, MIS বা গ্যাজেট সংক্রান্ত যেকোনো তথ্য, সমস্যা বা আবেদনপত্রের জন্য আপনাদেরকে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। 📢 Announcement Regarding MIS and Gazette Listing The MIS (Management Information System) and Gazette listing process are conducted entirely under the supervision of the Ministry of Health and through the offices of Civil Surgeons in each district. The July Shaheed Smrity Foundation has no involvement whatsoever in this process. Therefore, for any information, issues, or applications related to MIS or Gazette, you are requested to directly contact the Civil Surgeon office of your respective district. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করতে ভিজিট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
“কোটা কি রাজাকারের নাতিপুতিরা পাবে?” — ১৪ জুলাই ২০২৪, বাংলাদেশের ইতিহাসে আগুন লাগানো এক প্রশ্ন। সাবেক প্রধানমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্যেই যেন জ্বলে উঠে পুরো দেশ। শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে, আবারও শুরু হয় অধিকার রক্ষার আন্দোলন। এই দিন থেকেই আন্দোলন পায় নতুন গতি, নতুন চেতনা। ✊ এটা শুধু প্রতিবাদ নয় — এটা এক নতুন প্রজন্মের জেগে ওঠা! “Will the descendants of war collaborators get quotas?” — July 14, 2024, a question that set fire to the pages of Bangladesh’s history. With this controversial remark by the former Prime Minister, the entire nation seemed to ignite. Students took to the streets, and once again, the movement to protect their rights began. From that day, the protest gained new momentum and a renewed spirit. ✊ This is not just a protest — this is the awakening of a new generation! জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করতে ভিজিট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
তারা বেঁচে নেই—তবু জেগে আছেন আমাদের প্রতিটি প্রতিবাদে, প্রতিটি স্বপ্নে।” এই দেশের জন্য, সত্যের জন্য, সমতার জন্য—প্রাণ দিয়েছেন ১০ জন নারী ও কন্যাশিশু। কেউ ছিল মা, কেউ মেয়ে, কেউ শিশু। তাদের হাতে ছিল না অস্ত্র, ছিল না কোনো রাজনৈতিক লোভ—তাদের হৃদয়ে ছিল কেবল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার এক সাহসী শপথ। গুলির সামনে বুক পেতে তারা শিখিয়ে গেছেন, এই দেশের মেয়েরা কেবল কান্না করতে জানে না—জানে রুখে দাঁড়াতে। তাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি জাগরণ, পেয়েছি পরিবর্তনের সূচনা। তাদের গল্প কোনো খবরে শেষ হয় না, কোনো পোস্টেই ধরা পড়ে না—তারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তোমাদের ভুলব না, শহিদ বোনেরা। তোমাদের রক্তের প্রতিটি ফোঁটা নতুন বাংলাদেশের অঙ্গীকার। শ্রদ্ধা ও ভালোবাসায় নত মাথা, তোমাদের জন্য “They are no longer with us — yet they live on in every protest, in every dream we dare to dream.” They gave their lives for this country, for truth, for equality — 10 women and girl children. Some were mothers, some daughters, some just little children. They held no weapons, had no political ambitions — only a brave vow in their hearts to stand against injustice. By standing tall in the face of bullets, they taught us that the women of this land do not just know how to cry — they know how to resist. In exchange for their lives, we gained an awakening — the beginning of change.Their stories do not end in the news, nor can they be fully captured in a post — they are written in gold in the pages of our history. We will not forget you, our martyred sisters. Every drop of your blood is a pledge for a new Bangladesh. With bowed heads, in deepest respect and love — we remember you. ডোনেট করুন ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা | ১৪ জুলাই – জুলাই নারী দিবস — ড্রোন শো: স্বৈরাশাসনের ১৬ বছর ও জুলাই বিপ্লবের গল্প — চলচ্চিত্র প্রদর্শনী | — জুলাই-এর গান — রাত ১২টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্যাদের প্রতিরোধের গর্জন আবার প্রতিধ্বনিত হবে। সন্ধ্যা ৬টা, ১৪ জুলাই | কেন্দ্রীয় শহীদ মিনার July Punorjagoron Festival | July 14 – July Women’s Day — Drone Show: The story of 16 years of dictatorship and the July uprising — Film Screening — Songs of July — At midnight, the roar of resistance by the daughters of Dhaka University will echo once again. 6 PM, July 14 | Central Shaheed Minar জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করতে ভিজিট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
ঐক্য, সহানুভূতি, এবং দায়িত্ববোধ—জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা আজও পথ দেখায়। এই শিক্ষাকে ধারণ করে Better Bangladesh দাঁড়িয়েছে শহীদদের পরিবার এবং আহতদের পাশে। আহত যোদ্ধা মোঃ মিজানুর রহমান-কে ৪০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবতার এই পাশে দাঁড়ানোই হলো প্রকৃত পরিবর্তনের সূচনা। Thank you to Better Bangladesh, who continue to honor the sacrifices and spirit of July by standing beside injured fighters and families in need. BDT 40,000 was given to Md. Mizanur Rahman, an injured fighter, as part of continued financial support. Let us walk together toward a better, just Bangladesh. 🔗 ডোনেট করতে ভিজিট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
খেলার মাঠে একতা, আন্দোলনের চেতনায় গর্ব জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শুধু একটি প্রতিবাদ ছিল না—ছিল সাহসী ছাত্রসমাজের ঐক্যবদ্ধ এক রুখে দাঁড়ানোর ইতিহাস। এই টুর্নামেন্টের উদ্দেশ্য সেই ঐক্যের চেতনাকে আবারও জাগিয়ে তোলা—যেভাবে জুলাই-আগস্ট আন্দোলনে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে দাঁড়িয়েছিল, ঠিক সেভাবেই আবার একত্রিত হবে তারা খেলাধুলার মঞ্চে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে July Inter University Futsal Championship 2025! 🎓 অংশগ্রহণযোগ্য: দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কামিল মাদ্রাসা 📅 সম্ভাব্য শুরু: ৮ই আগস্ট ২০২৫ 📢 রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানানো হবে UNITY ON THE FIELD, PRIDE IN THE SPIRIT OF THE UPRISING The July–August uprising was more than just a protest—it was a powerful stand of unity by the student community. This tournament aims to reunite students of all public and private universities—just as they stood together during the historic July–August movement. Through the spirit of sportsmanship, we rekindle the unity, strength, and courage of that uprising. The July Shaheed Smrity Foundation proudly presents the first-ever July Inter University Futsal Championship 2025! 🎓 Eligible: All universities and Kamil-level madrasas across Bangladesh 📅 Tentative Kickoff: August 8, 2025 📢 Registration & Details: Coming very soon! জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করতে ভিজিট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
🗓 তারিখ: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ / ৩ শ্রাবণ ১৪৩২ 🕖 সময়: সকাল ৭:০০টা 📍 স্থান: শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ, ঢাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মহোদয় অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উল্লেখযোগ্যভাবে, উক্ত ম্যারাথনের অগ্রভাগে জুলাই আন্দোলনে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন। 🔗 রেজিস্ট্রেশন তথ্যঃ
আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য: অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/KRqH2oV51JHCLLBD7 (রেজিস্ট্রেশন ফি: ফ্রী) প্রথম ২০০ জন আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য এই প্রতীকী ম্যারাথন এ অংশগ্রহন করতে পারবেন।
সাধারণ অংশগ্রহণকারীদের জন্য: এই লিংকে রেজিস্ট্রেশন করুন: https://register.runbangladesh.com/protikimarathon/ (রেজিস্ট্রেশন ফি: ৩৬ (ছত্রিশ) টাকা) আপনার জন্য যা যা থাকছে:
টি-শার্ট: দৌড়ের দিনে এবং পরেও পরার জন্য একটি স্মরণীয় টি-শার্ট।
ফিনিশার মেডেল: দৌড় শেষ করা সকল অংশগ্রহণকারী একটি ফিনিশার মেডেল পাবেন।
চিপ টাইমিং: চিপ টাইমিং সুবিধার মাধ্যমে আপনার দৌড়ের সময় নির্ভুলভাবে পরিমাপ করা হবে, সাথে থাকছে লাইভ ফলাফল এবং একটি অংশগ্রহণ সার্টিফিকেট।
হালকা নাস্তা: দৌড় শেষে সকল ফিনিশারের জন্য হালকা নাস্তার ব্যবস্থা থাকবে। বিশেষ আকর্ষণ: কোনো প্রাইজমানি না থাকলেও, সেরা ১৮ জন নারী ও সেরা ১৮ জন পুরুষ দৌড়বিদ পাবেন বিশেষ ক্রেস্ট সম্মাননা। সীমিত স্লট: মাত্র ৭০০টি স্লট রয়েছে! আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে দেরী করবেন না! আপনাকে আন্তরিকভাবে এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এই আয়োজনে অংশ নিয়ে জুলাই বিপ্লবের চেতনার সাথে একাত্মতা প্রকাশ করুন।
গত ৮ ই জুলাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একটি মহল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর লোগো ব্যবহার করে যে নিউজ ছড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেটি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কোন অফিসিয়াল বক্তব্য নয়। তাই এ ধরনের কোন খবর পেলে তার সত্যতা যাচাই করে নিশ্চিত হবেন, ধন্যবাদ।
Urgent Notice On July 8, an unfortunate incident occurred, following which a certain group has been spreading news on various social media platforms using the logo of July Shaheed Smriti Foundation. We would like to clarify that such news does not represent any official statement from the Foundation. Therefore, we urge everyone to verify the authenticity of any such information before believing or sharing it. Thank you.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করতে ভিজিট করুন: 👉 https://jssfbd.com/donation/ 📞 হটলাইন: ১৬০০০
Your support can bring hope and relief to families affected by the July Revolution. Scan the QR code or use the phone number below to make an online transfer. Every contribution helps transform lives and honors the sacrifices made.