জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চোখ, হাত, পা কিংবা দেহের অঙ্গ হারানো সেই বীর যোদ্ধাদের জন্য শুরু হলো নতুন স্বপ্নযাত্রা—প্যারালিম্পিক প্রশিক্ষণ কর্মসূচি BKSP-তে। মোট ১২ জন আহত যোদ্ধাকে নির্বাচিত করা হয়েছে এই একমাসব্যাপী প্রশিক্ষণের জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও জনাব কামাল আকবর। এই প্রশিক্ষণ তাদের আগামীর প্যারালিম্পিকে অংশগ্রহণের প্রস্তুতি দেবে।
এটি কেবল ক্রীড়া প্রশিক্ষণ নয়—এটি তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, জীবনের নতুন দিগন্ত উন্মোচন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সাহসিকতার বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার।
For the brave fighters who lost their eyes, legs, hands, or other body parts in the July–August Uprising, a new journey of hope has begun—the Paralympic training program at BKSP. 12 injured fighters have been selected for this one-month-long training. The inauguration ceremony was attended by Kamal Akbar, CEO of July Shaheed Smrity Foundation. The program will prepare them to compete in the upcoming Paralympic Games.
This is not just about sports—it is about restoring dignity, reigniting confidence, and carrying Bangladesh’s spirit of courage to the global stage.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০