03Oct2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image Gallery

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্বাসন কার্যক্রম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্বাসন কার্যক্রম উপলক্ষে আর্থিকভাবে অসচ্ছল জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তুলতে ফাউন্ডেশনের উদ্যোগে চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ আহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দীনকে দোকান হস্তান্তর করা হয়েছে। গাজী সালাউদ্দিন জুলাই গণ-অভ্যুত্থানে চোখে গুলি লেগে আহত হন। ডান চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং বাম চোখের দৃষ্টিশক্তিও কিছুটা ক্ষীণ হয়ে যায়। পরিবারের সকলে তার উপর নির্ভরশীল। পূর্বে ব্যবসার অভিজ্ঞতা রয়েছে, তবে আহত হওয়ার পর থেকে চিকিৎসা ও পারিবারিক খরচ মেটাতে নিজের ব্যবসা বন্ধ রাখতে হয়েছিল। এতেকরে তিনি বর্তমানে বেকার অবস্থায় বাসস্থান করতে বাধ্য হন এবং পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জনাব কামাল আকবার।

স্থানঃ ওয়াজিহা স্টোর, গোলাকান্দাইল বাজার, ১০নং ওয়ার্ড, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

1st Anniversary of July Shaheed Smrity Foundation & Rehabilitation Program

On its 1st founding anniversary, July Shaheed Smrity Foundation handed over a shop to injured July warrior Gazi Salauddin, who lost vision in one eye and partial vision in the other during the July Uprising. Once a businessman, he was forced to shut down his work due to treatment and family expenses, leaving his family in hardship.

The event was attended by Mr. Kamal Akbar, Chief Executive of the Foundation.

📍 Wajiha Store, Golakandail Bazar, Ward 10, Siddhirganj, Narayanganj

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:

📞 হটলাইন: ১৬০০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *