আজ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে আর্থিকভাবে অসচ্ছল শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ শামীমকে একটি দোকান হস্তান্তর করা হয়েছে। মোহাম্মদ শামীম আন্দোলনের আগে ছিলেন একজন ট্রাক ড্রাইভার। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি কর্মক্ষমতা হারান এবং দীর্ঘদিন পরিবার নিয়ে মারাত্মক আর্থিক সংকটে ভুগছিলেন। আজকের এই উদ্যোগ তার পরিবারে নতুন আশার আলো জ্বালালো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং প্রধান নির্বাহী কামাল আকবার।
স্থান: মোহাম্মদপুর সুইচগেট, স্কুল গলি
1st Anniversary of July Shaheed Smrity Foundation & Rehabilitation Program
On the occasion of its 1st founding anniversary, the Foundation continued its rehabilitation efforts for injured fighters and martyr families. Today, injured July warrior Md. Shamim was handed over a shop to rebuild his livelihood. Once a truck driver, Shamim was shot during the uprising, leaving him unable to continue his profession. As the sole breadwinner, his family fell into deep financial crisis. This initiative marks a new ray of hope for him and his loved ones. The event was attended by Governing Body member Mir Mahbubur Rahman Snigdho and CEO Kamal Akbar.
Venue: Mohammadpur Switch Gate, School Goli
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০