বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সাভার — জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় — শুধুমাত্র জুলাই–আগস্ট আন্দোলনে শারীরিকভাবে আহত যোদ্ধাদের জন্য এক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করেছে।
প্রশিক্ষণ শুরুর তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৫
সময়কাল: ১ (এক) মাস
স্থান: বিকেএসপি, সাভার
প্রশিক্ষণের খেলাসমূহঃ
• অ্যাথলেটিক্স
• শুটিং
• টেবিল টেনিস
• আর্চারি
• এবং অন্যান্য নির্ধারিত খেলা
যোগ্যতা ও শর্তঃ
কেবলমাত্র শারীরিকভাবে আহত যোদ্ধারাই অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত আবেদনকারীরাই যোগ্য হবেন:
• হুইলচেয়ার ব্যবহারকারী
• পা হারানো বা আঘাতপ্রাপ্ত (Lower Limb Disability)
• হাত হারানো বা আঘাতপ্রাপ্ত (Upper Limb Disability)
• দৃষ্টি হারানো (Visual Impairment)
আন্তর্জাতিক মান অনুযায়ী ক্লাসিফিকেশন (Classification) প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।
আবেদনকারীদেরকে গুগল ফর্মে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে।
আবেদনের নিয়ম: নিচের লিংকে ক্লিক করে ফর্ম পূরণ করুন — https://forms.gle/YdWLoeZ6crUSXQ6NA
