29Jul2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

36 July MartyrsImage Gallery

২৭ জুলাই ২০২৫ — শহীদ আবুজর ও শহীদ ইয়ামিন

তারা থেমে যায়, কিন্তু দেশের মানুষ আরও দৃঢ় হয়। ২৭ জুলাই সেই দিন, যখন দু’টি জীবন নিভে গিয়েছিল, কিন্তু জ্বেলে দিয়েছিল হাজারো প্রাণের প্রতিরোধ। আবুজর আর ইয়ামিন ছিলেন কেবল নাম নয়—তারা ছিল এক প্রশ্ন: “আর কত?” তাদের চোখের শেষ আলোকছটা আজও আলো দেয় আমাদের মিছিলের পথে। যখন রাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়, তখনই জেগে ওঠে এমন মুখ—যারা নিজের রক্তে লিখে যায় অন্যায়ের বিরুদ্ধে মানুষের অধিকারের ইতিহাস। তারা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁদের ডাক এখনো বাতাসে বাজে—ন্যায়ের জন্য, মানুষের জন্য।

27 July 2025 — Martyr Abuzar and Martyr Eamin

They fell, but the fight surged forward. Their silence became the voice of a generation. This day marks not an end, but a beginning lit by sacrifice. Abuzar and Eamin were not just victims—they were the question that echoed across the nation: “How long must we suffer injustice?” Their final breath lit a fire that marches on, carried by thousands. In a time when power turned away, they stood tall—and paid the price. Now, their names are not just remembered—they are carried forward in every step for justice.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:

📞 হটলাইন: ১৬০০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *