প্রখ্যাত অভিনেতা আহমেদ শরীফ, যিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্র। প্রায় ৫৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ৮৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা তাঁকে বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পরিদর্শন করেন। ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং শহীদ ও আহতদের পরিবারের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবগত হন। ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর সাফল্য কামনা করেন। তিনি আরও জানান যে, ফাউন্ডেশনের যেকোনো প্রয়োজনে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন এবং সব ধরনের সহযোগিতা প্রদান করবেন। তাঁর এই প্রতিশ্রুতি ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও দৃঢ় করবে এবং আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে।
Renowned actor Ahmed Sharif is a shining star in Bangladesh’s film industry. In his illustrious career spanning nearly 53 years, he has acted in over 850 films, earning him a distinguished place in the history of Bengali cinema. On February 16, he visited the July Shaheed Smrity Foundation, where he observed its overall activities and learned about various initiatives taken for the families of martyrs and the injured. He expressed his satisfaction and gratitude for the foundation’s humanitarian efforts and wished for its success. He further stated that he would make every effort and provide any necessary support whenever needed. His commitment will further strengthen the foundation’s activities and advance this noble initiative of standing beside the families of martyrs and the injured.
#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #julyaugustuprise #bangladeshstudent #julygonoovvuthan #studentprotest