শহীদ কাজী আশরাফ —এক সাহসী যুবক, অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় যোদ্ধা। ঢাকা কমার্স কলেজের এই মেধাবী ছাত্র পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি করতেন।
জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শুরু থেকেই তিনি ছিলেন সক্রিয়। অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নামেন।
অবশেষে ২৪-এর দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে পুলিশের গুলিতে শহীদ হন কাজী আশরাফ । কিন্তু তাঁর রক্তে লেখা ইতিহাস আমাদের মুক্তির সংগ্রামকে আরও বেগবান করেছে।
তাঁর আত্মত্যাগ অমর হয়ে থাকবে আমাদের হৃদয়ে, আমাদের লড়াইয়ে।
Shaheed Kazi Ashraf—A brave young man, a fearless warrior against injustice. This bright student of Dhaka Commerce College was also a passionate photographer.
From the very beginning of the July-August anti-fascist movement, he was actively involved. He took to the streets to fight against oppression and tyranny.
Finally, standing against the dictatorship of ‘24, Kazi Ashraf was martyred by police gunfire. But the history written in his blood has only strengthened our struggle for freedom.
His sacrifice will remain eternal in our hearts and in our fight.
#chiefadviser#Bangladesh#JulyRevolution#rebuildBangladesh#jssf24