জুলাই গনঅভ্যুত্থানে শহীদরা দেশপ্রেমের পাশাপাশি আত্মত্যাগের শিক্ষা দিয়েছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের বর্তমান অবস্থা জানার চেষ্টা করেছে, যেখানে অভিভাবকদের বেদনাও প্রকাশ পায়। শহীদ এবং আহত যোদ্ধারা আমাদের প্রেরণা, এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি ও সহায়তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
The martyrs of the July Uprising have taught us the values of patriotism and self-sacrifice. The July Martyrs Memorial Foundation has tried to understand the current situation of the martyr families by meeting them, where the grief of the parents is also expressed. The martyrs and wounded fighters are our inspiration, and providing sympathy and support to their families is our moral duty. The July Martyrs Memorial Foundation has pledged to stand by them. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24