18Jul2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

শহীদ নাবলু মিয়াঁ | July Shaheed Smrity Foundation

শহীদ নাবলু মিয়াঁ জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উত্তরা আজমপুরে শহীদ হন। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র জীবিকার উৎস, এবং তার এই শোকাবহ মৃত্যু তার প্রিয়জনদের নিঃস্ব করে দিয়েছে। তার আত্মত্যাগ, যেমন হাজার হাজার অন্য শহীদের মতো, আজকের স্বাধীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার হারানোর যন্ত্রণা অপরিমেয়, কিন্তু তার সংগ্রাম এবং ন্যায়ের প্রতি অবিচল মনোভাব আজও আমাদের প্রেরণা দেয়। নাবলু মিয়াঁর আত্মত্যাগ স্বাধীনতা এবং ন্যায়ের জন্য দেওয়া মূল্যকে চিরকাল মনে করিয়ে দেয়, এবং তার স্মৃতি জীবিত থাকবে সেই সব মানুষের হৃদয়ে যারা স্বাধীনতা এবং মুক্তির মূল্য বোঝে।

Shaheed Nabulu Mian was martyred in Uttara Azampur during the July Uprising’s anti-fascist movement. He was the only breadwinner of his family, and his tragic death has left his loved ones without means of support. His sacrifice, like that of thousands of other martyrs, played a crucial role in shaping today’s independent Bangladesh. The pain of his loss is immeasurable, but his unwavering dedication to the cause continues to inspire. Nabulu Mian’s martyrdom stands as a reminder of the price paid for freedom and justice, and his memory will live on in the hearts of all who cherish the values of liberty and independence.

#julyshaheedsmrityfoundation

#chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24