৪ সেপ্টেম্বরের অমর বীর শহীদ শাহীন — তাঁর সাহস রক্তে লেখা ইতিহাস। জীবন বাজি রেখে তিনি দাঁড়িয়েছিলেন অন্যায়ের সামনে, পতাকা বাঁচানোর শপথে। রক্তমাখা মাটির গন্ধ, গুলির শব্দ আর আগুনের শিখায় তিনি রচনা করেছিলেন মুক্তির নতুন অধ্যায়। আজ তাঁর ত্যাগ আমাদের মনে করিয়ে দেয়— স্বাধীনতা শুধু অর্জন নয়, তার রক্ষা করা আমাদের চিরন্তন দায়িত্ব।
The Immortal Hero Martyr Shahid Shahin of September 4 — A History Written in the Blood of His Courage. He risked his life to stand against injustice, sworn to protect the flag. Amid the scent of blood-soaked earth, the sound of gunfire, and blazing flames, he wrote a new chapter of liberation. Today, his sacrifice reminds us — freedom is not just something to be won, but something we must eternally protect.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০
#JulyRevolution#JusticeForJulyMartyrs#StudentResistance#BangladeshUprising#NeverForgetTheBrave#RebuildBangladesh#OneYearOfResistance#JulyShaheedSmrityFoundation#RiseWithThem#JulyUprising#JulyHeroes#WeRememberWeResist
