প্রতিদিন শহীদের তালিকা আরও দীর্ঘ হতে থাকে — ন্যায়বিচারের জন্য চূড়ান্ত মূল্য চোকানোর এক মর্মন্তুদ স্মারক। ২৯ জুলাই, জসিম শহীদের তালিকায় যুক্ত হলেন — সেই সাহসীদের একজন, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ কখনও মাথা নত করেনি। না ভয়ে, না শাসনের কাছে, না ফ্যাসিবাদের রক্তচক্ষুর সামনে। প্রতিটি শহীদের স্মৃতি তারা হৃদয়ে ধরে রেখেছে, আগুনের মতো আলো জ্বালিয়ে। তারা দাঁড়িয়েছে, বারবার, বুকভরা সাহস আর কণ্ঠভরা প্রতিবাদ নিয়ে। তারা দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সমস্ত শক্তির বিরুদ্ধে যারা সত্যকে চাপা দিতে চায়।
Every day, the list of martyrs grows longer — a haunting reminder of the price paid for justice. On July 29th, Jashim joined the ranks of the brave who gave their lives in the face of tyranny. But the people of Bangladesh have never bowed their heads. Not to fear. Not to oppression. Not to fascism. They carry the memory of each fallen soul as a torch in their hands. They rise, again and again, with courage in their hearts and fire in their voices. They stood — and still stand — against injustice. Against dictatorship. Against every force that tries to silence truth.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০
