এই দেশের মাটি যেমন উর্বর, তেমনি আমাদের সংস্কৃতি, ভাষা, ধর্ম, জাতিসত্তাও বহুমাত্রিক। পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর—প্রত্যেক মানুষ, প্রত্যেক পরিচয় এই দেশের সমান অধিকারপ্রাপ্ত সন্তান। বৈচিত্র্য মানে বিভাজন নয়, বৈচিত্র্য মানেই সহাবস্থান। আমরা আলাদা পরিচয়ে জন্মালেও, এক ছায়াতলে বাঁচি—বাংলাদেশ নামক মমতাময় ছায়াতলে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, যে প্রকৃত শক্তি আসে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও সহনশীলতা থেকে। জাতীয় বৈচিত্র্য দিবস আমাদের শেখায়—ভিন্নতা নয়, বৈচিত্র্যের মধ্যেই নিহিত আছে আমাদের জাতীয় ঐক্য।
27 July – Ethnic Diversity Day — Our diversity is our strength.
Bangladesh is a land enriched by its ethnic diversity—from indigenous communities in the hills to riverside fishing villages, each group adds a unique thread to the national fabric. Ethnic diversity is not division; it’s a celebration of coexistence built on mutual respect, empathy, and shared dignity.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০
