২৬ জুলাই — মঈনুল, সোহেল ও ইমতিয়াজের রক্তঝরা স্মৃতির ভিতর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।
ভয় আর নিপীড়নের মধ্যেও থেমে যায়নি মানুষের পদচারণা। এ দিনটি হয়ে উঠেছে আত্মত্যাগের আয়না—যেখানে চোখে ভেসে ওঠে মঈনুল-ইমতিয়াজের শেষ চাহনি, আর হৃদয়ে জেগে ওঠে প্রতিরোধের নতুন শপথ। তাদের রক্ত শুধু স্মৃতি নয়, তা আমাদের প্রতিদিনের সাহসের উৎস।
তারা নেই, কিন্তু তারা আছেন—প্রত্যেকটা স্লোগানে, প্রত্যেকটা ন্যায়ের লড়াইয়ে।
26 July 2025 — A vow to move forward through the blood-stained memory of Moinul, Shohel and Imtiaz.
Even under the weight of fear and repression, people never stopped marching. This day stands as a mirror of sacrifice—where we see the final gaze of Moinul and Imtiaz, and feel a renewed oath rising in our hearts. Their blood is not just memory—it is the fire that fuels our courage every day. They may be gone, but they live on—in every chant, in every fight for justice.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০
