“আমার ছেলে ৫ই আগস্ট বিজয় মিছিলে পুলিশের গুলিতে তৎক্ষণাৎ শহীদ হয়। সে ছিল একজন মেধাবী ছাত্র, দেশকে ভালো কিছু দিতে পারতো। তার স্বপ্ন, প্রতিভা আর সম্ভাবনা—সব থেমে গেল এক নিষ্ঠুর গুলিতে।”
— শহীদ সাফওয়ানের বাবা, ডাঃ আখতারুজ্জামান লিমন
Story of a Martyr’s Family (Part–17)
“My son was instantly martyred by police bullets on August 5 during the Victory Rally. He was a bright student, with so much to offer to the country. His dreams, talent, and potential—all ended with one cruel shot.”
— Father of Shaheed Safwan, Dr. Akhtaruzzaman Limon
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০
