১৭ জুলাই ২০২৪ — প্রতিরোধের আরেকটি রক্তাক্ত অধ্যায়।
এই দিনে শহীদ হয়েছেন দুই জন — শহীদ সিয়াম ও শহীদ জসিম।
স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের এই শহীদরা প্রমাণ করে গেছেন:
ন্যায়ের পক্ষে দাঁড়াতে অস্ত্র লাগে না, লাগে সাহস ও দৃঢ় সংকল্প।
তাদের রক্তে রচিত হয়েছে জনগণের অধিকার ফিরে পাওয়ার পথ।
তাদের আত্মত্যাগ আমাদের এগিয়ে নিয়েছে মুক্তির দিকে —
তারা আমাদের প্রেরণা, তারা প্রতিরোধের প্রতীক।
17 July 2024 — another blood-soaked chapter of resistance.
On this day, two fearless souls — Shaheed Siam and Shaheed Jashim — were martyred in the people’s movement against dictatorship.
They stood with nothing but courage in their hearts and justice in their cause.
Their sacrifice has carved the road toward freedom.
They are not just martyrs — they are the symbols of our resistance, our inspiration, our path forward.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০
