জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়ে গুরুতর কিডনির জটিলতায় ভুগছিলেন জুলাই যোদ্ধা ফাতেমা আক্তার। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেই চিকিৎসা করা ছিল তাঁর জন্য অসম্ভব। এই দুঃসময়য়ে অপরাজিতা ২৪ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাঁর পাশে দাঁড়ায়, তার কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক সহায়তা করে। সহযোগিতার এই হাত শুধু চিকিৎসার খরচই মেটায়নি—এটি ফাতেমার জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে, তাঁর পরিবারে ফিরিয়ে এনেছে বাঁচার স্বপ্ন। সফল কিডনি প্রতিস্থাপন এর পর ফাতেমা আক্তার এখন সুস্থ। ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের জন্য এই সংহতি প্রমাণ করে—তাদের ত্যাগ বৃথা যাবে না।
July Shaheed Smrity Foundation & Oporajita 24 Stand Beside Injured July Warrior Fatema Akter
During the July–August Uprising, courageous July warrior Fatema Akter was severely injured and later suffered from critical kidney complications. Doctors advised an urgent kidney transplant, but due to financial hardship, the treatment was beyond her reach.
In this difficult time, Oporajita 24 and the July Shaheed Smrity Foundation came forward, extending their hands of support and providing the financial assistance needed for her kidney transplant. This support not only covered the medical expenses—it also lit a new ray of hope in Fatema’s life and restored the dream of survival for her family.
After a successful kidney transplant, Fatema Akter is now recovering well and has started to return to normal life.
This act of solidarity proves once again— the sacrifices of our martyrs and injured warriors will never be in vain.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
হটলাইন: ১৬০০০