আজ, ০৭-০৭-২৫ তারিখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে SME ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন SME Foundation এর চেয়ারপারসন জনাব মোঃ মুশফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজিম হাসান সাত্তার এবং অন্যান্য সম্মানিত সদস্যরা।
বৈঠকের মূল বিষয় ছিল আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা প্রদান এবং তাদের ছোট ও মাঝারি ব্যবসা শুরু করতে উৎসাহিত করা। SME ফাউন্ডেশন আন্তরিকভাবে এই উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছে এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে। জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনা সম্মানের সাথে ধারণ করে SME ফাউন্ডেশনের এই উদার ও দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ আমাদের ইতিহাসের প্রতি সম্মান জানিয়ে শহীদ পরিবারগুলোর জীবনে পরিবর্তন আনার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
On 07-07-25, July Shaheed Smrity Foundation held an important meeting with the respected leadership of SME Foundation.
Present at the meeting were SME Foundation Chairperson Mr. Md. Mushfiqur Rahman, Managing Director Mr. Anwar Hossain Chowdhury, Deputy Managing Director Mr. Md. Nazeem Hassan Satter, and other esteemed members of the organization.
The main purpose of the meeting was to discuss ways to support injured July fighters and the family members of martyrs by helping them become entrepreneurs and start small or medium-sized businesses.
SME Foundation expressed strong interest in this initiative and gave their commitment to provide active support. We sincerely thank SME Foundation for their generous and forward-thinking decision, which truly reflects the spirit of July. We believe this joint effort will honor our national history and bring meaningful change to the lives of the families who have sacrificed so much for our country.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করতে ভিজিট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০