“৫ই আগস্ট বিজয় মিছিলে যাওয়ার পর জাবির হোটেলে আগুন দিলে আমার ছেলে সেখানে ছুটে যায় বাচ্চাদের বাঁচাতে। তিনজন বাচ্চাকে জীবিত বের করতে পারলেও চতুর্থবার আর ফিরতে পারেনি—আগুনের ভেতরেই আটকা পড়ে যায়। সে আমাকে ফোনে জানায়, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমরা ছুটে যাই ঘটনাস্থলে, কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পাগলের মতো সারাদিন রাত দৌঁড়েছি—অবশেষে রাত ৪টায় আমার ছেলের নিথর দেহ তারা বাইরে আনে।”
— শহীদ আব্দুল্লাহর মা রওশন আরা
Story of a Martyr’s Family (Part–29)
“After joining the Victory Rally on August 5, my son rushed to Jabir Hotel when it caught fire to rescue the trapped children. He managed to save three kids, but on his fourth attempt, he couldn’t make it out—he was trapped in the flames. He called me to tell what happened, but I couldn’t do anything. We ran to the spot, but no one was allowed inside. Like a madwoman, I searched the whole day and night. Finally, around 4 a.m., they brought out my son’s lifeless body.”
— Rowshon Ara, Mother of Shaheed Abdullah
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist
