জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো—শহীদদের ত্যাগকে স্মরণ করা, তাঁদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো, এবং তাঁদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা। এই ধারাবাহিকতায়, জুলাই আহত যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে পুনর্বাসনের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
📝 নিচের যেকোনো একটি লিংক ব্যবহার করে আবেদন করুন
1️⃣ PDF ফর্ম 👉 https://drive.google.com/file/d/1Ly6PWiJIofxwQdeBmVfp_5HLBOkm1-jF/view
(প্রিন্ট করে পূরণ করে আমাদের অফিসিয়াল ইমেইল info@jssfbd.com-এ অথবা সরাসরি আমাদের অফিসে জমা দিতে হবে)
2️⃣ অনলাইন ফর্ম 👉 https://forms.cloud.microsoft/r/eD0hqg1GRi?origin=lprLink (শুধু অনলাইনে পূরণ করলেই হবে)
🔹 ফর্ম পূরণের সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে।
🔹 যেকোনো একটি লিংকের মাধ্যমেই ফর্ম পূরণ করতে হবে।
🔹 শুধুমাত্র PDF ফর্ম পূরণ করলে সেটি আমাদের কাছে জমা দিতে হবে। কিন্তু গুগল ফর্ম বা অনলাইন ফর্ম পূরণ করলে আলাদাভাবে পাঠানোর প্রয়োজন নেই।
✊ আসুন, আমরা সবাই মিলে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করি এবং তাঁদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াই।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist #rehabilitation
