একুশে পদকের অর্থ শহীদদের নামে উৎসর্গ
‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান একুশে পদক থেকে প্রাপ্ত সম্মাননার সম্পূর্ণ অর্থ উৎসর্গ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে। সোমবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন, চেকটি গ্রহণ করেন ফাউন্ডেশনের সিইও কামাল আকবর। মাহমুদুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা আমাদের গৌরব। তাদের আত্মত্যাগের কারণেই আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি।” তিনি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানান। আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই মাহমুদুর রহমানকে—জুলাই শহীদদের পাশে দাঁড়ানো এবং জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করে একুশের মর্যাদাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য।
Donation of Ekushey Padak honorarium in the name of the martyrs.
Editor of Amar Desh, Mahmudur Rahman, has donated the full amount of his Ekushey Padak honorarium to the July Shaheed Memorial Foundation. In a ceremony held Monday at the foundation’s office in Shahbagh, Dhaka, he officially handed over the cheque, which was received by the foundation’s CEO, Kamal Akbar. Mahmudur Rahman stated, “The brave martyrs of the July uprising are our pride. It is through their sacrifice that we have been freed from the grip of brutal fascism.” He also called for maximum support in the treatment and rehabilitation of the injured and in standing beside the families of the fallen. We express our deepest respect and gratitude to Mahmudur Rahman—for standing with the July martyrs and for honoring the spirit of July through this meaningful gesture.
Image Gallery