৭ দিনের মধ্যে সেই ঐতিহাসিক জুলাই উপস্থিত হতে চলেছে। জুলাই—এটি কোনো সাধারণ মাস নয়; বরং আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়ের এক প্রতিনিধিত্ব। এই মাসে আমরা আত্মত্যাগের গভীরতা এবং বিজয়ের অনুভূতি নতুনভাবে অনুভব করি।
এই জুলাই আমাদের পেছনের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী, যা সাহস নিয়ে নতুন স্বপ্ন দেখার প্রেরণা দেয়। এই সময়ে আমরা অভিজ্ঞতা করেছি, কিভাবে একটি জাতি বিচারের আসনে দাঁড়িয়ে মাথা উঁচু করে। জুলাই আমাদের চোখে জল এনে দেয়, তবে আমাদের হৃদয় গর্বে পরিপূর্ণ করে দেয়।
এটি সেই মাস, যখন আমরা সবাই মিলে উচ্চারণ করি—“আমরা হার মানি না; আমরা রক্ত দিয়ে আমাদের স্বপ্ন নির্মাণ করি।” এই গৌরবময় জুলাই, যার মূল্য দিয়ে এটি অর্জিত হয়েছে, তার মহিমা যেন কখনো সময়ের সঙ্গে ফিকে না হয়।
7 days left for that historic July
July—it is not just a month; it is a glorious page in our history.
A month when we relive the intensity of sacrifice and the passion of victory.
This July bears testament to our bloodied past and inspires us to dream with courage.
During this very month, we saw how a nation rose with head held high.
This July fills our eyes with tears but pride in the heart.
It is the month when we all declare aloud—”We do not fall; we build dreams with blood.”
Let this magnificent July, achieved at unimagined expense, never fade in its glory with the passing of time.
It is up to our generation to remember, remind, and pay respects to this past.
July lives in our hearts—and forever will.
Let us assemble together, only 7 days ago, to celebrate July—with responsibility, love, and dedication.
