১৪ দিন পর আসছে সেই ঐতিহাসিক জুলাই
জুলাই—শুধু আরেকটা মাস নয়, এটা আমাদের ইতিহাসের গর্বিত এক অধ্যায়।
এমন একটি মাস, যেখানে আমরা অনুভব করি আত্মত্যাগের গভীরতা, অনুভব করি বিজয়ের উত্তাপ।
এই জুলাই আমাদের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী, আমাদের স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
এই মাসেই আমরা দেখেছি কিভাবে এক জাতি মাথা উঁচু করে দাঁড়ায়।
এই জুলাই আমাদের চোখে জল এনে দেয় আবার বুকভরা গর্বও দেয়।
এটা সেই মাস, যখন আমরা একসাথে বলি—“আমরা হারি না, আমরা রক্ত দিয়ে স্বপ্ন গড়ি।”
এত রক্তের বিনিময়ে পাওয়া এই গৌরবের জুলাই যেনো হারিয়ে না যায় সময়ের মাঝে।
আমাদের প্রজন্মের দায়িত্ব, এই ইতিহাসকে মনে রাখা, মনে করানো, আর সম্মান জানানো।
জুলাই আছে আমাদের হৃদয়ে, থাকবে চিরকাল।
আসুন, আবার নতুন করে এই জুলাই-কে স্মরণ করি—প্রত্যয়, ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে।
14 days to go until that historic July
July—it’s not just another month; it’s a proud chapter in our history.
A month where we feel the depth of sacrifice and the fire of victory.
This July stands as a witness to our blood-stained past and inspires us to dream with courage.
In this very month, we saw how a nation rose with its head held high.
This July brings tears to our eyes, yet fills our hearts with pride.
It’s the month when we declare together—“We do not fall; we build dreams with blood.”
Let this glorious July, earned through unimaginable sacrifice, never fade with time.
It is our generation’s duty to remember, to remind, and to honor this history.
July lives in our hearts—and always will.
Let us come together once again to remember July—with commitment, love, and responsibility.
Learn more at: https://jssfbd.com
