08Aug2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image Gallery

সৌজন্য সাক্ষাৎ

Al-Mustafa International University, Iran-এর Country Director Mr. Shahabuddin Mashayekhi Rad সম্প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব কামাল আকবরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, আহত যোদ্ধাদের অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।
Mr. Shahabuddin Mashayekhi Rad আন্দোলনে আহতদের যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং বিশেষ প্রয়োজনে ইরানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আগ্রহ প্রকাশ করেন। উভয়পক্ষ ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা এবং মানবিক সহায়তা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
Mr. Shahabuddin Mashayekhi Rad, Country Director of Al-Mustafa International University, Iran, recently paid a courtesy visit to Mr. Kamal Akbar, Chief Executive Officer (CEO) of the July Shaheed Smriti Foundation. In this important meeting, discussions were held on the July–August mass uprising, the condition of injured fighters, and various aspects of future cooperation.
Mr. Shahabuddin Mashayekhi Rad expressed deep sympathy for the injured fighters and the families of the martyrs, and conveyed his interest in facilitating advanced medical treatment in Iran if needed. Both parties expressed hope to strengthen mutual collaboration in the areas of education, healthcare, and humanitarian support in the future.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *