08Aug2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image GalleryNews

৫ জুন, ২০২৪ —বাতিল হওয়া সরকারি চাকরির ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশ দেয় হাইকোর্ট

৫ জুন, ২০২৪ — এই দিনে হাইকোর্ট ২০১৮ সালে বাতিল হওয়া সরকারি চাকরির ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশ দেয়। এই রায় শিক্ষার্থীদের মাঝে প্রবল ক্ষোভের জন্ম দেয়, যারা দীর্ঘদিন ধরে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার পক্ষে আন্দোলন করে আসছিল। বিতর্কিত রায়টি ২০১৮ সালের একটি আন্দোলনের প্রেক্ষাপটকে নতুন করে সামনে আনে—যেখানে ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিল। কিন্তু পুনরায় সেই কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত অনেকের চোখে একটি মেধাবিরোধী পদক্ষেপ হিসেবে ধরা পড়ে। শিক্ষার্থীরা রাস্তায় নামে, ঢাকা থেকে শুরু করে সারা দেশের ক্যাম্পাসে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। এটি কেবল একটি শিক্ষার্থী আন্দোলন ছিল না—পরবর্তী সময়ে এটি রূপ নেয় একটি বৃহৎ গণআন্দোলনে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করে।এই আন্দোলন ছিল কেবল চাকরির কোটা নিয়ে নয়—এটি ছিল ন্যায্যতা, সমতা এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিয়ে একটি লড়াই।


On June 5, 2024, the High Court ordered the reinstatement of the 30% freedom fighter quota in government jobs, which had been abolished in 2018. This verdict sparked strong anger among students, who had long been advocating for a merit-based recruitment system. The controversial ruling brought back the context of the 2018 movement, during which students had taken to the streets demanding quota reform. However, the decision to restore the quota was seen by many as a step against meritocracy. Students protested across the country, from Dhaka to campuses nationwide, igniting a wave of demonstrations. This was not merely a student movement—it later evolved into a massive popular uprising, marking a significant turning point in Bangladesh’s political history. This movement was not just about the job quota; it was a fight for justice, equality, and the rights of future generation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *