২৩ জুলাই — প্রবাসী রেমিটেন্স দিবস
ঘাম ঝরানো শ্রমে গড়ে ওঠা এই অর্থনীতি দাঁড়িয়ে আছে সেইসব নিরলস যোদ্ধাদের কাঁধে, যাদের আমরা চিনি ‘রেমিটেন্স ফাইটার’ নামে।
দেশের অর্থনৈতিক সংকটে যখন ভেঙে পড়ছিল ভিত, তখন তারাই হয়ে উঠেছেন ঘুরে দাঁড়ানোর মূল শক্তি। আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি—যারা দেশের মাটি থেকে দূরে থেকেও হৃদয়ে বহন করেন এই মাটির দায়িত্ব। তাদের পাঠানো প্রতিটি কষ্টার্জিত ডলার আমাদের রিজার্ভকে শুধু সমৃদ্ধই করছে না, গড়ে তুলছে নতুন আশার ভিত। তারা এই জাতির নীরব নির্মাতা।
23rd July — “Probashi Remittance Day”
Our economy stands tall today because of the tireless efforts of those we proudly call our remittance fighters.
When our financial foundation was shaken, they became the force that helped rebuild it—brick by brick, with sweat and sacrifice. we salute these heroes—who, though far from home, carry Bangladesh in their hearts every single day. Every dollar they send fuels not just our reserves, but our hopes and our future. They are not just workers abroad—they are the quiet builders of a stronger nation.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
